৮০

আছে মায়ের ওতে জগৎপিতা ভেবে দেখ না॥
হেলা কোর না বেলা মেরো না॥
কোরানে তার ইশারা দেয়
আলেক যেমন নামে লুকায়
তেমনি আকারে সাকার ঝাপা রয়
সামান্যে কি যায় জানা॥
নিষ্কামী নির্বিকার হয়ে
দাঁড়াও মায়ের স্মরণ লয়ে
বর্তমানে দেখ চেয়ে
স্বরূপে রূপ নিশানা॥
কেমন পিতা কেমন মা সে
চিরদিন[] সাগরে ভাসে
লালন বলে, করো দিশে
ঘরের মাঝে ঘরখানা॥

  1. চিরকাল