সঞ্চয়িতা/জানি, হল যাবার আয়োজন

৩৮

জানি, হল যাবার আয়োজন—
তবু, পথিক, থামো কিছুক্ষণ।
শ্রাবণগগন বারি-ঝরা, কাননবীথি ছায়ায় ভরা,
শুনি জলের ঝরোঝরে
যূথীবনের ফুল-ঝরা ক্রন্দন!

যেয়ো—
যখন বাদল-শেষের পাখি
পথে পথে উঠবে ডাকি।
শিউলিবনের মধুর স্তবে জাগবে শরৎলক্ষ্মী যবে,
শুভ্র আলোর শঙ্খরবে
পরবে ভালে মঙ্গলচন্দন।

[বর্ষামঙ্গল
১৩৩২]