৭৫

সুম্‌ঝে কর ফকিরি মন রে।
এবার গেলে আর হবে না
পড়বি ঘোর তারে॥
বিষামৃতে আছে মিলন
জান্‌তে হয় তার কি রূপ সাধন
দেখ, যেন গরল ভক্ষণ
ক’রো না হায় রে॥
অগ্নি যৈছে ভস্মে ঢাকা
অমৃত[১] গরলে মাখা[১];
মৈথন-দণ্ডে যাবে দেখা
বিভিন্ন করে॥
ক’বার করলে আসা-যাওয়া
নিরূপণ কি রাখলে তাহা;
লালন বলে, কে দেয় খেয়া[২]
চিনলে[৩] না তারে[৩]

  1. ১.০ ১.১ সুধা তমনি গরল মাখা
  2. খেওয়া
  3. ৩.০ ৩.১ ভব-মাঝারে