৭৬

সে[] পরশের জোর যে পরশ সে পরশ চিনিলে না[]
সামান্য পরশের গুণ লোহার কাছে গেল জানা॥

পরশমণি স্বরূপ গোঁসাই
সে পরশের তুলনা নাই
পরশিবে যে জনা তাই
ঘুচিবে জঠর-যন্ত্রণা॥
কুমীরেতে পরকে যেমন
ধরায় সে আপন ধরন
পরশে জানিবে মন
এমনি যেন পরশোনা॥
ব্রজের ঐ জলদ কালো
যে পরশে পরশ হ’লো
লালন বলে, মনরে চলো
জানিতে সেই উপাসনা॥

  1. ১.০ ১.১ যে পরশের পরশে পরশ সে পরশ চিনে লে না