৯১

আমার[১] দেখে শুনে জ্ঞান হ'লো না[১]
আমি কি করিতে কি করিলাম আমার দুগ্ধেতে মিশিল চোনা॥
মদন রাজার ডঙ্কা ভারী
হলাম তার আজ্ঞাকারী
আমি যার মাটিতে বসত করি
চিরদিন তারে চিনলাম না॥
রাগের আশ্রয় নিলে তখন
কি করিতে পারে মদন
আমার হল কামলোভী মন
মদন রায়ের গাঁটরী-টানা॥
উপর হাকিম একদিনে
কৃপা করতেন নিজ গুণে
দীনের অধীন লালন ভনে
যেত রে মনের দোটানা॥

  1. ১.০ ১.১ ও মন দেখে শুনে ঘোর গেল না