সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/আলোর দেশে চল্‌ উজান

আলোর দেশে চল্ উজান

বৈশাখে আজ নতুন আলোয় নতুনতর গাইব গান,
মোদের ভেলা ছুটিয়ে দেব, আলোর দেশে জোর উজান;
নিত্য যেথা আলোর খেলা,
সেই দেশে আজ ভাসাই ভেলা,
যেথায় শুধু হাসির মেলা,
খুশির যেথা ডাকছে বান; আলোর দেশে চল্ উজান।

ছাড়ব এবার অন্ধপুরী, দ্বন্দ্ব-ভরা এই ভুবন,
ছন্দহারা এই জগতে থাকতে যে আর চায় না মন।
মানুষ রূপে জন্ম নিয়ে
এগিয়ে যেতে যাই পিছিয়ে,
সর্বনাশের গরল পিয়ে
হাঁপিয়ে যে আজ উঠছে প্রাণ; আলোর দেশে চল্ উজান।

চেতন-হারা নই আমরা, উড়াই রঙীন মন-ফানুষ;
আমরা মানুষ পুরোপুরি, নইকো মোরা বন-মানুষ।
চাই না মোরা দেব তা হতে,
মানুষ হব এই জগতে,
দলব কাঁটা, চলব পথে,
নবীন ঝোরায় করব স্নান; আলোর দেশে চল্ উজান!

দলাদলির কাদায় মোরা লুটিয়ে দেব প্রেম-কুসুম,
কোলাকুলির পাশ দিয়ে ছুটিয়ে দেব মলিন ঘুম।
বৈশাখে আজ নবীন প্রাতে
ধরব সবাই হাতে হাতে,
ভগবানের আশীর্বাদে
ঘুচবে সকল অকল্যাণ; আলোর দেশে চল উজান।