লেখক আলাপ:প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়

(লেখক আলাপ:মানিক বন্দ্যোপাধ্যায় থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: Taher Almahdi কর্তৃক ১১ মাস আগে "মাণিক বন্দ্যোপাধ্যায় লিখুন" অনুচ্ছেদে

মাণিক বন্দ্যোপাধ্যায় লিখুন সম্পাদনা

লেখক প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা চিনি মাণিক বন্দ্যোপাধ্যায় হিসেবে, তিনি কখনো তাঁর নাম মানিক বন্দ্যোপাধ্যায় লেখেন নি, প্রমাণ হিসেবে তাঁর সিগনেচার যাচাই করতে দেখতে পারেন, তিনি সর্বদা সর্বত্র মাণিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন। সুতরাং বিভিন্ন প্রকাশনীর অত্যুৎসাহী লোকেদের মত মানিক বন্দ্যোপাধ্যায় লেখা বর্জন করাই সমুচীন মনে করি। ~~ তাহের আলমাহদী (আলাপ) ০৭:১১, ২৬ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Taher Almahdi: -- প্রথমত, লেখকপাতার নাম মূল নামে হওয়ার কথা এবং penname থেকে রিডাইরেক্ট থাকার কথা। দ্বিতীয়ত, লেখকপাতার বানান লেখক নিজে লেখেন না, আমরা লিখি; এবং সেটা লেখা হয় আধুনিক বানানরীতি অনুসারে। যেমন লেখক হয়ত ভট্টাচার্য্য লিখতেন, কিন্তু এখানে ভট্টাচার্য হওয়ার কথা। সেরকম, মাণিক পুরনো বানান, বর্তমান নিয়মে তদ্ভব শব্দে ণ হয় না। @Bodhisattwa: -- পাতাটা দয়া করে আসল নামে স্থানান্তর করে দাও। -- হৃষীকেশ (আলাপ) ০৭:৪৩, ২৬ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় - আসল নামে স্থানান্তরিত করা হয়েছে। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৩:৪৫, ২৬ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
উইকিসংকলনের একটি বিষয় আমার ভাল লাগে, কোন বইয়ের বানানকে প্রমিত বানানে রূপান্তর করা হয় না, এই ক্ষেত্রে সংগৃহিত pdf, djvu-তে যে বানান থাকে তাই হুবহু (বর্ণের দুর্বলতার কারণে পুত্ত্র—ত+ত+র-কে ছাড় দেওয়া হয়েছে) রাখা হয়। আমার ব্যক্তিগত মত হলো, লেখকের নামকেও প্রমিত বানান না করা হোক। যদিও প্রমিত বানানেরই একটি নিয়ম হলো, নামে ভুল নেই। হ্যাঁ, নামে ভুল ধরলে শরৎচন্দ্র-কে শরচ্চন্দ্র লিখতে হবে, শরৎচন্দ্র ব্যাকরণ সম্মত নয়। বিষয়টি উইকিসংকলেন নীতিনির্ধারকেরা বিবেচনা করবেন আশা করি। তাহের আলমাহদী (আলাপ) ২০:০২, ৩ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
পেননেমের পরিবর্তে মূল নাম লেখাই উচিত, নয়ত একই লেখকের একাধিক নামে পাতা খুলতে হবে—এটি অবশ্য জটিলতা সৃষ্টি করবে। তবে এমন ব্যবস্থা রাখা দরকার, যাতে লেখকদের ছদ্ম নামে অনুসন্ধান করলে মূল নামের পাতাটি খোলে। কেউ হয়ত পরশুরামকে খুঁজলেন, এই নামে কোন পাতা না থাকাই যৌক্তিক, কিন্তু সন্ধানকারীর আকাঙ্ক্ষাপূর্ণ হলো না— এটাকেও বিবেচনা করা যেতে পারে। অন্য সিএমএসের মতো মিডিয়া উইকিতে এমন ট্যাগ করা যায় কিনা আমার জানা নেই—তবে থাকা দরকার, যাতে পাতার নাম না থাকলেও ভানুসিংহ লিখলে রবীন্দ্রনাথকে পাওয়া যায়। তাহের আলমাহদী (আলাপ) ২০:০৯, ৩ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়" পাতায় ফেরত যান।