৭২

গুরু প্রতি রতি কৈ হ'লো।
আজ হবে কাল হবে বলে
কথায় কথায় দিন গেল।
ইন্দু আদি সব ত বাঁধা।
তারা কেউ মানে না কারো কথা
উপায় কি করি বলো॥
যে রঙ্গ দেখি তাইতে আঁখি
হ'য়ে যায় রে বেভুলো।
দীপের আলো দেখে যেমন
পতঙ্গ পুড়ে মলো॥
কি করিতে এলাম ভবে
কি করে জনম গেল।
লালন বলে, যজ্ঞের ঘৃত
সকলি কুত্তায় খেলো॥