সঙ্গীত-সুধা/ও দিন গেল দয়াল
২৯
বাউলের সুর—খেম্টা।
ও দিন গেল দয়াল বল না, মন-রসনা।
ও মন দয়াল-নাম সাধন হ’লে
শমন-ভয় আর রবে না।
ওরে, শোন রসনা সমাচার
দয়াল নামটী কর সার
যদি ভবে হবে পার;
আর, মিছে মায়ায় বদ্ধ হ’য়ে
কুপথ-গামী হ’য়ো না
ওরে, ভাই বন্ধু যত হয়,
কেবল পথের পরিচয়,
ও মন কেহ কারো নয়;
মিছে, আমার আমার আমার বল,
আমার কে তা’ চিন্লে না।