সঙ্গীত-সুধা/সদা দয়াল দয়াল

৩০

ঝিঁঝিট মিশ্র—একতালা।

সদা দয়াল দয়াল দয়াল ব’লে
ডাক্ রে রসনা;
যাঁরে ডাক্‌লে হৃদয় শীতল হবে রে,
যাবে যম-যন্ত্রণা।
আপন আপন কারে’ বা বল,
এসেছিলে ভবের হাট মিছে দিন গেল;
ও ভাই, মোহ-মায়ায় মুগ্ধ হ’য়ে রে,
মিছে খেলা আর খেল না।

শমন এসে বাঁধবে রে যখন,
কোথায় রবে ঘর-দরজা কোথায় রবে ধন;
তখন, বন্ধুজনায় বিদায় দিবে রে,
সাথের সাথী কেউ হবে না।