সঞ্চয়িতা/যে কাঁদনে হিয়া কাঁদিছে
(পৃ. ৭২৯)
২
যে কাঁদনে হিয়া কাঁদিছে সে কাঁদনে সেও কাঁদিল।
যে বাঁধনে মোরে বাঁধিছে সে বাঁধনে তারে বাঁধিল।
পথে পথে তারে খুঁজিনু, মনে মনে তারে পূজিনু—
সে পূজার মাঝে লুকায়ে আমারেও সে যে সাধিল।
এসেছিল মন হরিতে মহাপারাবার পারায়ে।
ফিরিল না আর তরীতে, আপনারে গেল হারায়ে।
তারি আপনারি মাধুরী আপনারে করে চাতুরী,
ধরিবে কি ধরা দিবে সে কী ভাবিয়া ফাঁদ ফাঁদিল।
[১৩২৩-২৪]