সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/অতসী
(পৃ. ৯২-৯৩)
অতসী
অতসী ফুটেছে বন-কোনায়,
খোঁজ রাখে তার কোন্ জনায়।
দোল দোল দোল দিনে রাতে
দুলে দুলে সারা নিরালাতে;
অভিমানে মরে কঁদিয়া রে,
মুদে আসে আঁখি আঁধিয়ারে।
মধু নেই তার নেই বাহার,
বাতাসে মিলায় শ্বাস তাহার।
মাঝ-রাতে যবে চাঁদ জাগে
সবুজ আলোর বাঁধ ভাঙ্গে—
অতসী বাতাসে দুলে দুলে
অবিরাম পড়ে ঢুলে ঢুলে।
পাতার আড়ালে মুখ ঢাকে—
হায়, কে তাহার খোঁজ রাখে?
কবি এসে বলে নতশিরে—
বন-গোপনের অতসীরে—
“অতসী, অতসী, মোছ্ আঁখি,
আমি কবি তোর খোঁজ রাখি।