৭৯

মনের মানুষ খেলছে দ্বি-দলে।
যেমন সৌদামিনী মেঘের কোলে॥
ও সে দল[] নিরূপণ হবে যখন
মানুষ ধরা যাবে তখন
জনম সফল হবে রূপ দেখিলে॥

আগে জেনে সে দল উপাসনা
আন্দাজী কি হয় সাধনা
মিছে ঘুরে মরা গোলেমালে॥
ও সে মানুষ চিনিল যারা
পরম মহৎ[] তারা
ফকির[] লালন কয়, দেখি নয়ন খুলে॥

  1. রূপ
  2. মহত্ত্ব
  3. অধীন