সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/আকাশ-প্রদীপ

আকাশ-প্রদীপ

আঁধারের মাঝে জ্বলে আকাশ-প্রদীপ,
আলোকের ফুট‍্কুরি, আগুনের টিপ!
ঝিম‍্ঝিমে সন্ধ্যায়,
হিম্ ঝরে বন্ গাঁয়;
ঝাউবনে ঝুম‍্ঝুমি বাজে ঝুম্ ঝুম্;
আকাশ-প্রদীপ জ্বলে, আকাশ-কুসুম।

ঝিঁঝিঁর ঝাঁঝর বাজে, বেজে যায় শাঁখ।
আরতির দীপ জ্বলে জোনাকির ঝাঁক;
আঁধার সোঁদল-ঝাড়
কেঁপে ওঠে অনিবার,
আকাশ-প্রদীপ ওই দোলে দুল্ দুল্,
আশমানে লটকানো নট‍্কোনা ফুল।

তালগাছে আলগোছে পাখা কে দোলায়?
কলরব করে কারা ছাতিম-তলায়?
দেখি চেয়ে বার বার,
আবছায়া চারধার,
আঁধারে ঢেকেছে ওই মাদারের ঝোপ,
আকাশ-প্রদীপ যেন আলেয়ার ছোপ।

চাদর জড়িয়ে বসি আঁধার দাওয়ায়,
কাঁপন ধরেছে তাই হিমেল হাওয়ায়।
খাল-জলে ঝল‍্মল‍্।
ছায়া কাঁপে চঞ্চল,
আকাশে তারার দল কেঁপে হয়রান,
আকাশ-প্রদীপ যেন আলোর নিশান।

ঝুরো বটগাছ-তলে ডাকিছে শিয়াল,
ডানা ঝট‍্পট‍্ করে বুনো হরিয়াল;
আঁধার-নিঝুম গ্রাম,
নাই কোনো ধুমধাম,
আকাশ-প্রদীপ শুধু দুলিছে হাওয়ায়,
আঁধারের চোখ যেন মিটিমিটি চায়।

আকাশ-প্রদীপ জ্বলে, দেখিস নি তুই?
খুঁটিতে জড়ানো যেন রঙীন হাউই;
উল‍্কি সে উল্কার,
নাহি যেন ভুল তার,
আগুনের ঘুড়ি যেন উড়িতে এবার
লগিতে জড়িয়ে গেছে সুতোখানি তার॥