সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/সোনার ছবি

সোনার ছবি

সবুজ ঘাসের জাজিম পাতা নদীর কূলে কূলে,
ঘেসো ফুলের চুম কি তাতে কাঁপছে দুলে দুলে।
ভোরের বেলা আলোর মেলা,
আকাশ জুড়ে রঙের খেলা,
আলোর হোলি খেল ছে কে ঐ আবীর গুলে গুলে?
রাতের আঁধার দূর হ’লে রে
বা’র হয়েছি সোনার ভোরে,
হাসছে আলো নীল-আকাশের
দুয়ার খুলে খুলে।
ঝুরু ঝুরু বাতাস চলে,
ঢেউ ওঠে তায় নদীর জলে,
সোনার স্বপন দেখছে নদী, উঠছে ফুলে ফুলে।

কচি কোমল সবুজ ঘাসে
ফড়িং ওড়ে রাশে রাশে,
ঘেসো ফুলে বসতে ভোমর পড়ছে দুলে দুলে।
বটের শাখে, অশথ গাছে,
বাঁশের ঝাড়ে নদীর কাছে—

আসর জমায় পাখীর দলে কূজন তুলে তুলে।
বন-মালতীর বাস ছুটেছে,
ঝুমকোলতায় ফুল ফুটেছে,
তারই লতায় প্রজাপতি নাচছে ঝুলে ঝুলে।

কোন্ সে মহান্ শিল্পী-কবি
ফুটিয়ে তোলেন সোনার ছবি?
প্রণাম করি তাঁরেই আমি সকল ভুলে ভুলে।