লালন-গীতিকা/৫০
৫০
কিরূপ সাধনের বলে অধর ধরা যায়।
নিগূঢ় সন্ধান জেনে শুনে সাধন করতে হয়॥
পঞ্চতত্ত্ব[১] সাধন ক'রে
পেত যদি সে চাঁদেরে (হে)
ওরে বৈরাগীরা কেনে,
আবাল[২] গুদড়ি টেনে
কুলের বাহির হয় সেই চরণ-বাঞ্ছায়॥
বৈষ্ণবের ভজন ভাল
তাই বলিয়ে ভক্তি ছিল (হে)
তাতে ব্রহ্মজ্ঞানী যারা
সদায় বলে তারা,
শাক্ত বৈষ্ণবের নাই স্বয়ং[৩] পরিচয়॥
শুনে ব্রহ্মজ্ঞানীর বাক্য
দরবেশে করে তর্ক (হে)
বস্তুজ্ঞান যায় নাই
নাম-ব্রহ্মে কি পাই,
লালন কয়, দরবেশে একি কথা কয়॥