সঞ্চয়িতা/সকরুণ বেণু বাজায়ে কে যায়
(পৃ. ৭৩৮)
২১
সকরুণ বেণু বাজায়ে কে যায় বিদেশী নায়ে!
তাহারি রাগিণী লাগিল গায়ে।
সে সুর বাহিয়া ভেসে আসে কার সুদূর বিরহবিধুর হিয়ার
অজানা বেদনা, সাগরবেলার অধীর বায়ে
বনের ছায়ে।
তারি গুঞ্জন লাগিল গায়ে।
তাই শুনে আজি বিজন প্রবাসে হৃদয় মাঝে
শরৎ-শিশিরে ভিজে ভৈরবী নীরবে বাজে।
ছবি মনে আনে আলোতে ও গীতে— যেন জনহীন নদীপথটিতে
কে চলেছে জলে কলস ভরিতে অলস পায়ে
বনের ছায়ে।
তাহারি আভাস লাগিল গায়ে।
মায়র জাহাজ
২ অক্টোবর ১৯২৭
২ অক্টোবর ১৯২৭