সঞ্চয়িতা/সাথি
(পৃ. ৫২৮)
সাথি
পথের সাথি, নমি বারম্বার—
পথিকজনের লহো নমস্কার।
ওগো বিদায়, ওগো ক্ষতি, ওগো দিনশেষের পতি,
ভাঙা বাসার লহো নমস্কার।
ওগো নবপ্রভাত-জ্যোতি, ওগো চিরদিনের গতি,
নূতন আশার লহো নমস্কার।
জীবন-রথের হে সারথি, আমি নিত্য পথের পথী,
পথে চলার লহো নমস্কার।
রেলপথে
বেলা হইতে গয়ায়