সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/লালচে ফড়িং সবুজ পাতায়
(পৃ. ১৩৮-১৩৯)
লালচে ফড়িং সবুজ পাতায়
লালচে ফড়িং সবুজ পাতায়
এক নিমেষে
বসলো এসে
দেখতে পেলাম কলিকাতায়।
দশটা বেলা,
বই একেলা,
সারা শহর রৌদ্রে তাতায়।
রাস্তা দিয়ে
হন্হনিয়ে
চলছে লোকে ঝোঁকের মাথায়।
সামলে কোঁচা—
ছুটছে চোঁ-চাঁ,
আঁক্ড়ে ধ’রে ছত্র-ছাতায়।
সদলবলে
আপিস চলে—
পিষ্ট যত কাজের যাঁতায়।
ফড়িং আসে
পাতার পাশে,
কেউ তো ফিরে দেখছে না তায়।
জান্লা ধারে
তাই এবারে
লালচে ফড়িং আমায় মাতায়।
নই যে আমি
আপিস-গামী,
তাইতো ব’সে কাব্য-গাথায়
ফড়িং ওড়ে
পুলক ভরে
লিখছি সেটা আমার খাতায়॥