সুপ্রভাত

এ দিন আজি কোন্ ঘরে গো খুলে দিল দ্বার?
আজি প্রাতে সূর্য-ওঠা সফল হল কার?
কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে—
ঊষা কাহার আশিস্ বহি হল আঁধার পার?

বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা—
কার হৃদয়ের মাঝে হল তাদের মালা গাঁথা?
বহু যুগের উপহারে বরণ করি নিল কারে?
কার জীবনে প্রভাত আজি ঘোচায় অন্ধকার?

বুদ্ধগয়া
প্রভাত। ২৪ আশ্বিন [১৩২১]