সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/মনে পড়ে

মনে পড়ে

মনে পড়ে অতীতের স্মৃতি অনাবিল,
উশ্রী-নদীর জল করে ঝিলমিল;
দুই তীরে উচু ডাঙা,
ধারগুলো ভাঙা-ভাঙা,
বালুচরে ছায়া ফেলে’
উড়ে যায় চিল।

ঝিরি ঝিরি কঁপে পাতা, দোলে শালবন,
পলাশ-শাখায় আসে রঙের প্লাবন।
আমলকি বনে বনে
ছায়া কাপে ক্ষণে ক্ষণে,
শির‌্শির ক’রে ওঠে
‘শির‌্শিয়া' ঝিল।

হাতছানি দিয়ে ডাকে ছোটনাগপুর,—
জাগায় কত-না স্মৃতি মধুর, মধুর।
ধূসর মাঠের পারে
ফুল ফোটে ঝোপে-ঝাড়ে,
ছুটে আসে প্রজাপতি,
ডানা লাল-নীল।

বনের আড়ালে খাড়া ঝাপসা পাহাড়,
মাথায় কখনো হেরি মেঘের বাহার;
ছবির মতই আঁকা
মেঠোপথ আঁকা-বাঁকা,
মাদল বাজিয়ে চলে
সাঁওতাল-ভীল।

দুই বেলা নদীতীরে শিশুদের ভিড়,—
কোলাহলে ভরে ওঠে উর তীর;
আমিও শিশুর দলে
খেলা করি কুতূহলে,
খুশি হয়ে হেসে ওঠে
বিশ্ব-নিখিল।


কোথা গেল সেই সব হারানো দিবস,
ভেবে ভেবে মন মোন হয় যে বিবশ।
মনে পড়ে অবিরত
কত কথা শত শত,
আসা-যাওয়া করে সেই
স্মৃতির মিছিল॥