সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/আমার ঘরে ভোমরা
(পৃ. ৯৩-৯৪)
আমার ঘরে ভোমরা
জানলা দিয়ে আমার ঘরে
আসলো উড়ে ভোমরা,—
কোন্ বাণী সে নিয়ে এলো,
বলতে পারো তোমরা?
আসলো ভ্রমর গুন্গুনিয়ে
অবুঝ ভাষায় গান শুনিয়ে,
অবাক্ হয়ে তাকাই আমি,
মুখটি করে গোম্রা;
বুঝতে নারি কোন্ বাণী কয়
উড়ন্ত সেই ভোমরা।
অবুঝ ভাষায় সবুজ নেশায়
প্রলাপ বকে ঠিক তো,
ডানা দুটো কোন্ গোলাপের
নির্যাসে আজ সিক্ত!
হল্দে রেণু তাহার পায়ে
আল্তো ভাবে রয় জড়ায়ে,
গায়েতে তার ফুলের সুবাস
পাচ্ছি অতিরিক্ত।
দুপুরবেলা আমার ঘরে
ভোমরা এলো ঠিক তো।
ভোমরা এলো আমার সনে
ভাব জমাতে আজ যে,—
আমায় যেন নিয়ে যাবে
কোন্ সে ফুলের রাজ্যে!
যেথায় হাসে ফুলগুলি রে,
যেথায় গাহে বুলবুলি রে,
সেই সে হাসির গানের দেশে
আমায় নিতে চাচ্ছে;
ভোমরা আমায় মন-মাতানো
সেই বাণী কয় আজ যে।