শেষ সপ্তক/ঊনচল্লিশ
(পৃ. ১৩৫)
উনচল্লিশ
ওরা এসে আমাকে বলে-
'কবি, মৃত্যুর কথা শুনতে চাই তােমার মুখে।'
আমি বলি-
মৃত্যু যে আমার অন্তরঙ্গ,
জড়িয়ে আছে আমার দেহের সকল তন্তু।
তার ছন্দ আমার হৃৎস্পন্দনে,
আমার রক্তে তার আনন্দের প্রবাহ।
বলছে সে, 'চলাে চলাে;
চলাে বোঝা ফেলতে ফেলতে;
চলাে মরতে মরতে নিমেষে নিমেষে
আমারই টানে, আমারই বেগে।'
বলছে, 'চুপ করে বােসো যদি
যা-কিছু আছে সমস্তকে আঁকড়িয়ে ধ'রে
তবে দেখবে, তােমার জগতে
ফুল গেল বাসি হয়ে,
পাঁক দেখা দিল শুকনাে নদীতে,
ম্লান হল তােমার তারার আলাে।'