সেঁজুতি/গগনেন্দ্রনাথ ঠাকুর
< সেঁজুতি
(পৃ. ৬১)
গগনেন্দ্রনাথ ঠাকুর
গগনেন্দ্রনাথ,
রেখার রঙের তীর হতে তীরে
ফিরেছিল তব মন,
রূপের গভীরে হয়েছিল নিমগন।
গেল চলি’ তব জীবনের তরী
রেখার সীমার পার
অরূপ ছবির রহস্য মাঝে
অমল শুভ্রতার॥
শান্তিনিকেতন
১৯।৮।৩৮