এই ব্যবহারকারী একজন বাংলাদেশী
বঙ্গ এই ব্যবহারকারী বাঙালি হয়ে গর্বিত
বাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা
২৫০+এই ব্যবহারকারী বাংলা উইকিসংকলনে ২৫০ এরও বেশি সংখ্যক সম্পাদনা করেছেন
এই ব্যবহারকারী উইকিসংকলন ১০ প্রতিযোগিতায় অবদান রেখেছেন।

রূপক পাল

আমার ব্যবহারকারী পাতায় আপনাকে স্বাগতম।

 আমি তাহের আলমাহদী, এই নামেই আমি নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। পিতা-মাতা নাম রেখেছিলেন মোহাম্মদ আবু তাহের, শিক্ষা সনদগুলোতে এই নামটি ব্যবহার করেছি, অবশ্য পরিবর্তন করার মতো সুযোগ আমার ছিল না।

 পড়েছি বরদা মোহন চৌধুরীর পাঠশালায়, লক্ষণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়, লাকসাম নওয়াব ফয়জুন্নেসা সরকারী কলেজনোয়াখালী সরকারী কলেজে

 কিছুদিন যাযাবার থাকার পর ২০০৫ সালের ১৯ আগষ্ট থেকে আছি সাউদী আরবে।

 ঘুরে বেড়ানো, বই পড়া আমার শখ, বই কেনা নেশা। সাহিত্যের প্রতি অনুরাগ বশতঃ এডুলিচার চর্যাপদ থেকে শুরু করে আধুনিক বাংলা সাহিত্যের একটি অনলাইন আর্কাইভের স্বপ্ন আমার বহুদিনের। নিজের উদ্যোগে কাজও শুরু করেছি। একই কারণে উইকিসংকলনের দশম বার্ষিকী উপলেক্ষ্য আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহন করেছি। একই কারণে উইকিসংকলনের দশম বার্ষিকী উপলেক্ষ্য আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহন করেছি। সম্পাদনা অব্যাহত রেখেছি উইকিসংকলনে।

 আমার জন্ম এবং বেড়ে উঠা কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বানঘর গ্রামে। শিক্ষার জন্য আমার জন্মস্থানের স্থানীয় প্রসিদ্ধি আছে ৯৫ শতাংশেরও বেশী শিক্ষিতের হারের জন্য।

 কর্মব্যস্থতা এবং স্বপ্নের এডুলিচার প্রকল্পের কাজ করার কারণে উইকিপিডিয়া প্রকল্পগুলোতে নিয়মিত সময় দিতে না পারলেও উইকিসংকলনের সম্পাদনা চেষ্টা করি সর্বদা।

 ইতিহাস, সাহিত্য ও বিজ্ঞান আমার প্রিয় বিষয়। প্রাচীন ভারতীয় সাহিত্য ও মিথগুলো আমার বেশ পছন্দ। রামায়ণ, মহাভারতের উপর লেখা গ্রন্থগুলো পড়ার চেষ্টা করি, এবং সন্ধান করি প্রাচীন ভারতের সত্যিকার ইতিহাসের।

 সময় ও সামর্থের অপ্রতুলতার পরও চেষ্টা করি জ্ঞানী মানুষগুলোর সাথে থাকতে, মনে করি, উইকিপিডিয়ায় জ্ঞানীদের একটা সমাবেশ আছে।

যে সকল বইয়ের বানান সংশোধনে হাত দিয়েছি

  1. বুদ্ধের জীবন ও বাণী করা হয়েছে
  2. মোগল যুগে স্ত্রীশিক্ষা করা হয়েছে
  3. ফুলের ফসল করা হয়েছে
  4. গোচারণের মাঠ করা হয়েছে
  5. রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ করা হয়েছে
  6. ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ
  7. উপেন্দ্রকিশোর রচনাসমগ্র
  8. মহর্ষি মন্‌সুর
  9. মাটি ছুঁয়ে বেঁছে আছি করা হয়েছে

যে সকল বইয়ের উৎস ফাইলের ওসিআর করেছি

  1. মোহন-মাধুরী করা হয়েছে

আমার অবদান

এই ব্যবহারকারী একজন বাংলাদেশী