সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/ফিনিক-ফোটা জ্যোৎস্নাতে

ফিনিক-ফোটা জ্যোৎস্নাতে

আমার দাওয়ায় পড়ছে এসে
ফিনিক-ফোটা জ্যোৎস্না রে,
উছ‍্লে পড়ে চাঁদের আলো,
একটু তোরা বোস্ না রে।
দিগন্তে ঐ দুর সীমানায়
খোলা মাঠের কানায় কানায়
দুধের যেন বান ডাকে আজ
ঝল‍্মলানো রোশনারে,—
আয় রে তোরা দেখবি যদি
বাঁধ-ভাঙা কোন্ জ্যোৎস্না এ।

উপ্ছে পড়ে রূপ যে চাঁদের,—
চাঁদ-বাদলের নীর ঝরে,
স্নান করে আজ থির-প্রকৃতি
সেই রুপালী নির্ঝরে।
আমার দাওয়ায় ছিট‍্কে আসায়
আলোর বানে সব যে ভাসায়,
সবজে ঝাড়ে ছোপ লাগে আজ
চাঁদের আলোয় শুভ্র সে,—
সন্ধ্যাবেলায় এই নিরালায়
দেখছি যে তার রূপ ব’সে।

কোথায় যাবি? কোথায় পাবি
প্রাণ-ভরা এই শান্তি রে?
মনের আঁধার ঘুচবে সকল,
ঘুচবে সকল ভ্রান্তি রে।
চাঁদের আলোয় মনের আলোয়
মিলবে আজি ভালোয় ভাসোয়,
ভিতর-বাহির উজল হবে,—
আয় রে আমার চত্বরে,
গাঁয়ের ডাকে মায়ের ডাকের
আভাষ পাবি সত্বরে॥