সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/ভরা-ভাদরে
(পৃ. ১১০-১১১)
ভরা-ভাদরে
কাল্চে মেঘের গাল্চে ঢাকা
আকাশখানা আজ যে;
দিনের বেলায় এলাম যেন
অন্ধকারের রাজ্যে।
গুরু-গুরু মেঘের ডাকে
দুরু-দুরু বক্ষ;
বর্ষা-ধারার বর্শা যেন
ঝরছে কোটি লক্ষ।
আজকে যে ভাই বাইরে যাব,
এমন তো নাই সাধ্য,
ঘরের ভিতর চুপটি ক’রে
থাকতে মোরা বাধ্য।
ভিজছে আকাশ, ভিজছে বাতাস,
ভিজছে বাহির-বিশ্ব,
জলের চিকে পড়ল ঢাকা
দিক্-বিদিকের দৃশ্য।
সকাল থেকেই বাদল বাতাস
চলল ছুটে জোর-সে,
আম-বাগানে গান-জাগানো
ঢেউ চলেছে হর্ষে।
ক্ষেতের মাঝে হেলে দুলে
নাচছে আমন ধান্য,
চুপটি ক’রে দেখছি যে তার
রূপটি অসামান্য।
আজ বাদরে ঝর্না ঝরে,
ঘোর ভাদরের বর্ষা,—
আবার ধরায় উঠবে যে রোদ,
হচ্ছে না তার ভরসা॥