সুকান্ত সমগ্র/অপ্রচলিত রচনা/দেবদারু গাছে রোদের ঝলক
(পৃ. ৪০৫-৪০৬)
দেবদারু গাছে রোদের ঝলক২৭
দেবদারু গাছে রোদের ঝলক, হেমন্তে ঝরে পাতা,
সারাদিন ধ’রে মুরগীরা ডাকে, এই নিয়ে দিন গাঁথা
রক্তের ঝড় বাইরে বইছে, ছোটে হিংসার ঢেউ,
খবরে কাগজ জানায় সেকথা, চোখে দেখি নাকো কেউ॥