সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/বাদল-মাদল
বাদল-মাদল
এলো ঝড়-বাদল ধর্ মাদল গান বাজা,
ধর্ তান বাঁশির,— গ্রাম-বাসীর প্রাণ তাজা।
(মাদল—ধিন্ তাতা, ধিন্ তাতা, ধিন্ তাতা)
ওই বাঁশ-ঝাড়ে শ্বাস ছাড়ে কোন্ বাতুল?
তাই নিশ্বাসে ফিস্ফাসে মন আকুল।
(মাদল—ধিন্ তাতা, ধিন্ তাতা, ধিন্ তাতা)
ওই গ্রাম-কোণে আম-বনে শব্দ শোন্,
আজ ঝঞ্ঝাতে মন মাতে স্তব্ধ মন।
(মাদল—ধিন্ তাতা, ধিন্ তাতা, ধিন্ তাতা)
নাহি রাশ মানে আশমানে মেঘ চপল;—
ওঠে ধান-ক্ষেতে গান-মেতে ভেক সকল!
(মাদল—ধিন্ তাতা, ধিন্ তাতা, ধিন্ তাতা)
কেরে মর্মরি’ ঝর্ঝরি’ বন কাঁপায়।
বহে পূব বাতাস, খুব সাবাস, মন্ মাতায়।
(মাদল—ধিন্ তাতা, ধিন্ তাতা ধিন্ তাতা)
ওই ঝুমকো ফুল চুম্লো ধূল, ফুল ঝরে,—
ডাল মট্কালো ছট্কালো, ধূল্ ওড়ে।
(মাদল—ধিন্ তাতা, ধিন্ তাতা, ধিন্ তাতা)
এলো ঝড়-বাদল— বর্ষাজল ঝরছে রে—
এলো ঝড়-বাদল ঝর্ণা-তল ভরছে রে।
(মাদল—ধিন্ তাতা, ধিন্ তাতা, ধিন্ তাতা)
আরো ঝড় জাগে— ডর লাগে? ডর কি তোর!
আরে ঈস্ পাগল, দিস্ আগল— ঘর ভিতর!—!
(মাদল—ধিন্ তাতা, ধিন্ তাতা, ধিন্ তাতা)
এলো বাদ্লা ঘোর; পাগ্লা, তোর কোন্ রে কাজ
ওই সুর্ সুরু ঝ র্ ঝ রু শোন্ রে আজ।
(মাদল—ধিন্ তাতা, ধিন্ তাতা, ধিন্ তাতা)
সুরু শাল-বনে তাল-বনে বাদ্লা-ঝড়,
আজ বৈকালে ঐ তালে মাদ্লা ধর্।
(মাদল—ধিন্ তাতা, ধিন্ তাতা, ধিন্ তাতা)
গা রে দিল খুলি’; বিলকুলি প্রাণ তাজা।
তোরা গান বাজা গান বাজা গান বাজা।
(মাদল—ধিন্ তাতা, ধিন্ তাতা, ধিন্ ধিন্ তা•••
বাঁশি—তূ-আ-তূ, তূ-আ-তু, তূ-তা-তূ•••)