৯২

ঐ রূপ তিলে তিলে জপ মন জুতে
ভুল না রে মন অন্য ভোলেতে॥

গুরু রূপ ধিয়ানে রয়
কি করবে তারে শমন রায়
সে নেচে গেয়ে ভব পারে যায়
যায় সে গুরুর চরণ-তরীতে॥
উপর বারি সদর-আলা
স্বরূপ রূপে করছে খেলা
স্বরূপ-গুরুর স্বরূপ-চেলা
কে আছে এই জগতে॥
এমনি তায় অঙ্গ ভারী
গুরু বিনে নাই কাণ্ডারী
(ফকির) লালন বলে, ভাসাও তরীরে
যা করেন সাঁই কৃপাতে॥