সঞ্চয়িতা
প্রকাশ ১৩৩৮ পৌষ
দ্বিতীয় সংস্করণ ১৩৪০ ফাল্গুন
তৃতীয় সংস্করণ ১৩৪৪ শ্রাবণ
পুনর্মুদ্রণ ১৩৪৬ বৈশাখ,
চতুর্থ সংস্করণ ১৩৫০ চৈত্র
পঞ্চম সংস্করণ ১৩৫১ কার্তিক
ষষ্ঠ সংস্করণ ১৩৫৩ জ্যৈষ্ঠ
পুনর্মুদ্রণ ১৩৫৪ আশ্বিন, ১৩৫৬ আশ্বিন
১৩৫৯ পৌষ
১৩৬২ আশ্বিন
এই লেখায় এই অংশে একটি চিত্র থাকা উচিৎ। যদি আপনি তা দিতে পারেন, তবে, দয়া করে সাহায্য:চিত্র দেখুন। |
ভূমিকা
সঞ্চয়িতার কবিতাগুলি সংকলনের ভার আমি নিজে নিয়েছি। অন্যের উপরেই দিতাম। কেননা, কবিতা যে লেখে কবিতাগুলির অন্তরের ইতিহাস তার কাছে সুস্পষ্ট। বাহিরের প্রকাশে কবিতাগুলি উজ্জ্বল হয়েছে কি না হয়তো সেটা তার পক্ষে নিশ্চিত বোঝা কোনো কোনো স্থলে সহজ হয় না।
কিন্তু, এই সংকলন উপলক্ষ্যে একটি কথা বলবার সুযোগ পাব প্রত্যাশা করে এ কাজে হাত দিয়েছি। যারা আমার কবিতা প্রকাশ করেন অনেক দিন থেকে তাঁদের সম্বন্ধে এই অনুভব করছি যে, আমার অল্প বয়সের যেসকল রচনা স্খলিত পদে চলতে আরম্ভ করেছে মাত্র, যারা ঠিক কবিতার সীমার মধ্যে এসে পৌঁছয় নি, আমার গ্রন্থাবলীতে তাদের স্থান দেওয়া আমার প্রতি অবিচার।
মনে আছে, কোনো এক প্রবন্ধে আমার গানের সমালোচনায় এমন-সকল গানকে আমার কবিত্বের পঙ্গুতার দৃষ্টান্তস্বরূপে লেখক উদ্ধৃত করেছিলেন যেগুলি ছাপার বইয়ে প্রশ্রয় পেয়ে আমাকে অনেক দিন থেকে লজ্জা দিয়ে এসেছে। সেগুলি অপরিণত মনের প্রকাশ অপরিণত ভাষায়। কেউ কেউ সেগুলিকে ভালোও বাসেন, সেই দুর্গতির জন্যে আমি দায়ী। প্রবন্ধলেখককে দোষ দিতে পারি নে, কেননা লেখায় যে অপরাধ করেছি ছাপার অক্ষরে তাকে সমর্থন করা হয়েছে।
যে কবিতাগুলিকে আমি নিজে স্বীকার করি তার দ্বারা আমাকে দায়ী করলে আমার কোনো নালিশ থাকে না। বন্ধুরা বলেন, ইতিহাসের ধারা রক্ষা করা চাই। আমি বলি, লেখা যখন কবিতা হয়ে উঠেছে তখন থেকেই তার ইতিহাস। এ নিয়ে অনেক তর্ক হতে পারে, সে কথা বলবার স্থান এ নয়।
সন্ধ্যাসংগীত, প্রভাতসংগীত ও ছবি ও গান এখনো যে বই আকারে চলছে, একে বলা যেতে পারে কালাতিক্রমণ-দোষ। বালক যদি প্রধানদের সভায় গিয়ে ছেলেমানুষি করে তবে সেটা সহ্য করা বালকদের পক্ষেও ভালো নয়, প্রধানদের পক্ষেও নয়। এও সেইরকম। ওই তিনটি কবিতাগ্রন্থের আর কোনো অপরাধ নেই, কেবল একটি অপরাধ, লেখাগুলি কবিতার রূপ পায় নি। ডিমের মধ্যে যে শাবক আছে সে যেমন পাখি হয়ে ওঠে নি এটাতে কেউ দোষ দেবে না, কিন্তু তাকে পাখি বললে দোষ দিতেই হবে।
ইতিহাস-রক্ষার খাতিরে এই সংকলনে ওই তিনটি বইয়ের যে-কয়টি লেখা সঞ্চয়িতায় প্রকাশ করা গেল তা ছাড়া ওদের থেকে আর-কোনাে লেখাই আমি স্বীকার করতে পারব না। ভানুসিংহের পদাবলী সম্বন্ধেও সেই একই কথা। কড়ি ও কোমলে অনেক ত্যাজ্য জিনিস আছে কিন্তু সেই পর্বে আমার কাব্য-ভূসংস্থানে ডাঙা জেগে উঠতে আরম্ভ করেছে।
তার পর মানসী থেকে আরম্ভ করে বাকি বইগুলির কবিতায় ভালাে মন্দ মাঝারির ভেদ আছে, কিন্তু আমার আদর্শ অনুসারে ওরা প্রবেশিকা অতিক্রম করে কবিতার শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে।
এই গ্রন্থে যে কবিতাগুলি দিতে ইচ্ছা করেছি তার অনেকগুলিই দেওয়া হল না। স্থান নেই। ছাপা অগ্রসর হতে হতে আয়তনের স্ফীতি দেখে ভীতমনে আত্মসংবরণ করেছি।
এ-রকম সংকলন কখনােই সম্পূর্ণ হতে পারে না। মনের অবস্থাপরিবর্তন হয়, মনােযােগের তারতম্য ঘটে। অবিচার না হয়ে যায় না।
আমার লেখা যে-সকল কাব্যগ্রন্থ দীর্ঘকাল পাঠকদের পরিচিত এই গ্রন্থে তাদেরই থেকে বিশেষ করে সংগ্রহ করা হয়েছে। যেগুলি অপেক্ষাকৃত অপরিচিত সেগুলি যথাস্থানে পূর্ণতর পরিচয়ের অপেক্ষায় রইল।
শান্তিনিকেতন। পৌষ ১৩৩৮
সূচীপত্র - সূচীপত্রে, উল্লিখিত গ্রন্থের পরই সংকলিত কবিতাগুচ্ছের রচনাকাল মুদ্রিত হইল। যে ক্ষেত্রে উহা জানা নাই, * চিহ্নে প্রথম প্রকাশের বা মুদ্রণের কাল দেওয়া গেল।
ভানুসিংহ ঠাকুরের পদাবলী: ১২৮৮ শ্রাবণ – ১২৯২ * পৃষ্ঠাঙ্ক মরণ … ২৯ প্রশ্ন … ৩০ - সন্ধ্যাসংগীত: ১২৮৮ *
দৃষ্টি … ৩২ - প্রভাতসংগীত: ১২৮৮ চৈত্র – ১২৮৯ পৌষ *
সৃষ্টি স্থিতি প্রলয় … ৩২ নির্ঝরের স্বপ্নভঙ্গ … ৩৬ প্রভাত-উৎসব … ৩৮ - ছবি ও গান: ১২৯০ ফাল্গুন *
রাহুর প্রেম … ৩৯ - কড়ি ও কোমল: ১২৯৩ *
প্রাণ … ৪২ পুরাতন … ৪২ নূতন … ৪৪ বিষ্টি পড়ে টাপুর টুপুর … ৪৬ গীতোচ্ছ্বাস … ৪৭ চুম্বন … ৪৮ বাহু … ৪৯ চরণ … ৪৯ হৃদয়-আকাশ … ৫০ স্মৃতি … ৫১ হৃদয়-আসন … ৫১ বন্দী … ৫২ কেন … ৫৩ মোহ … ৫৩ মরীচিকা … ৫৪ - মানসী: ১২৯৪ বৈশাখ – ১২৯৭ কার্তিক
ভুলে … ৫৫ ভুল-ভাঙা … ৫৬ বিরহানন্দ … ৫৭ সিন্ধুতরঙ্গ … ৬০ নিষ্ফল কামনা … ৬৪ নারীর উক্তি … ৬৭ পুরুষের উক্তি … ৭০ বধূ … ৭৫ ব্যক্ত প্রেম … ৭৮ গুপ্ত প্রেম … ৮১ অপেক্ষা … ৮৩ সুরদাসের প্রার্থনা … ৮৫ ভৈরবী গান … ৮৯ বর্ষার দিনে … ৯৪ অনন্ত প্রেম … ৯৬ ক্ষণিক মিলন … ৯৭ ভালো করে বলে যাও … ৯৮ মেঘদূত … ৯৯ অহল্যার প্রতি … ১০৪ আমার সুখ … ১০৭ - সোনার তরী: ১২৯৮ ফাল্গুন – ১৩০০ অগ্রহায়ণ
সোনার তরী … ১০৮ নিদ্রিতা … ১০৯ সুপ্তোত্থিতা … ১১২ হিং টিং ছট্ … ১১৪ পরশপাথর … ১২০ দুই পাখি … ১২৪ যেতে নাহি দিব … ১২৬ মানসসুন্দরী … ১৩৩ দুর্বোধ … ১৪৫ ঝুলন … ১৪৭ সমুদ্রের প্রতি … ১৫১ হৃদয়যমুনা … ১৫৪ ব্যর্থ যৌবন … ১৫৬ গানভঙ্গ … ১৫৭ প্রত্যাখ্যান … ১৬০ লজ্জা … ১৬২ পুরস্কার … ১৬৪ বসুন্ধরা … ১৮৮ নিরুদ্দেশ যাত্রা … ১৯৯ - বিদায়-অভিশাপ: ১৩০০ শ্রাবণ
বিদায়-অভিশাপ … ২০১ - চিত্রা: ১২৯৯ চৈত্র – ১৩০২ ফাল্গুন
সুখ … ২১৪ প্রেমের অভিষেক … ২১৬ এবার ফিরাও মোরে … ২১৯ মৃত্যুর পরে … ২২৪ সাধনা … ২৩০ ব্রাহ্মণ … ২৩৩ পুরাতন ভৃত্য … ২৩৬ দুই বিঘা জমি … ২৩৮ নগরসংগীত … ২৪১ চিত্রা … ২৪৪ আবেদন … ২৪৫ উর্বশী … ২৫০ স্বর্গ হইতে বিদায় … ২৫২ দিনশেষে … ২৫৭ সান্ত্বনা … ২৫৮ বিজয়িনী … ২৬১ জীবনদেবতা … ২৬৫ রাত্রে ও প্রভাতে … ২৬৭ ১৪০০ সাল … ২৬৮ সিন্ধুপারে … ২৭০ - চৈতালি: ১৩০২ চৈত্র—১৩০৩ শ্রাবণ
উৎসর্গ … ২৭৫ বৈরাগ্য … ২৭৬ মধ্যাহ্ন … ২৭৭ দুর্লভ জন্ম … ২৭৮ খেয়া … ২৭৯ ঋতুসংহার … ২৭৯ মেঘদূত … ২৮০ দিদি … ২৮১ পরিচয় … ২৮১ ক্ষণমিলন … ২৮২ সঙ্গী … ২৮২ করুণা … ২৮৩ স্নেহগ্রাস … ২৮৪ বঙ্গমাতা … ২৮৪ মানসী … ২৮৫ মৌন … ২৮৫ অসময় … ২৮৬ কুমারসম্ভব গান … ২৮৭ মানসলোক … ২৮৭ কাব্য … ২৮৮ - কণিকা: ১৩০৬ অগ্রহায়ণ *
হাতে কলমে … ২৮৯ গৃহভেদ … ২৮৯ গরজের আত্মীয়তা … ২৮৯ কুটুম্বিতা … ২৮৯ উদারচরিতানাম্ … ২৯০ অসম্ভব ভালো … ২৯০ প্রত্যক্ষ প্রমাণ … ২৯০ ভক্তিভাজন … ২৯০ উপকারদম্ভ … ২৯০ সন্দেহের কারণ … ২৯১ অকৃতজ্ঞ … ২৯১ নিজের ও সাধারণের … ২৯১ মাঝারির সতর্কতা … ২৯১ নতিস্বীকার … ২৯১ কর্তব্যগ্রহণ … ২৯১ ধ্রুবাণি তস্য নাস্তি … ২৯২ মোহ … ২৯২ ফুল ও ফল … ২৯২ প্রশ্নের অতীত … ২৯২ মোহের আশঙ্কা … ২৯২ চালক … ২৯৩ এক পরিণাম … ২৯৩ - কল্পনা: ১৩০৭ বৈশাখ *
দুঃসময় … ২৯৩ বর্ষামঙ্গল … ২৯৫ ভ্রষ্টলগ্ন … ২৯৭ মার্জনা … ২৯৮ স্বপ্ন … ৩০০ মদনভস্মের পূর্বে … ৩০২ মদনভন্মের পর … ৩০৪ প্রণয়প্রশ্ন … ৩০৫ জুতা-আবিষ্কার … ৩০৬ হতভাগ্যের গান … ৩১০ অশেষ … ৩১২ বিদায় … ৩১৮ বর্ষশেষ … ৩১৯ ঝড়ের দিনে … ৩২৫ বসন্ত … ৩২৭ ভগ্ন মন্দির … ৩২৯ বৈশাখ … ৩৩০ - কথা: ১৩০৪ কার্তিক ১৩০৬ অগ্রহায়ণ
দেবতার গ্রাস … ৩৩২ পূজারিনি … ৩৩৯ অভিসার … ৩৪১ পরিশোধ … ৩৪৩ বিসর্জন … ৩৫৩ বন্দী বীর … ৩৫৭ হোরিখেলা … ৩৬০ পণরক্ষা … ৩৬৫ - কাহিনী: ১৩০৬ ফাল্গুন *
গান্ধারীর আবেদন … ৩৬৬ নরকবাস … ৩৮৬ কর্ণকুন্তীসংবাদ … ৩৯৫ - ক্ষণিকা: ১৩০৭ শ্রাবণ *
উদ্বোধন … ৪০৪ যথাস্থান … ৪০৫ কবির বয়স … ৪০৭ সেকাল … ৪০৯ জন্মান্তর … ৪১৩ বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ … ৪১৪ সোজাসুজি … ৪১৬ যাত্রী … ৪১৭ এক গাঁয়ে … ৪১৮ আষাঢ় … ৪১৯ নববর্ষা … ৪২০ অকালে … ৪২২ উদাসীন … ৪২৩ বিলম্বিত … ৪২৪ মেঘমুক্ত … ৪২৫ চিরায়মানা … ৪২৭ কল্যাণী … ৪২৮ অবিনয় … ৪২৯ কৃষ্ণকলি … ৪৩০ আবির্ভাব … ৪৩২ - নৈবেদ্য: ১৩০৮ আষাঢ় *
জনারণ্য … ৪৩৪ স্তব্ধতা … ৪৩৪ সফলতা … ৪৩৫ প্রাণ … ৪৩৬ দেহলীলা … ৪৩৬ মুক্তি … ৪৩৭ অজ্ঞাতে … ৪৩৮ অপরাহ্ণে … ৪৩৮ প্রতীক্ষা … ৪৩৯ অপ্রমত্ত … ৪৩৯ দীক্ষা … ৪৪০ ত্রাণ … ৪৪১ ন্যায়দণ্ড … ৪৪২ প্রার্থনা … ৪৪৩ নীড় ও আকাশ … ৪৪৩ জন্ম … ৪৪৩ মৃত্যু … ৪৪৪ নিবেদন … ৪৪৪ - স্মরণ: ১৩০৯ অগ্রহায়ণ-মাঘ
অতিথি … ৪৪৫ প্রতিনিধি … ৪৪৬ উদ্বোধন … ৪৪৭ একাকী … ৪৪৮ রমণী … ৪৪৯ - শিশু: ১৩১০ *
জন্মকথা … ৪৫০ খেলা … ৪৫১ কেন মধুর … ৪৫২ বীরপুরুষ … ৪৫২ লুকোচুরি … ৪৫৫ বিদায় … ৪৫৬ পরিচয় … ৪৫৮ উপহার … ৪৫৯ - উৎসর্গ: ১৩১০ *
প্রচ্ছন্ন … ৪৬১ ছল … ৪৬২ চেনা … ৪৬২ মরীচিকা … ৪৬৩ আমি চঞ্চল হে … ৪৬৪ প্রসাদ … ৪৬৪ প্রবাসী … ৪৬৫ আবর্তন … ৪৬৭ অতীত … ৪৬৮ নব বেশ … ৪৬৯ মরণমিলন … ৪৭০ জন্ম ও মরণ … ৪৭৪ - সাময়িক পত্র: ১৩১১-১৩১৪ ভাদ্র
শিবাজি-উৎসব … ৪৭৫ সুপ্রভাত … ৪৮১ নমস্কার … ৪৮৪ - খেয়া: ১৩১২ শ্রাবণ - ১৩১৩ আষাঢ়
শুভক্ষণ … ৪৮৭ বালিকা বধূ … ৪৮৮ অনাবশ্যক … ৪৯০ আগমন … ৪৯১ দান … ৪৯২ কৃপণ … ৪৯৩ কুয়ার ধারে … ৪৯৪ দিনশেষ … ৪৯৫ প্রতীক্ষা … ৪৯৬ দিঘি … ৪৯৭ প্রচ্ছন্ন … ৫০০ - গীতাঞ্জলি: ১৩১৩-১৩১৭ শ্রাবণ
আত্মত্রাণ … ৫০২ আষাঢ়সন্ধ্যা … ৫০২ বেলাশেষে … ৫০৩ অরূপরতন … ৫০৩ স্বপ্নে … ৫০৩ সহযাত্রী … ৫০৪ বর্ষার রূপ … ৫০৫ প্রতিসৃষ্টি … ৫০৬ ভারততীর্থ … ৫০৬ দীনের সঙ্গী … ৫০৮ অপমানিত … ৫০৯ ধুলামন্দির … ৫১০ সীমায় প্রকাশ … ৫১১ যাবার দিন … ৫১১ অসমাপ্ত … ৫১২ শেষ নমস্কার … ৫১২ - গীতিমাল্য: ১৩১৮ চৈত্র-১৩২১ জ্যৈষ্ঠ
পথ-চাওয়া … ৫১৩ ভাসান … ৫১৩ খড়্গ … ৫১৪ চরম মূল্য … ৫১৪ সুর … ৫১৫ দিনান্ত … ৫১৬ ব্যর্থ … ৫১৭ সার্থক বেদনা … ৫১৭ উপহার … ৫১৮ গানের পারে … ৫১৮ নিঃসংশয় … ৫১৮ সুরের আগুন … ৫১৯ গানের টান … ৫১৯ অতিথি … ৫২০ দেহ … ৫২০ নিবেদন … ৫২১ সুন্দর … ৫২১ আলোকধেনু … ৫২২ - গীতালি: ১৩২১ ভাদ্র-কার্তিক
পরশমণি … ৫২২ শরণ্ময়ী … ৫২৩ মোহন মৃত্যু … ৫২৩ শারদা … ৫২৪ জয় … ৫২৪ ক্লান্তি … ৫২৫ পথিক … ৫২৫ পুনরাবর্তন … ৫২৬ সুপ্রভাত … ৫২৬ পথের গান … ৫২৭ সাথি … ৫২৮ জ্যোতি … ৫২৮ কলিকা … ৫২৯ অঞ্জলি … ৫৩০ - বলাকা: ১৩২১ বৈশাখ ১৩২২ কার্তিক
সবুজের অভিযান … ৫৩১ শঙ্খ … ৫৩৩ ছবি … ৫৩৪ শা-জাহান … ৫৩৯ চঞ্চলা … ৫৪৪ দান … ৫৪৮ বলাকা … ৫৫০ - পলাতকা: ১৩২৫ অক্টোবর *
মুক্তি … ৫৫৩ ফাঁকি … ৫৫৬ নিষ্কৃতি … ৫৬২ হারিয়ে-যাওয়া … ৫৭২ ঠাকুরদাদার ছুটি … ৫৭৩ - শিশু ভোলানাথ: ১৩২৯ *
মনে-পড়া … ৫৭৪ খেলাভোলা … ৫৭৫ ইচ্ছামতী … ৫৭৬ তালগাছ … ৫৭৭ অন্য মা … ৫৭৮ - পুরবী: ১৩২৯ আষাঢ় — ১৩৩১ অগ্রহায়ণ
সত্যেন্দ্রনাথ দত্ত … ৫৮০ তপোভঙ্গ … ৫৮৪ লীলাসঙ্গিনী … ৫৮৮ সাবিত্রী … ৫৯১ আহ্বান … ৫৯৪ ক্ষণিকা … ৫৯৮ খেলা … ৬০০ কৃতজ্ঞ … ৬০৩ দান … ৬০৪ অতিথি … ৬০৬ শেষ বসন্ত … ৬০৬ - বনবাণী: ১৩৩৩ ফাল্গুন ১৩৩৪ অগ্রহায়ণ
বসন্ত … ৬০৮ বৃক্ষবন্দনা … ৬১০ কুটিরবাসী … ৬১৩ নীলমণিলতা … ৬১৫ উদ্বোধন … ৬১৭ - মহুয়া: ১৩৩৩ চৈত্র — ১৩৩৫ পৌষ
শেষ মধু … ৬১৯ সাগরিকা … ৬২০ বোধন … ৬২৩ পথের বাঁধন … ৬২৫ অসমাপ্ত … ৬২৫ নির্ভয় … ৬২৭ পরিচয় … ৬২৭ দায়মোচন … ৬২৯ সবলা … ৬৩১ নববধূ … ৬৩২ মিলন … ৬৩৪ প্রত্যাগত … ৬৩৬ - পরিশেষ: ১৩৩৭ চৈত্র — ১৩৩৯ শ্রাবণ
প্রণাম … ৬৩৭ প্রশ্ন … ৬৩৯ পত্রলেখা … ৬৩৯ মৃত্যুঞ্জয় … ৬৪১ বাঁশি … ৬৪২ জলপাত্র … ৬৪৫ - বিচিত্রিতা: ১৩৪• শ্রাবণ *
পসারিনি … ৬৪৭ পুষ্প … ৬৪৯ যাত্রা … ৬৫১ দ্বিধা … ৬৫১ ছায়াসঙ্গিনী … ৬৫২ - পুনশ্চ: ১৩৩৯ শ্রাবণ-ভাদ্র
পুকুরধারে … ৬৫৪ ক্যামেলিয়া … ৬৫৫ ছেলেটা … ৬৬২ সাধারণ মেয়ে … ৬৬৭ খোয়াই … ৬৭৩ শেষ চিঠি … ৬৭৫ ছুটির আয়োজন … ৬৭৯ - শেষ সপ্তক: ১৩৪২ বৈশাখ *
আমার ফুলবাগানের ফুলগুলিকে … ৬৮০ তুমি প্রভাতের শুকতারা … ৬৮২ পিলসুজের উপর পিতলের প্রদীপ … ৬৮৫ পঁচিশে বৈশাখ … ৬৮৮ - বীথিকা: ১৩৪১ বৈশাখ ১৩৪২ জ্যৈষ্ঠ
পাঠিকা … ৬৯৫ ভুল … ৬৯৮ উদাসীন … ৬৯৯ নিমন্ত্রণ … ৭০১ - পত্রপুট: ১৩৪২ আশ্বিন ১৩৪৩ বৈশাখ
পৃথিবী … ৭০৫ উদাসীন … ৭০৯ তোমার অন্যযুগের সখা … ৭১১ - শ্যামলী: ১৩৪৩ জ্যৈষ্ঠ-আষাঢ়
আমি … ৭১৩ বাঁশিওয়ালা … ৭১৫ হঠাৎ-দেখা … ৭১৯ - সাময়িক পত্র: ১৩৪১ মাঘ
আফ্রিকা … ৭২১ - গীতবিতান: ১৩১৮ মাঘ ১৩৪৬ ভাগ
ভারতবিধাতা … ৭২৭ চির-আমি … ৭২৮ ছিল যে পরানের অন্ধকারে … ৭২৯ যে কাঁদনে হিয়া কাঁদিছে … ৭২৯ সে যে বাহির হল আমি জানি … ৭৩০ তোমায় কিছু দেব ব’লে … ৭৩০ আমি তারেই খুঁজে বেড়াই … ৭৩১ আমি কান পেতে রই … ৭৩১ ওই মরণের সাগরপারে … ৭৩২ দিন যদি হল অবসান … ৭৩২ আমার একটি কথা বাঁশি জানে … ৭৩৩ সে কোন্ বনের হরিণ … ৭৩৩ কান্নাহাসির দোল-দোলানো … ৭৩৪ মধুর, তোমার শেষ যে না পাই … ৭৩৪ চাহিয়া দেখো রসের স্রোতে স্রোতে … ৭৩৫ আমার না-বলা বাণীর … ৭৩৫ বেদনা কী ভাষায় রে … ৭৩৬ বেদনায় ভরে গিয়েছে পেয়ালা … ৭৩৬ তার বিদায়বেলার মালাখানি … ৭৩৬ ভালোবাসি ভালোবাসি … ৭৩৭ যখন এসেছিলে অন্ধকারে … ৭৩৭ কার চোখের চাওয়ার হাওয়ায় … ৭৩৮ সকরুণ বেণু বাজায়ে কে যায় … ৭৩৮ স্বপনে দোঁহে ছিনু কী মোহে … ৭৩৯ সুনীল সাগরের শ্যামল কিনারে … ৭৩৯ চাঁদের হাসির বাঁধ ভেঙেছে … ৭৪০ আমারে ডাক দিল কে … ৭৪০ শিউলি ফোটা ফুরালো যেই … ৭৪১ যেদিন সকল মুকুল গেল ঝরে … ৭৪১ ওহে সুন্দর, মরি মরি … ৭৪১ কার যেন এই মনের বেদন … ৭৪২ পূর্ণচাঁদের মায়ায় আজি … ৭৪২ দে পড়ে দে আমায় তোরা … ৭৪৩ কেন রে এতই যাবার ত্বরা … ৭৪৩ চরণরেখা তব … ৭৪৪ দারুণ অগ্নিবাণে … ৭৪৪ আমার দিন ফুরালো … ৭৪৫ ওগো আমার শ্রাবণমেঘের … ৭৪৫ ধরণী, দূরে চেয়ে … ৭৪৫ জানি, হল যাবার আয়োজন … ৭৪৬ নীল অঞ্জনঘন পুঞ্জছায়ায় … ৭৪৭ পাগলা হাওয়ার বাদল-দিনে … ৭৪৭ - লেখন: ১৩৩৩ *
স্বপ্ন আমার জোনাকি … ৭৪৮ ঘুমের আঁধার কোটরের তলে … ৭৪৮ আঁধার সে যেন বিরহিণী বধূ … ৭৪৮ আকাশের নীল … ৭৪৯ দিনের রৌদ্রে আবৃত বেদনা … ৭৪৯ নিভৃত প্রাণের নিবিড় ছায়ায় … ৭৪৯ অতল আঁধার নিশাপারাবার … ৭৪৯ দুই তীরে তার বিরহ ঘটায়ে … ৭৪৯ স্ফুলিঙ্গ তার পাখায় পেল … ৭৫০ সুন্দরী ছায়ার পানে … ৭৫০ আমার প্রেম রবি-কিরণ-হেন … ৭৫০ মাটির সুপ্তিবন্ধন হতে … ৭৫০ আলো যবে ভালোবেসে … ৭৫০ দিন হয়ে গেল গত … ৭৫৩ চাহিয়া প্রভাতরবির নয়নে … ৭৫৩ আকাশে তো আমি … ৭৫৩ লাজুক ছায়া বনের তলে … ৭৫৩ পর্বতমালা আকাশের পানে … ৭৫৩ ভিক্ষুবেশে দ্বারে তার … ৭৫৪ অসীম আকাশ শূন্য প্রসারি রাখে … ৭৫৪ ফুলগুলি যেন কথা … ৭৫৪ পথের প্রান্তে আমার তীর্থ নয় … ৭৫৪ ফুরাইলে দিবসের পালা … ৭৫৪ সূর্যাস্তের রঙে রাঙা … ৭৫৪ দিন দেয় তার সোনার বীণা … ৭৫৫ সূর্য-পানে চেয়ে ভাবে … ৭৫৫ চেয়ে দেখি হোথা তব জানালায় … ৭৫৫ উতল সাগরের অধীর ক্রন্দন … ৭৫৫ সমস্ত-আকাশ-ভরা … ৭৫৫ - স্ফুলিঙ্গ: ১৩৫২ *
কল্লোলমুখর দিন … ৭৫৬ মুক্ত যে ভাবনা মোর … ৭৫৬ প্রভাতরবির ছবি আঁকে ধরা … ৭৫৬ যত বড়ো হোক ইন্দ্রধনু সে … ৭৫৬ বহু দিন ধ’রে বহু ক্রোশ দূরে … ৭৫৭ কোন্ খসে-পড়া তারা … ৭৫৭ বসন্ত পাঠায় দূত … ৭৫৭ প্রেমের আনন্দ থাকে … ৭৫৭ - সহজ পাঠ: ১৩৩৭ বৈশাখ *
নদীর ঘাটের কাছে … ৭৫৮ একদিন রাতে আমি … ৭৫৯ - প্রহাসিনী: ১৩৪১
রঙ্গ … ৭৬০ - খাপ ছাড়া: ১৩৪৩ মাঘ *
দামোদর শেঠ … ৭৬১ গোরা বোষ্টম বাবা … ৭৬১ বর এসেছে বীরের ছাঁদে … ৭৬২ নাড়ী-টেপা ডাক্তার … ৭৬২ - ছড়ার ছবি: ১৩৪৪ জ্যৈষ্ঠ-শ্রাবণ
যোগিন্দা … ৭৬২ বাসাবাড়ি … ৭৬৭ ঘরের খেয়া … ৭৬৯ আকাশপ্রদীপ … ৭৭০ - প্রান্তিক: ১৩৪১ বৈশাখ - ১৩৪৪ পৌষ
যাবার সময় হল বিহঙ্গের … ৭৭৩ অবরুদ্ধ ছিল বায়ু … ৭৭৩ পশ্চাতের নিত্যসহচর … ৭৭৫ অবসন্ন চেতনার গোধূলিবেলায় … ৭৭৫ কলরবমুখরিত খ্যাতির প্রাঙ্গণে … ৭৭৬ পরমমূল্য … ৭৭৭ - সেঁজুতি: ১৩৪৩ অগ্রহায়ণ - ১৩৪৫ বৈশাখ
ঘরছাড়া … ৭৭৮ পরিচয় … ৭৮১ স্মরণ … ৭৮২ জন্মদিন … ৭৮৪ - আকাশপ্রদীপ: ১৩৪৫ কার্তিক-চৈত্র
বধূ … ৭৮৯ শ্যামা … ৭৯১ ঢাকিরা ঢাক বাজায় খালে বিলে … ৭৯৩ - নবজাতক: ১৩৪৫ আষাঢ় - ১৩৪৬ চৈত্র
ইস্টেশন … ৭৯৬ প্রজাপতি … ৭৯৭ রাতের গাড়ি … ৭৯৯ - সানাই: ১৩৪৫ আষাঢ় - ১৩৪৭ আষাঢ়
যক্ষ … ৮০১ উদ্বৃত্ত … ৮০২ সানাই … ৮০৫ রূপকথায় … ৮০৭ অসম্ভব … ৮০৮ - ছড়া: ১৩৪৬ ফাল্গুন
শ্রাদ্ধ … ৮০৯ মামলা … ৮১৩ - জন্মদিনে: ১৩৪৭ আশ্বিন-মাঘ
বরণ … ৮১৬ পথের শেষে … ৮১৮ ঐকতান … ৮২১ - রোগশয্যায়: ১৩৪৭ কার্তিক-অগ্রহায়ণ
জপের মালা … ৮১৬ আমার দিনের শেষ ছায়াটুকু … ৮১৭ খুলে দাও দ্বার … ৮১৭ ধূসর গোধূলিলগ্নে … ৮১৮ - আরোগ্য: ১৩৪৭ মাঘ-ফাল্গুন
মুক্তবাতায়নপ্রান্তে … ৮২৪ ঘণ্টা বাজে দূরে … ৮২৫ সংসারের প্রান্ত-জানালায় … ৮২৮ ওরা কাজ করে … ৮২৯ মধুময় পৃথিবীর ধূলি … ৮৩১ - গল্পসল্প: 2089 ফাল্গুন
পিয়ারি … ৮৩১ - শেষ লেখা: ১৩৪৮ বৈশাখ -শ্রাবণ
রূপ-নারানের কূলে … ৮৩২ প্রথম দিনের সূর্য … ৮৩৩ দুঃখের আঁধার রাত্রি … ৮৩৪ তোমার সৃষ্টির পথ … ৮৩৪ - গ্রন্থপরিচয়ে উদ্ধৃত: ১৩০০ ফাল্গুন—১৩৪৬ ভাদ্র *
প্রেমের অভিষেক … ৮৪৯ আশ্বিনে বেণু বাজিল ও পারে … ৮৬৬ এবার বুঝি ভোলার বেল! হল … ৮৬৭ চরণরেখা তব … ৮৬৭ ইঁটের-টোপর-মাথায়-পরা … ৮৬৮ আজ শরতের আলোয় … ৮৭০ জন্মের দিনে দিয়েছিল আজি … ৮৭২ যদি হায়, জীবনপূরণ নাই হল … ৮৭২
সম্মুখীন পৃষ্টা
প্রতিকৃতি ॥ রবীন্দ্রনাথ | ১৯৩৫ ...৩
পাণ্ডলিপি ১ যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে। কল্পনা। ...২৯৪ ২ আজিকে তুমি ঘুমাও। ম্মরণ ...২৯৫ ৩ হে অলক্ষী রুক্ষকেশী। কল্পনা ... ৩১২ ৪ বেনুবনচ্ছায়াঘন সন্ধ্যায়। পূরবী ...৬০৮ ৫ স্ফুলিঙ্গ তার পাখায় পেলো। লেখন ...৭৫০ ৬ যাবার সময় হোলো বিহঙ্গের। প্রান্তিক ...৭৭৩ ৭ তব দক্ষিণ হাতের পরশ। সানাই ...৮০২
১,২,৩ চিত্র যথাক্রমে কৰি যতীন্দ্রমোহন বাগচী,শ্রীসমীরচন্দ্র মজুমদার ও শ্রীঅমল হোমের সৌজন্যে প্রকাশ করা সম্ভব হইয়াছে। প্রতিকৃতিচিত্রখানি মঁসিয়ে রেমঁ বুরনিয়ে কর্তৃক গৃহীত একখানি আলোকচিত্রের প্রতিলিপি ।
এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।