সুকান্ত সমগ্র/অপ্রচলিত রচনা/বর্ষ-বাণী
(পৃ. ৩৮৪-৩৮৫)
বর্ষ-বাণী৭
বৈশাখী
(গান)
—আহ্বান—
এসো এসো এসো হে নবীন
এসো এসো হে বৈশাখ,
এসো আলো এসো হে প্রাণ।
ডাকো কালবৈশাখীর ডাক।
বাতাসে আনো ঝড়ের সুর
যুক্ত করো নিকট-দূর।
মুক্ত করো শতাব্দীরে দিনের প্রতিদানে,
ঝঞ্ঝা আনো বজ্র হানো বিজলী জ্বাল প্রাণে।
পুরানো দিন তপ্ত বায়ে আজকে ঝ’রে যাক॥
বসন্তেরই শান্ত বায়ে পল্লবিনী-লতা
তরুর কোলে দোলনরত লজ্জা-অবনতা।
প্রভাতী-ডাকে তাহারে ডাকো
একেলা কানে কানে
প্রলয় সুরে নাট্যশালা ভরিয়া তোল গানে।
মেঘের বুকে কাজল আঁকো,
জাগাও ঘূর্ণিপাক॥
নিঃস্ব করে বিশ্ব ভুবন দুঃখ-দহন-তাপে
শুষ্ক করো রুক্ষ করো কঠিন অভিশাপে।
সে সন্ন্যাসী একেলা আসি
রিক্ত-ঝুলি হতে
দিলে যে দান জ্বলিল প্রাণ
পুড়িল আরও ওতে।
তৃষ্ণাময়ী ধরণী আজি করুণা মাগে তব
নবীনপ্রাণ, নবীনদান আনো হে নব নব।
পিছনে তাই বৈশাখী ঝড় আশাসে তুলে হাঁক