(ভৈরব, একতালা।)

ও বেটি, তুই ত বড় মজার মেয়ে;—
(ভাল) কেড়ে নিলি ভুজো ভোগা দিয়ে।
(একটা) কায়া দিয়ে এনে এ মায়া-বাজারে, জায়া-সুত-ধনে ভুলাইয়ে,
(আমার) সাধনের ধন, ও রাঙ্গা চরণ, কোথা নিলি বল্‌ লুকাইয়ে॥
(এখন) ভাব-অন্ধকারে একা পেয়ে মোরে,
পাঁচ্‌টা ভূতে নিলে নাগাল পেয়ে;—
(করে) ছয়টা বাঘে তাড়া, প্রাণটা খাঁচা-ছাড়া,
প্রাণ বাঁচা মা শ্যামা সাড়া দিয়ে॥
কয়েছিলি কত ক’রে নলপাত, মায়ের মতই বটে কোলে ল’য়ে;—
(তবে) নিদানে সরোজে, কি দোষে মা তেজে,
রৈলি চক্ষুকর্ণের মাথা খেয়ে। ২৩॥