অকৈতব সে ভেদের কথা
কইতে মর্মে লাগে ব্যথা
না[১] কহিলে জীবের নাহিক নিস্তার
কয় সেই জন্যে॥
তিনশ ষাট রসের মধ্যে[২]
তিনরস গণ্য হয় রসিকার
সাধিলে সে করণ এড়াইবে শমন
এ ভুবনে॥
অমাবস্যা প্রতিপদ
দ্বিতীয়ার প্রথমে সে তো
দরবেশ[৩] লালন বলে, তাই কার আগমন
সেই যোগের সনে