সঞ্চয়িতা/কল্লোলমুখর দিন

৩০

কল্লোলমুখর দিন
ধায় রাত্রি-পানে।
উচ্ছল নির্ঝর চলে
সিন্ধুর সন্ধানে।
বসন্তে অশান্ত ফুল
পেতে চায় ফল
স্তব্ধ পূর্ণতার পানে
চলিছে চঞ্চল।