সঞ্চয়িতা/আলো যবে ভালোবেসে

১৩

আলো যবে ভালোবেসে
মালা দেয় আঁধারের গলে
সৃষ্টি তারে বলে।