সেক্‌সপিয়র কৃত গ্রন্থ হইতে উদ্ধৃত অপূর্ব্বোপাখ্যান/লিয়র নৃপতির উপাখ্যান


R. C. KORMOKAR, ENGR
১৯৭

লিয়র নৃপতি।

লিয়র নৃপতির উপাখ্যান।


 ব্রিটন্ দেশে লিয়র নাম এক নরপতি ছিলেন। তাঁহার তিন তনয়া হয়, জ্যেষ্ঠ গনেরিল্‌ নামধেয়া, মধ্যমা রিগান্ নাম্নী, কনীয়সীর সংজ্ঞা কর্দেলিয়া। আল্‌বানি দেশের ভূপাল সহিত প্রধানা দুহিতার পরিণয় হয়, মধ্যম কর্ণওয়াল্ প্রদেশাধিপের সহধর্ম্মচারিণী, কনিষ্ঠা অনুঢ়াবস্থায় ছিলেন, তাঁহার পাণিগ্রহণ নিমিত্ত ফ্রান্সের অধিপতি এবং বর্গন্দি রাজ্যের অধ্যক্ষ ব্রিটনাধীশের রাজসভায় সর্ব্বদা গমনাগমন করিতেন।

 রাজা লিয়র বয়োবাহুল্য বশতঃ জরাজীর্ণ হইয়া দেশশাসনের ক্লেশ সহনে দিন২ অসমর্থ হইতেছিলেন এ কারণ বিষয় ভোগের বাসনা বিসর্জ্জন পুরঃসর অচিরে অবশ্য ভাবি মৃত্যুর প্রতীক্ষা নিমিত্ত স্বীয় রাজত্বের ভার অন্যের হস্তে সমর্পণের মানস করিলেন। অতএব নৃপতি কন্যাত্রয়কে আপনার সন্নিধানে আহ্বান পূর্ব্বক কহিতে লাগিলেন আমি তোমাদিগের পিতৃভক্তির তারতম্যানুসারে তোমাদের মধ্যে আমার রাজ্য বিভাগ করিয়া দিতে ইচ্ছা করি তোমরা কে কেমন আমাকে শ্রদ্ধা কর আপন২ মুখে বর্ণনা পূর্ব্বক ব্যক্ত কর দেখি শ্রবণ করি।

 ব্রিটনাধিরাজের এতদ্বচনাকর্ণনে জ্যেষ্ঠ গনেরিল্ বাগাড়ম্বর পূর্ব্বক কহিতে আরম্ভ করিল, তাত আপনকার প্রতি আমার যে ভক্তি আছে বাক্য দ্বারা তাহা ব্যক্ত করি সামর্থ্য কি? আপনি আমার নয়ন পুত্তলি অপেক্ষা প্রিয়তর, আমি আত্ম জীবন ও স্বাতন্ত্র্যাপেক্ষাও আপনাকে অধিক ভাল বাসি। কিন্তু জ্যেষ্ঠা কেবল পিতার শ্রবণ সুখ জন্মাইবার নিমিত্ত এবম্প্রকার মৌখিক মধুর বাক্য প্রয়োগ করিতে লাগিল তাহার অন্তঃকরণে বাস্তবিক স্নেহের সম্পর্ক ছিল না। ফলতঃ যে স্থলে আন্তরিক প্রেম না থাকে সেই স্থানেই বহুলভাবে বাক্যাড়ম্বর হয়। সে যাহা হউক। বৃদ্ধ নৃপতি তনয়ার মুখে তদীয় শ্রদ্ধার কথা শ্রবণে পরম পরিতোষ প্রাপ্ত হইলেন এবং তাহার কথায় বিশ্বাস করিলেন ইহার আন্তরিক ভক্তি আছে অতএব ঐ কন্যা ও তাহার স্বামির প্রতি স্নেহ প্রকাশ পুরঃসর স্বীয় সুবিস্তীর্ণ রাজ্যের তৃতীয়াংশ তৎক্ষণাৎ প্রদান করিলেন।

 তদনন্তর নরপতি মধ্যমা দুহিতাকে আহ্বান পূর্ব্বক জিজ্ঞাসা করিলেন বৎসে তুমি কেমন্ পিতাকে শ্রদ্ধা কর এ বিষয়ে যদি বক্তব্য থাকে ব্যক্ত কর। মধ্যমা কন্যা জ্যেষ্ঠার তুল্য সুচতুরা, বাগ্‌বিস্তার বিষয়ে তদপেক্ষা খর্ব্ব ছিল না। অতএব অগ্রজা অপেক্ষা বরং অধিক আড়ম্বর করিয়া কহিল পিতঃ আমি আপনাতে যে প্রকার ভক্তি করি তাহা কিরূপে ব্যক্ত করি। আপনার প্রতি শ্রদ্ধা দ্বারা স্বীয় অন্তঃকরণে সতত যে আনন্দ অনুভব করিয়া থাকি তাহা স্মরণ পথবর্ত্তী হইলে অবনীমণ্ডলে অন্য সুখ কিঞ্চিন্মাত্র নাই এবম্প্রকার বোধ হয়।

 প্রাচীন রাজা মধ্যমা তনয়ার বাগ্‌জালে মুগ্ধ হইয়া আপনি আপনাকে ধন্যবাদ দিতে লাগিলেন আহা আমি কি পুণ্যবান্ আমার ঔরসে ঈদৃশী পিতৃবৎসলা দুহিতা উৎপন্ন হইয়াছে। অতএব জ্যেষ্ঠাকে যাদৃশ রাজ্যাংশ দান করিয়াছিলেন মধ্যমার বাক্যে পরিতুষ্ট হইয়া তাহাকে এবং তৎ স্বামিকে তাদৃশ তৃতীয়াংশ সম্প্রদান করিলেন। ভূপতি, কনিষ্ঠা তনয়াকে সাতিশয় ভাল বাসিতেন এই নিমিত্ত তাঁহাকে প্রায় সর্ব্বদা আনন্দ স্বরূপিণী বলিয়া সম্বোধন করিতেন সর্বশেষে সেই অঙ্গজাকে আহ্বান করিয়া জিজ্ঞাসিলেন হে নয়নানন্দবর্দ্ধিনি নন্দিনি তোমার পিতৃ ভক্তি কীদৃশী এ বিষয়ে কিছু বক্তব্য আছে বল। রাজার দৃঢ় প্রত্যয় ছিল যবীয়সী অঙ্গজা স্বীয় স্বসৃদ্বয়ের তুল্য অথবা ভগিনীদের অপেক্ষা অধিক শ্রবণ তর্পণ বচন পরম্পরা দ্বারা শ্রদ্ধা প্রকাশ করত সাতিশয় সন্তুষ্ট করিবেন। কিন্তু সেই সুশীলা বালা অগ্রজা দ্বয়ের স্বভাব অবগত ছিলেন তাহাদের বাক্য ও মনের পরস্পর সমধিক ভিন্নতা স্মরণ করিয়া জনক সন্নিধানে অনর্থক তোষামোদ জনক অলীক বাগ্‌বিস্তারে সাতিশয় বিরক্ত হইলেন এবং মনে করিলেন সহোদরারা পিতা জীবিত থাকিতেই তাঁহাকে সিংহাসন ভ্রষ্ট করিয়া রাজমুকুট ধারণে অভিলাষিণী হইয়াছেন এতনিমিত্ত ব্যাজস্তুতি করিলেন। অতএব কনিষ্ঠ। পৃষ্টা হইয়া তাহাদের তুল্য বৃথা বাগাড়ম্বর না করিয়া এতাবন্মাত্র উত্তর দিলেন মহারাজ জনকের প্রতি সন্তান সন্ততির যাদৃশ ভক্তি স্নেহ করা উচিত আমি তাবন্মাত্র করিয়া থাকি তদপেক্ষা ন্যূনাধিক করিতে পারি না।

 রাজা পরম স্নেহে পালিত প্রিয়তনয়ার এতাবদুক্তিতে অকৃতজ্ঞতার আভাস বোধ করিলেন এ কারণ সাতিশয় বৈরক্তি প্রকাশ পুরঃসর ক্রোধভাবে বলিলেন বিবেচনা পূর্ব্বক কথা কহ, তোমার গ্রহবৈগুণ্য ঘটিল না কি?

 কনিষ্ঠা কর্দেলিয়া জনকের অকস্মাৎ কোপাবেশ দর্শনে বিনীতি প্রদর্শন পুরঃসর কহিতে লাগিলেন তাত আপনি আমার জন্মদাতা, আশৈশব যৎপরোনাস্তি যত্ন সহকারে পরম স্নেহে লালন পালন করিয়া আসিতেছেন আমার সম্পূর্ণ চেষ্টা যে কেবল সেই সকল অনুগ্রহের পরিশোধ করি, আমি আপনকার আজ্ঞানুবর্ত্তিনী, যাদৃশ ভক্তি ও সম্মান করিতে হয় তাহাতে কিঞ্চিত্র ত্রুটি করি না। হে পিতঃ আমি ভগিনীদিগের তুল্য বচন পংক্তি রচন করিতে জানি না এবং এক্ষণে এতাদৃশ অঙ্গীকার করিতেও পারি না যে ভূমণ্ডলে অন্য কেহ ভক্তি ভাজন নাই। আমার সহোদরারা কহিলেন আপনার প্রতি পরম ভক্তি মতী, কিন্তু জিজ্ঞাসা করি যদি তাঁহারা সকল ভক্তি আপনকার প্রতি উৎসর্গ করিয়া থাকেন তবে আবার তাঁহাদের স্বামী কেন? পরিণীতা হইলে পাণিগ্রাহকেও ভক্তি করিতে হয়, আমি যখন বিবাহিতা হইব তখন আমার ভক্তি প্রীতি এবং গুরু সেবা ইত্যাদি তাবতের অর্দ্ধাংশ পতি প্রতি উৎসর্গ করিতে হইবে। কিন্তু আমি স্বসৃদ্বয়ের ন্যায় স্বামি বরণ করিব না, সম্পূর্ণ ভক্তি সহকারে আপনার উচিত শুশ্রুষা করিতে যত্ন করিব।

 কর্দেলিয়ার ভগিনী দ্বয় পিতৃ সন্নিধানে কেবল বাক্য দ্বারা ভক্তি প্রদর্শন করিল কিন্তু তাঁহার অন্তঃকরণে বস্তুত যথোচিত প্রীতি ছিল। এই কন্যা অন্য সময়ে উক্ত প্রকার অকোমল বাক্য প্রয়োগ না করিয়া বরং সাতিশয় সন্তোষকর মৃদু মধুর ভাষায় স্তব স্তুতি পূর্ব্বক ভক্তি প্রকাশ করিতেন কিন্তু এক্ষণে সোদরাদিগের কপট ভক্তি প্রকাশক তোষামোদে অতিরিক্ত পুরস্কার লাভ দেখিয়া আপনার আন্তরিক ভক্তি স্মরণ পুর্ব্বক মৌনাবলম্বন শ্রেয়ো বোধ করিলেন অতএব পিতার কোপ দর্শনে তাবন্মাত্র বিনয় করিয়া নীরব হইলেন। ফলতঃ কর্নেলিয়া প্রত্যুপকার প্রয়াসে পিতৃভক্তি করিতেন না এ কারণ তাঁহার বাক্যে সারল্য ব্যতিরিক্ত আড়ম্বরের সম্পর্ক মাত্র ছিল না।

 লিয়র নরপতি যৌবন কালাবধি উগ্র প্রকৃতি, বিশেষতঃ রোষপরবশ এবং বার্দ্ধক্য দশায় বুদ্ধি বিহীন হন সুতরাং অকৃত্রিম পবিত্রাচার ও স্বার্থান্বেষি তোষামোদের প্রভেদ বুঝিতে পারিলেন না। অপর চিত্রিত বাক্য এবং নির্ম্মল চরিত্র এতদুভয়ের তত্ত্ব জিজ্ঞাসাও তাঁহার অন্তর হইতে অন্তর হইল। অতএব কনিষ্ঠা কন্যার পূর্ব্বোক্ত স্পষ্ট বাক্যে সাতিশয় অসন্তুষ্ট হইলেন এবং তাঁহাকে অহঙ্কৃতা বলিয়া বিবেচনা করত রোষের বশতাপন্ন হইয়া আপনার ধন সম্বন্ধে বঞ্চনা করিলেন। ভূপাল রাজ্যের অবশিষ্ট তৃতীয়াংশ কনিষ্ঠাকে প্রদান করিলেন না, জ্যেষ্ঠা ও মধ্যমা কন্যা এবং জামাতৃ দ্বয়কে তাহা বিভাগ করিয়া দিয়া সভাসদ্গণের সমক্ষে তাহাদিগের দুই জনের মস্তকে রাজ মুকুট প্রদান পূর্ব্বক সমুদয় রাজ্যের ভার সমর্পণ করিলেন। স্বয়ং নাম মাত্র রাজা রহিলেন এক শত কুলীনমাত্র তাঁহার পরিচারক রহিল। ভূপতি তনয়াদ্বয়কে রাজ্যদান করিয়া নিয়ম করিলেন পর্য্যায় ক্রমে উভয় কন্যা দ্বারা সপারিষদ্ পালিত হইবেন।

 রাজা লিয়র অবিবেক বশতঃ রোষ পরবশ হইয়া এরূপ অন্যায় ব্যবহার করিলে সভাসদ্‌গণ বিস্ময়াকুল হইলেন এবং মনে২ কনীয়সী রাজকন্যার নিমিত্ত যৎপরোনাস্তি খেদ করিতে লাগিলেন কিন্তু আর্ল আব্ কেণ্ট নামা একজন মহাসত্ব সাহসী পুরুষ ব্যতীত এ বিষয়ে কাহারও বাঙ্নিষ্পত্তি করিতে সাহস হইল না। এই সাহসী ব্যক্তি যবীয়সী ভূপাল তনয় কর্দেলিয়ার পক্ষ হইয়া বাগ্বিস্তার করিবার উপক্রম করিলেন। যদিও নৃপতি নিবারণ করিবার নিমিত্ত ভয়ানক কোপ প্রকাশ পরঃসর ভয় প্রদর্শন করিতে লাগিলেন তথাপি সদাশয় মহাশয় নিরস্ত হইলেন না। এই পারিষদ্ পুরুষ সাতিশয় প্রভুভক্ত ছিলেন, রাজা লিয়রের প্রতি সম্রাটের তুল্য সম্মান এবং পিতৃ তুল্য ভক্তি প্রকাশ করিতেন। অপর প্রভুর উপকারার্থ আপনার প্রাণ পর্যন্ত সমর্পণে উদ্যত হইতেন। অতএব এক্ষণে নরপতি ক্রোধান্ধতা প্রযুক্ত চিরকালীন সেবা বিস্মরণ পূর্ব্বক আত্ম কন্যার নিমিত্ত তাঁহার প্রতি বৈরক্তি প্রকাশ করিলেও প্রভুভক্ত ব্যক্তি মহীপতির হিত সাধনে ক্ষান্ত হইলেন না। নৃপতির অন্যায় আচরণে লোকতঃ ধর্ম্মতঃ মহা অনিষ্ট বিবেচনা করিয়া নির্ভয়ে ভ্রম শোধন করতে অনুরোধ করিলেন এবং রাজার অপ্রকৃতিস্থতা নিমিত্ত ঈষৎ কার্কশ্য প্রকাশ পুরঃসর কথা কহিতে লাগিলেন। আর্ল আব কেণ্ট মহাশয় লিয়রের সৌভাগ্য সময়ে মন্ত্রী ছিলেন আপনার মন্ত্রিত্ব স্মরণ করিয়া দিয়া নিবেদন করিলেন মহারাজ পূর্ব্ববৎ মন্ত্রণা পূর্ব্বক কার্য্য করুন অমূলক কোপের পরবশ হইয়া অবিবেচনার কর্ম্ম করা উচিত হয় না, প্রভো আমি নিশ্চয় কহিতে পারি আপনকার কনীয়সী তনয়া কর্দেলিয়া আপনাতে সাতিশয় ভক্তিমতী। স্বামী রিপু পরতন্ত্র হইয়া অন্যায়াচরণে প্রবৃত্ত হইলে হিতৈষি ভৃত্যদিগকে স্বতঃ প্রবৃত্ত হইয়া সৎপরামর্শ কহিতে হয় অতএব লিয়র প্রাণদণ্ডের ভয় দেখাইলেও স্বামীভক্ত কেণ্ট আপনার কর্তব্য কর্ম্ম পরিত্যাগ করিলেন না।

 প্রভুভক্ত কেণ্ট প্রভুর হিতার্থ যে বাক্য কহিলেন তাহাতে কোপোপহতবিবেক লিয়রের চৈতন্যোদয় হইল না। মন্ত্রির অকপট বাক্যের কার্কশ্য বিবেচনা করাতে বরং তাঁহার ক্রোধ দ্বিগুণ হইয়া উঠিল। অতএব উন্মাদ রোগী যদ্রূপ স্বীয় সাংঘাতিক পীড়াকে হিত বোধ করিয়া চিকিৎসকের হত্যায় উদ্যত হয় লিয়র নৃপতিও তদ্রূপে বিশ্বস্ত অমত্যের হিত কথায় অহিত জ্ঞান করত তৎক্ষণাৎ তাহার নির্বাসন দণ্ড বিধান করিলেন। প্রস্থানের আয়োজন নিমিত্ত কেবল পাঁচ দিন আপনার রাজ্য ব্রিটনে অবস্থিতি করিতে অনুমতি দিয়া কহিলেন যদি ষষ্ঠ দিবসে তোমার আকৃতি আমার রাজ্যমধ্যে দৃষ্ট হয় তদ্দণ্ডে প্রাণ দণ্ড করিব। কেণ্ট রাজার এই আদেশ শ্রবণে অকুতোভয়ে কহিলেন মহারাজ আপনার ঈদৃশী বিপরীত বুদ্ধির বিলাস কালে আমার পক্ষে এ স্থানে অবস্থানই দণ্ড। আমি এখনই বিদায় হইলাম। মন্ত্রী প্রস্থান সময়ে ধর্ম্মশীলা কর্দেলিয়াকে এই সদুপদেশ দিয়া গেলেন রাজপুত্রি তোমার ভগিনীরা বাগ্‌বিস্তার পূর্ব্বক ভক্তির বিষয় ব্যক্ত করিয়াছেন কিন্তু তুমি কার্য্যতঃ তাহা প্রদর্শন করিও তাহাতে যেন ত্রুটি না হয়, ঐকান্তিক ভক্তি থাকিলে পরমেশ্বর তোমাকে রাজ্য প্রদান করিবেন।

 ফ্রান্সের রাজা এবং বর্গন্দি দেশের সর্ব্বাধিকারী ডিউক্ কর্দেলিয়ার পাণি গ্রহণার্থ যাতায়াত করিতেন। রাজা লিয়র কনিষ্ঠা তনয়ার প্রতি এতদ্রূপ ব্যবহার করিয়া তাঁহার বিষয় অবগত করাইবার নিমিত্ত ঐ দুই ব্যক্তিকে আহ্বান পূর্ব্বক কহিলেন আমার এই কন্যার অন্তঃকরণে পিতৃভক্তিমাত্র নাই একারণ সৌভাগ্যে বঞ্চিতা হইয়াছে এখন ইহার পাণিপীড়ন বিষয়ে যাহা কর্ত্তব্য হয় কর। বর্গন্দির সর্ব্বাধিকারী, কর্দেলিয়ার সৌভাগ্য বিনাশের কথা শুনিয়া তাঁহাকে পরিণয় করিতে অস্বীকার করিলেন কিন্তু ফ্রান্সাধিপতি পূর্ব্বাপর সমস্ত বিবরণ অনুসন্ধান পুরঃসর বিবেচনা করিয়া দেখিলেন কর্দেলিয়ার কোন অপরাধ নাই সহোদরাদের তুল্য অলীক প্রিয় বচন প্রয়োগ করিতে পারেন নাই স্বরূপাখ্যান করিয়া জনকের কোপে পড়িয়াছেন অতএব তদীয় গুণে রাজ্যলাভাপেক্ষা সৌভাগ্যোদয়ের সম্ভাবনা জ্ঞানে তাহার পাণি গ্রহণ করিলেন এবং প্রেয়সীকে কহিলেন তুমি নির্দয় পিতার নিকট হইতে বিদায় গ্রহণ পুরঃসর অবিলম্বে আমার সমভিব্যাহারে ফ্রান্সে চল আমি ফ্রান্সের রাজা আমার পট্টমহিষী হইলে তোমার ভগিনীদের অপেক্ষা বিশাল রাজ্যের অধিকারিণী হইতে পারিবে। অতঃপরে ফ্রান্সাধিপ বর্গন্দির অধিপতিকে বিদ্রূপ করিয়া কহিলেন তোমার প্রীতি জলবৎ, জল যেমন ক্ষণমাত্রে বহির্গত হয় প্রীতিও তদ্রূপ সহসা বিনির্গত হইল।

 কর্দেলিয়া পতির উপদেশানুসারে স্বসৃদ্বয়ের সন্নিধানে গমন পুরঃসর সজল নয়নে বিদায় গ্রহণ করত কহিতে লাগিলেন ভগিনি তোমাদের স্ব২ প্রতিজ্ঞানুসারে জনকের প্রতি ভক্তি করিতে যেন ত্রুটি না হয়। তাঁহার সহোদরারা এতদ্বচন শ্রবণে কোপাবেশ প্রকাশ পুরঃসর কহিল তুমি যাও, আমাদিগকে আর শিক্ষা দিতে হইবেক না, আমরা আপনাদের ধর্ম্ম ভাল বুঝি, পরে ব্যঙ্গ করত কহিল তোমার ভর্ত্তার বড় ভাগ্য, মহাসৌভাগ্যের সহিত তোমাকে প্রাপ্ত হইয়াছেন, তুমি তাঁহাকে সুখী করিতে চেষ্টা করিও। কর্দেলিয়া সহোদরাদের এ কথায় মনোযোগ না করিয়া কেবল জনকের নিমিত্ত উদ্বেগ প্রকাশ করিতে লাগিলেন এবং তন্নিমিত্ত ভগ্ন চিত্ত হইয়া স্বামির সহিত প্রস্থান করিলেন। ভগিনীদের দুঃস্বভাবের বিষয় তাঁহার বিলক্ষণ বিদিত ছিল এ কারণ এই ভাবনায় ব্যাকুল হইলেন পিতা আপনার ধন সম্পত্তি সমুদায় তাহাদের আয়ত্ত করিয়া দিয়াছেন বার্দ্ধক্য দশায় বা ক্লেশ পান।

 কর্দেলিয়া প্রস্থান করিলে অনতিবিলম্বে তদীয় ভগিনী দ্বয়ের ধূর্ত্ত স্বভাব প্রকাশ পাইতে লাগিল। তাহারা আত্ম মুখে বর্ণনা করত যে পিতৃ ভক্তি ব্যক্ত করিয়াছিল তাহার চিহ্ণও রহিল না। লিয়র রাজা জ্যেষ্ঠ ও মধ্যমা দুহিতাকে রাজ্য বিভাগ করিয়া দিয়া আপনি শত সংখ্যক কুলীন ভৃত্য সমভিব্যাহারে কন্যাদ্বয়ের ভবনে পর্য্যায়ক্রমে বাস করত কালক্ষেপ করণের নিয়ম করিয়াছিলেন এবং তদনুসারে প্রথমতঃ গনেরিলের আলয়ে অবস্থিতি করেন। কিন্তু গনেরিল্ প্রথম পর্য্যায়ের সময় শেষ না হইতে আপনার পূর্ব্ব প্রতিজ্ঞা এবং শেষের আচরণে অতিশয় প্রভেদ দর্শাইতে লাগিল। এই পাপীয়সী পিতার সর্বস্ব এবং রাজমুকুট পর্যন্ত প্রাপ্ত হইয়াছিল এক্ষণে জনকের যৎকিঞ্চিৎ রাজচিহ্ণেতেও বিরক্তি প্রকাশে উন্মুখী হইল রাজা ও তাঁহার কুলীন ভৃত্যদিগের প্রতি উত্তরোত্তর অতিশয় অসন্তুষ্ট হইতে লাগিল। অতঃপর নৃপতির সহিত সাক্ষাৎ হইলে স্পষ্টরূপে ক্রোধমুখী হইত এবং প্রাচীন পিতা তনয়ার সহিত কথোপকথন করিবার বাসনা করিলে শরীরিক অসুস্থতা অথবা কার্য্যান্তর ব্যপদেশে তাঁহার দৃষ্টিপথ অতিক্রমণ করিয়া যাইত। গনেরিল্ পিতার সহিত এরূপ ব্যবহার করিতে লাগিল যে জনকের চরম বয়স অসহ্য ভার এবং তদীয় অনুচরগণের বেতন অনর্থক অপব্যয় বোধ করিতে লাগিল। এই কৃতঘ্না কন্যা কেবল স্বয়ং এবম্প্রকার আচরণ প্রকাশ পুরঃসর প্রাচীন জনকের লাঞ্ছনায় প্রবৃত্ত হইল এমত নহে বোধ হয় তাহার পরামর্শানুসারে ভৃত্যবর্গও বৃদ্ধ ভূপতির অবজ্ঞা করিতে আরম্ভ করিল কেননা রাজার আজ্ঞা পালনে কেহই সম্মত হইল না। লিয়র তনয়ার এতাদৃশ বিসদৃশ ব্যবহার স্পষ্টরূপে দর্শন করিয়াও নয়ন নিমীলন করিয়া রহিলেন কারণ মানবগণ স্বয়ং ভ্রম বা দুর্বুদ্ধি বশতঃ ক্লেশকর কার্য্য করিলে তজ্জন্য দুঃখ অনুভব করিয়াও কুকর্ম্ম বলিয়া বিশ্বাস করিতে চাহে না।

 কৃত্রিম মিত্রের সহিত পদে২ সদ্ব্যবহার করিলেও চির প্রণয় সঞ্চার দুরূহ হয় কিন্তু বিশ্বস্ত ও যথার্থ প্রণয় সম্পন্ন বন্ধু অসদ্ব্যবহারেও ভগ্নস্নেহ হন না। আল আব কেণ্ট যদিও হিত কথা কহিতে গিয়া প্রাচীনাবস্থায় বিপরীত বুদ্ধি লিয়র নরপতি কর্ত্তৃক নির্বাসন দণ্ড প্রাপ্ত হইয়াছিলেন এবং যদিও তাঁহার প্রতি এই কঠিনাজ্ঞা হইয়াছিল যে ব্রিটনে পুনর্ব্বার আসিলে প্রাণ দণ্ড হইবেক তথাপি তিনি রাজার অবিহিত আচরণে উত্তর কাল অনিষ্ট হইবার সম্ভাবনা সে সময় যদিস্যাৎ আমাহইতে প্রভুর কোন উপকার হয় এই বিবেচনা করিয়া স্নেহ বশত স্থানান্তরে গমন করেন নাই রাজ্যমধ্যেই একস্থানে ছদ্মবেশে কালযাপন করিতেছিলেন। অপর যদিও প্রভুভক্তির বিপরীত ফল সঙ্গে২ লব্ধ হইয়াছিল তথাপি পূর্ব্ব উপকার স্মরণ থাকাতে ক্ষুণ্ণ হন নাই। অতএব ভূপালের বিষয় বিভব হস্তান্তর গত হইলে কেণ্ট ছদ্মবেশ ধারণ পুরঃসর কৈয়স্ সংজ্ঞায় আপনার পরিচয় দিয়া পুনর্ব্বার রাজ সেবায় প্রবৃত্ত হইতে অভিলাষ করিলেন। বৃদ্ধ রাজা তাঁহাকে চিনিতে পারিলেন না, তাঁহার সহিত কথোপকথন করিয়া যথার্থ বচন শ্রবণে সন্তুষ্ট হইলেন এবং অবিলম্বে আপনার সেবক মধ্যে নিযুক্ত করিলেন। অনন্তর অনেক বিষয়ে তাঁহার গুণ প্রকাশ পাওয়াতে আহ্লাদিত হইয়া কৈয়স্ বলিয়া সম্বোধন করত সর্ব্বদা তাঁহার সঙ্গে কথাবার্ত্তা কহিতে লাগিলেন। এক্ষণে রাজা তাঁহার যথার্থ বাক্য অপ্রিয় হইলেও তাহাতে বিরক্ত হইলেন না। কেননা অলীক প্রিয় বচনের ফল মনোদুঃখের সহিত অনুভব করিতে ছিলেন।

 কেণ্ট মন্ত্রী কৈয়স্ নাম গ্রহণ পুরঃসর রাজ সেবায় নিযুক্ত হইয়া অচিরাৎ প্রভু ভক্তি এবং বিশ্বস্ততা প্রদর্শন করিবার উপায় প্রাপ্ত হইলেন। এক দিন রাজকন্যা গনেরিলের এক জন ভৃত্য প্রাচীন ভূপতির প্রতি অবজ্ঞা প্রকাশ করিতেছিল, কেণ্ট দেখিবামাত্র কুদ্ধ হইয়া তাহাকে বিলক্ষণ প্রহার করিলেন। রাজা নূতন কিঙ্করের এতাদৃশ স্বামিস্নেহ অবলোকনে অতিশয় অনুরক্ত হইতে লাগিলেন।

 লিয়র নরপতির প্রতি কেণ্ট যাদৃশ স্নেহবান্ ছিলেন এক জন শ্লেষ ভাষি ভণ্ডও তদ্রূপ যথার্থ ভক্তি প্রকাশ করিত। ভূপাল রাজত্ব ভোগ সময়ে নৃপনীত্যনুসারে ঐ চাটুকার ব্যক্তিকে আপনার সেবায় নিযুক্ত করিয়াছিলেন, যখন রাজকার্য্য পর্য্যালোচনা করিয়া শ্রান্ত হইতেন তখন সে আমোদজনক বচন প্রয়োগ পুরঃসর তাঁহার চিত্ত বিনোদন করিত। নৃপতি কন্যাদ্বয়ের হস্তে রাজ্য সমর্পণ করিয়া সিংহাসন ভ্রষ্ট হইলেও ঐ ব্যক্তি তাঁহাকে পরিত্যাগ করে নাই পূর্ব্ববৎ সময়ে২ সম্মুখে উপস্থিত হইয়া সুরস বাক্য প্রয়োগ পুরঃসর নরপতির মনঃপ্রীতি উৎপাদন করিতে চেষ্টা করিত। কিন্তু রাজা পরিণাম বিবেচনায় পরাঙ্খুমতা প্রযুক্ত দুহিতৃদ্বয়ের হস্তে সর্বস্ব সমপর্ণ পূর্ব্বক স্বয়ং নিঃস্ব হইয়াছিলেন বলিয়া তদনন্তর সময়ে২ শ্লেষ বচন প্রয়োগ না করিয়া থাকিতে পারিত না। কখন২ রসভাব প্রদর্শন পূর্ব্বক এতদ্রূপ কবিতা পাঠ করিয়া রাজাকে শুনাইত।


অকস্মাৎ সন্ততি বিস্মৃত আত্ম সুখে।
ভণ্ডেতে সংগীত করে দহে মনঃ দুঃখে॥
ভূপালের বাল লীলা এ কেমন রীতি।
জড় মূর্খ দলে মিশি হৃদে বড় প্রীতি।

 এই নর্ম্ম রসিক ভণ্ড উক্ত প্রকার শ্লেষ ও মনোভঙ্গ কর বাক্য এবং শ্লোক রাজকন্যা গনেরিলের সমক্ষেও উচ্চারণ করিতে সঙ্কুচিত হইত না। কখন২ অকুতোভয়ে রাজাকে বন্য চটকীর সহিত তুলনা করিয়া কহিত কোকিল শাবক যাবৎ যৌবন দশা প্রাপ্ত না হয় তাবৎ চটকী স্বয়ং বুভুক্ষায় অবসন্ন হইয়াও তাহাকে আহার প্রদান করে কিন্তু পরিশেষে সেই শিশু সন্তান বয়ঃপ্রাপ্ত হইয়া তাহারই মস্তকে চঞ্চু প্রহার করে। কখন বা স্পষ্ট বাক্যে বলিত মহারাজ আপনি তনয়াদ্বয়কে লালন পালন করিয়া শেষে সর্বস্ব প্রদান করিলেন ইহাদের কর্ত্তব্য এখনও আপনার আজ্ঞাধীনে থাকেন কিন্তু ইঁহরা এ কি করিতেছেন? দেখিতে পাই যে আপনার উপরে প্রাধান্য প্রকাশ করিয়া থাকেন। কখন বা স্থানান্তরে সকল লোকের সাক্ষাতে মুক্তকণ্ঠে কহিত মহারাজ লিয়র এখন আর সে লিয়র নাই, লিয়রের ছায়ামাত্র হইয়াছেন। এই ব্যক্তির এবম্বিধ স্পষ্ট বাক্য নিমিত্ত দুই এক বার দণ্ড হইবার সম্ভাবনা হইয়াছিল।

 রাজকন্যা গনেরিল্ কৃতঘ্নতা পূর্ব্বক পিতার প্রতি অনাদর ও অবজ্ঞা করিতে আরম্ভ করিয়া ক্রমে অপমান করণেও প্রবৃত্তা হইল। এক দিন স্পষ্ট বাক্যে জনককে কহিল তুমি শত জন কুলীন ভৃত্য সমভিব্যাহারে রাখিয়া কি কর? ইহাদের বেতনে অনর্থক অর্থ নষ্ট ও রাজবেশ্মে বৃথা কোলাহল হয়, যাবৎ ইহাদিগকে পরিত্যাগ না কর তাবৎ আমার আলয়ে তোমার অবস্থান শ্রেয়স্কর হইবেক না, এ সকল কেন? ইহাদিগকে বিদায় করিয়া কয়েক জন প্রাচীন বয়স্য মাত্র নিকটে রাখা উচিত।

 লিয়র তনয়ার প্রমুখৎ এরূপ নির্দয়তার কথা শুনিয়া বিস্ময়াপন্ন হইলেন। যাহাকে আপনার বিভব ও রাজমুকুট সমর্পণ করিয়াছেন সে অচিরে এবম্প্রকার কৃতঘ্নতা ব্যবহার করিবে এবং আপনার যৎকিঞ্চিৎ রাজচিহ্ণ নিরীক্ষণেও বিরক্ত হইবে কখন মনেও করেন নাই। অতএব আদৌ বিশ্বাস করিলেন না যে গনেরিল্ তাঁহার প্রতি ঐরূপ উক্তি করিতেছে কিন্তু অবিলম্বে তাঁহার সংশয়ের অপনোদন হইল, দুঃশীলা দুহিতা আপনার অনুচিত আকাঙ্ক্ষা হইতে নিরস্ত না হইয়া পুনর্ব্বার ঐ সকল কথা কহিল। নরপতি আর সহিষ্ণুতা করিতে পারিলেন না, কোপে কম্পিত কলেবর হইয়া সাতিশয় ঘৃণা প্রকাশ পুরঃসর কহিলেন অহে এই কুৎসিতা হিংসকী কি অলীক উক্তি করিতেছে। বস্তুতঃ গনেরিল্ রাজাকে ভৃত্য রহিত করিবার বাসনায় ছল পূর্ব্বক কুলীন অনুচরদিগের প্রতি রাজসদনে কলরবকারি বলিয়া যে অপবাদ দিল তাহা নিতান্ত অসত্য ছিল যেহেতু সকল ব্যক্তি অতি সচ্চরিত্র এবং স্ব২ কর্তব্য কর্ম্মে সদা অবহিত থাকিত। রাজা গনেরিলের প্রতি ঈদৃশী ঘৃণোক্তি করিয়া তৎক্ষণাৎ সেই শত সহচর সমভিব্যাহারে মধ্যমানন্দিনী রিগানের নিকেতনে গমন নিমিত্ত অশ্বপালদিগকে বাজি সজ্জিত করিতে আজ্ঞা দিলেন। অনন্তর প্রস্থানকালে পরিতাপ পূর্ব্বক কহিতে লাগিলেন কৃতঘ্ন অপত্য খল পিশাচ ও সামুদ্রিক হিংস্র জন্তু অপেক্ষা মহাভয়ানক। পরে রোষবশতঃ গনেরিল্‌কে অভিসম্পাত করত কহিলেন অরে পাপীয়সি তোর যেন সন্তান না হয়, আর যদি অপত্য প্রসব করিস্ তবে তুই আপন জনকের সহিত যদ্রূপ ব্যবহার করিলি সে যেন তোর প্রতি তাদৃক্ আচরণ করে তাহা হইলে জানিতে পারিবি অকৃতজ্ঞ সন্তান বিষধরাপেক্ষা কেমন্ পীড়াদায়ক হয়। গনেরিলের স্বামী আল্‌বানি দেশের সর্ব্বাধিকারী শ্বশুরের রোষ দর্শনে শঙ্কান্বিত হইয়া আপনার নির্দোষতা প্রদর্শন করত কহিতে লাগিল মহাশয় আমি এ ধৃষ্টতার কারণ নহি। কিন্তু রাজা তাহাতে কর্ণপাত করিলেন না, ক্রোধভরে তৎক্ষণাৎ অশ্বারোহণ পুরঃসর জ্যেষ্ঠার আগার হইতে নির্গত হইয়া মধ্যমা তনয়া রিগানের সদনে প্রস্থান করিলেন এবং গমন সময়ে মনে২ বিলাপ করিতে লাগিলেন হা গনেরিলের সহিত তুলনা করিলে এখন কর্দেলিয়ার দোষ কত অল্প বোধ হয়? হায় এ অধম পাপীয়সী আমার উপরে এতাদৃশী ক্ষমতা প্রাপ্ত হইল যে তজ্জন্য আমার নয়ন হইতে বারিধারা বহিতে লাগিল।

 নরপতির মধ্যমা কন্যা রিগান্ পিতৃ বিভব প্রাপ্ত হইয়া স্বামি সহিত পরম সুখে সময় যাপন করিতেছিল। রাজা স্বগণ সমভিব্যাহারে তাহার ভবনাভিমুখে যাত্রা করিয়া আপনার প্রিয় সেবক কৈয়সকে এই বলিয়া অগ্রে পাঠাইয়া দিলেন তুমি অগ্রসর হইয়া তনয়াকে সমাচার দাও মহীপাল সহচরগণ সঙ্গে লইয়া তোমার আবাসে আসিতেছেন যথাবিধি অভ্যর্থনার্থ প্রস্তুত থাক। কিন্তু ভূপালের দুঃশীলা জ্যেষ্ঠা দুহিতা ইতিপূর্ব্বে সহোদরার নিকট লিপিযোগে সংবাদ প্রেরণ করিয়াছিল পিতা বার্ধক্য প্রযুক্ত বিপরীত বুদ্ধি এবং সাতিশয় অবাধ্য হইয়াছেন অতএব যে সকল লোক জন সমভিব্যাহারে গমন করিতেছেন তাহাদিগের অভ্যর্থনা করিও না। ঐ পাপীয়সী ভগিনীর নিকট এবম্প্রকার লিপি প্রেরণ করিয়া কিঞ্চিৎ পরে স্বয়ং গমন করিয়াছিল। ইতিপূর্ব্বে গনেরিলের যে ভৃত্য নৃপতির প্রতি অবজ্ঞা করাতে রাজার প্রিয় ভৃত্য কৈয়স্ কর্ত্তৃক নিগৃহীত হয় সেই ব্যক্তি রিগানের সন্নিধানে প্রেরিত হইয়াছিল কৈয়স্ ভূপালের নিয়োগানুসারে রিগনের সদনে যাইতেই পথিমধ্যে তাহাকে দেখিতে পাইলেন এবং তাহার দুষ্ট প্রকৃতি স্মরণ পুরঃসর মনে২ আশঙ্কা করিলেন এ ব্যক্তি নরপতির গমন বিষয়ে অবশ্য কোন প্রকার খলতা প্রকাশ মানসে যাইতেছে। অতএব তিরস্কার করিয়া তাহার নিকট বাহু যুদ্ধ যাচ্‌ঞা করিলেন। সে ব্যক্তি সম্মত না হওয়াতে সমুচিত শাস্তি দিয়া বিদায় করিলেন। মধ্যমা রাজকন্যা রিগান্ এতদ্বিষয়ের সংবাদ প্রাপ্ত হইয়াছিল অতএব পিতার প্রিয় ভৃত্য কৈয়স্ ভূপতির বার্ত্তা বহন পুরঃসর সদনে আসিয়া উপস্থিত হইলে তাঁহাকে কারারুদ্ধ করিল। ভূপতি সহচর নিচয় সমভিব্যাহারে দুর্গ প্রবেশ করিবামাত্র দেখিতে পাইলেন বিশ্বস্ত ভৃত্য কৈয়স আগমনের সংবাদ দিতে আসিয়া দুর্দশাগ্রস্ত হইয়া কারাগারে বদ্ধ রহিয়াছেন।

 লিয়র মধ্যমা তনয়ার আলয়ের প্রতি যাত্রা কালে সে স্থানে আদর ভক্তির যে প্রত্যাশা করিয়াছিলেন তাহা কি পর্য্যন্ত লাভ হইবেক বার্তাবহ কৈয়সের দুরবস্থা অবলোকনে প্রকাশ পাইল অপর অনতি বিলম্বে একটা মহা অসুখের ব্যাপার ঘটিল। রাজা কন্যার সমীপে আপনার উপস্থিত হইবার সংবাদ প্রেরণ করিয়া প্রত্যুত্তর প্রাপ্ত হইলেন রিগান্ রজনীযোগে স্বামি সহ ভ্রমণ করিয়া শ্রান্ত আছেন অতএব আশু আসিয়া সাক্ষাৎ করিতে পারিবেন না। ভূপতি এই কথায় কোপান্বিত হইয়া সাতিশয় ক্ষোভ প্রকাশ করিতে লাগিলেন। মধ্যমা এ বিষয়ের সংবাদ প্রাপ্ত হওয়াতে কিয়ৎ ক্ষণ পরে অভ্যর্থনার্থ আগমন করিল। কিন্তু রাজা তখন অবলোকন করিলেন কৃতঘ্না জ্যেষ্ঠা কন্যা সহোদরার সহিত থাকিয়া পিতার প্রতি তাহার মনোভঙ্গের নিমিত্ত চেষ্টা করিতেছে।

 বৃদ্ধ ভূপাল দুঃশীলা গনেরিল্‌কে অবলোকন করিয়া অন্তর্দগ্ধ হইতেছিলেন। সে মধ্যমা সোদরার কর ধারণ পুরঃসর সম্মুখে আসিয়া উপস্থিত হওয়াতে অমর্ষে পরিপূর্ণ হইলেন এবং আক্রোশ প্রকাশ পুরঃসর কৃতঘ্ন তনয়াকে কহিতে লাগিলেন অরে পাপীয়সি আমার শুক্ল শ্মশ্রু নিরীক্ষণ করিয়া কি তোর সন্ত্রাস হয় না? পরন্তু ধনমদে রাজার মধ্যমা কন্যা রিগানও পিতৃভক্তি বিস্মৃত হইয়াছিল। এ তনয়াও সহোদরার সমান কৃতঘ্ন হইয়া জনককে কহিল এ সমস্ত সহচর সঙ্গে রাখিবার আবশ্যক কি? ইহার অর্দ্ধাংশকে বিদায় দিয়। গনেরিলের আলয়ে গমন কর, ভগিনীর অবাধ্য হইও না, তাঁহার নিকট ক্ষমা প্রার্থনা পূর্ব্বক শান্তভাবে সেই স্থানে অবস্থান করিয়া কালযাপন কর। তোমার বার্দ্ধক্য দশায় বুদ্ধি শুদ্ধি লোপ পাইয়াছে, এখন তরুণদিগের মতানুসারে চলা উচিত হয়। রাজা মধ্যমার এই সকল কথা শুনিয়া তাহারও ভাব ভক্তি বুঝিতে পারিলেন কিন্তু প্রকৃতির পরিচয় না পাওয়াতে পরিতাপ প্রকাশ পুরঃসর কহিতে লাগিলেন কন্যার নিকট ক্ষমা প্রার্থনা পূর্ব্বক যথাকথঞ্চিদ্রূপে প্রাণ ধারণ করিয়া জীবন যাপন করিব এ কি অসঙ্গত কথা কহিলে? আমি এবম্প্রকার পারতন্ত্র্য স্বীকার করিতে পারি না। এই সমস্ত অনুচর সমভিব্যাহারে তোমার সদনেই অবস্থান করি। পাপাত্মা গনেরিলের আগারাভিমুখেও কখন গমন করিব না। আমি তোমাকে বৃহদ্রাজ্যের অর্দ্ধাংশের অধিকারী করিয়া দিয়াছি বোধ করি তুমি বিস্মৃতা হও নাই কেননা তোমার নয়ন গনেরিলের তুল্য কোপারক্ত দেখিতেছি না। বৎসে রিগান্ আমি বরং ফ্রান্সাধিপতির নিকট আপনার বৃত্তি প্রার্থনা করিব তথাপি সহচর গণের অর্দ্ধ ভাগ বিদায় দিয়া গনেরিলের ভবনে গমন করিতে পারিব না।

 রাজা মধ্যমার নিকট সদ্ব্যবহার প্রাপ্তির বাসনায় এ সকল উক্তি করিলেন কিন্তু সে তাহাতে জনকের উপকার স্মরণ করিয়া সদয় হইল না বরং ভগিনী অপেক্ষা অধিক অশ্রদ্ধা প্রকাশ পুর্ব্বক কহিল পঞ্চাশ জন অনুচরেই বা কি প্রয়োজন? পঁচিশ ব্যক্তি থাকিলেই যথেষ্ট হইবে। লিয়র মধ্যমার এতদ্বচন শ্রবণে সাতিশয় ভগ্নচিত্ত হইলেন এবং তাহাকে সম্বোধন করত কহিলেন বৎসে সত্য বটে এখন গনেরিলের আলয়ে গমন শ্রেয়স্কর বোধ হইল, সেই স্থানেই ফিরিয়া যাই, তুমি পঁচিশ জন অনুচর রাখিতে বলিতেছ সে তদ্বিগুণ পঞ্চাশৎ সহচর নিয়ত নিযুক্ত রাখনে সম্মতা আছে, হে কুমারি আমি বিবেচনা করিয়া দেখিলাম গনেরিল তোমা অপেক্ষা দ্বিগুণ ভক্তিমতী। গনেরিল্ পিতার এই বাক্যে এক্ষণে কহিল পঁচিশ জন সহচরেতেই বা কি প্রয়োজন, দশ বা পাঁচ ভৃত্যেতেই বা কি আবশ্যক? আমার আশ্রয়ে থাকেন মদীয় ভৃত্যবর্গই সেবা শুশ্রূষা করিবে, ভগিনীর ভবনে থাকেন তাহার দাসের কর্ম্ম কায করিয়া দিবে। অতএব দুষ্ট প্রকৃতি দুহিতৃদ্বয় এক্ষণে যেন পণাপণি করিয়া রাজার প্রতি নিষ্ঠুরতাচরণ করিতে প্রবৃত্ত হইল। রাজা স্বীয় সমস্ত বিভব তাহাদিগকে সমর্পণ করিয়া আপনার রাজত্বের সামান্য চিহ্ণ স্বরূপ কতিপয় সহচর সমভিব্যাহারে রাখিয়াছিলেন ইহাও তাহাদের অসহ্য হইল। যদিও কতিপয় অনুচর সঙ্গে থাকিলেই বাস্তবিক সুখ সম্ভোগ হয় এমত নিশ্চয় নাই সত্য বটে তথাপি এক সময়ে রাজা থাকিয়া পরে ভিক্ষু হওয়া এবং লক্ষ লোকের অধীশ্বর থাকিয়া একেবারে অনুচর বিহীন হওয়া ভূপতির পক্ষে অসহ্য ক্লেশ। কিন্তু ভৃত্যাভাবে পিতার ক্লেশ হইবেক কি না, কৃতঘ্ন কন্যাদ্বয় তাহা বিবেচনা করিল না, আপনারদের ব্যয় লাঘবে অর্থ রক্ষা নিমিত্ত জনকের সহিত অনুচর দিতে অস্বীকার করিল। সুতরাং কিঙ্কর বিরহ জন্য অপমানে বৃদ্ধ ভূপালের যৎপরোনাস্তি ক্লেশ হইল। নরপতি তনয়াদ্বয়ের এই কৃতঘ্নতায় মর্মান্তিক বেদনা প্রাপ্ত হওয়াতে তদনন্তর তাহাদিগকে ডাকিনী বলিয়া সম্বোধন করিতে লাগিলেন এবং দুর্বাক্য প্রয়োগ পুরঃসর প্রতিজ্ঞা করিলেন ইহাদিগকে এতদ্রূপ প্রতিফল প্রদান করিব যে তদ্দর্শনে অবনীমণ্ডল মধ্যে অন্য ব্যক্তির এবম্বিধ আচারে প্রবৃত্তি না হয়।

 প্রাচীন নরপতি কার্য্যতঃ নিস্তেজাঃ হইয়াছিলেন কন্যাদ্বয়ের কৃতঘ্নতায় উত্ত্যক্ত হইয়া উক্ত প্রকারে কেবল মৌখিক বল প্রকাশ করিতে লাগিলেন। এই সময় দিনমণি গগণমণ্ডল ভ্রমণানন্তর চরমাচল চূড়াবলম্বী হইলে বিভাবরীর তামসী প্রভা ভুবনমণ্ডল আচ্ছন্ন করিল এবং হঠাৎ ঘোরতর ঘনঘটা নভোমণ্ডলে উদিত ও ঝঞ্‌ঝা বায়ু প্রবহমান হওয়াতে পুর হইতে বিনির্গম দুষ্কর ব্যাপার হইয়া উঠিল। জ্যেষ্ঠ ও মধ্যমা তনয়া অসার নরনাথের তর্জ্জনে সন্ত্রস্ত হইয়া বরং বিরক্ত ভাবে অনুচর রহিত করিবার নিমিত্ত বারম্বার ভর্ৎসন করিতে লাগিল তাহাতে রাজা সাতিশয় খিন্ন হইয়া প্রতিজ্ঞা করিলেন এই কৃতঘ্ন দুহিতাদের নিকট আর এক নিমেষও অবস্থান করিব না ইহাদের সহিত একত্র অবস্থিতি অপেক্ষা গৃহ বহির্ভাগে গমন পূর্ব্বক বাত্যার সহিত সাক্ষাৎ করিয়া ছিন্ন ভিন্ন বিপন্ন হওয়া বরং শ্রেয়স্কর। তৎক্ষণাৎ বাটী হইতে বহির্গত হইবার নিমিত্ত ভৃত্যদিগকে অশ্ব আনয়ন করিতে আজ্ঞা দিলেন। কন্যারা এ কথা শুনিয়া এতাবন্মাত্র উক্তি করিল কেহ স্বেচ্ছা পূর্ব্বক আপনাকে বিপদে নিক্ষিপ্ত করিলে স্বেচ্ছাচারিত্বের দণ্ড আপনিই বিধান করে কিন্তু পর ক্ষণে পিতা ভবন বিসর্জ্জন পুরঃসর বহির্দেশে ঘোরতর তিমিরাচ্ছন্ন প্রবল বাত্যায় মহা ভয়ঙ্কর বর্ত্মে নির্গত হইলেন একবারও নিবারণ করিল না বরং বিদায় দিয়া দ্বার বদ্ধ করত আপদ্ দূর হইল এতাদৃক্ জ্ঞান করিতে লাগিল।

 লিয়র তনয়ার আলয় হইতে যখন বহির্গত হইলেন তখন প্রচণ্ড পবন মহাবেগে বহমান ও মুষল ধারে বারি বর্ষণ হইতে ছিল। রাজা ঝড় বৃষ্টিতে নিরাশ্রয় হইয়া পথে ভ্রমণ করিতে লাগিলেন। তাহাতে সাতিশয় ক্লেশ হইলেও কন্যাদ্বয়ের বাগ্‌যন্ত্রণার তুল্য অসহ্য বোধ করিলেন না। বাটীর বহির্ভাগে আসিয়া কিঞ্চিদ্দূরবর্ত্তী হইলে চতুর্দিকে বহু ক্রোশ পরিমিত স্থান মধ্যে একটা বৃক্ষও আশ্রয় পাইলেন না, নিরাশ্রয়ে প্রবল বাত্যার আঘাত এবং বারি ধারা সহিষ্ণুতা করত ভ্রমণ করিতে লাগিলেন। ভয়ঙ্কর মেঘ গর্জ্জনে ও বিদ্যুতের দ্যুতিতে তাহার ভয় হইল না। কন্যাদের কৃতঘ্নতা স্মরণ হওয়াতে ঐ সকল উৎপাত সামান্য জ্ঞান হইতে লাগিল। রাজা ঘোর নিশা সময় নিরাশ্রয়ে বিপদ ভোগ করিতে২ শোকাবেগে কহিতে লাগিলেন এই ঝঞ্‌ঝা বায়ুতে অবনীমণ্ডল যেন সমুদ্রসাৎ হয় অথবা প্রলয় পয়োধির ন্যায় জলনিধির জল স্ফীত হইয়া পৃথিবীকে যেন নিমগ্না করে তাহা হইলে ভূমণ্ডলে মানব জাতির তুল্য কৃতঘ্ন জন্তু থাকিতে পারিবে না। এই সময়ে অনাথ নরনাথের সমভিব্যাহারে একমাত্র সহচর ছিল। সেই ব্যক্তি নর্ম্মকর ভণ্ড, সর্ব্বদা পরিহাস পুরঃসর বাক্য প্রয়োগ করিত। ভূপালের বিলাপ শ্রবণে ব্যঙ্গ করত কহিল মহারাজ এই বিভাবরী অতিশয় ভয়ঙ্করী, এ সময়ে নিরাশ্রয় হইয়া কোথায় যাইবেন, প্রতি নিবৃত্ত হউন, কন্যাদিগের নিকট গিয়া অনুগ্রহ প্রার্থনা করিবেন চলুন্। রাজন্ উপায় কি?

অল্প বুদ্ধি হয় যার,  অনুতাপ সার তার,
দেখে ঝড় বৃষ্টি অনুক্ষণ।
অদৃষ্টে লিখিত যাহা, কে খণ্ডিতে পারে তাহা,
সহ কেন বারি বরিষণ।

 রাজা লিয়র রাজ্যসম্পদ পরিভ্রষ্ট হইয়া ঘোর অন্ধকারাবৃত নিশায় নিরাশ্রয়ে প্রবল বাত্যা ও বারি বর্ষণ সহ্য করত পথে২ ভ্রমণ করিতেছিলেন তাঁহার সমভিব্যাহারে একমাত্র নর্ম্মকর ভণ্ড অনুচর ছিল। আর্ল আব কেণ্ট কৈয়স্ নাম ধারণ পূর্ব্বক কিয়দিনাবধি রাজ সেবায় নিযুক্ত হইয়াছিলেন ভূপতিকে ঘোর নিশায় ভ্রমণ করিতে দেখিয়া বিস্ময় প্রকাশ পুরঃসর কহিলেন এ কি মহারাজ? আপনি এই ভয়ঙ্কর রজনীতে নিরাশ্রয় হইয়া ভ্রমণ করিতেছেন? দেব যে সকল নিশাচর রজনীপ্রিয়, তাহারাও এই ভয়ানক বিভাবরীতে নির্গত হয় না। প্রবল বাত্যা ও মহোদ্বেগজনক বর্ষণে পশু সকলও গুহা গহ্বরে আশ্রয় গ্রহণ করিয়াছে, এ সময় সচেতন মনুষ্য কখন বহিগত হইতে পারেন না, এ ঝড় বৃষ্টি মহা ক্লেশদায়ক, অতি অসহ্য, আপনি কি প্রকারে এ সময় ভ্রমণ করিতেছেন। রাজা আক্ষেপ পূর্ব্বক কহিতে লাগিলেন দারুণ দুঃখে পতিত হইলে সামান্য ক্লেশের অনুভব হয় না, স্বস্থাবস্থাতেই ক্ষুদ্র ক্লেশ অনুভূত হইয়া থাকে, ওহে কৈয়স্ এখন আমার চিত্ত এতাদৃশ বিক্ষিপ্ত ও মর্মান্তিক বেদনায় ব্যথিত যে এতদপেক্ষা সহস্রগুণ উৎপাত উপস্থিত হইলেও সামান্য বোধে তাহাতে ক্লেশানুভব হইবেক না। ওহে কৈয়স্ কৃতঘ্ন সন্তানের বাগ্‌যন্ত্রণা অতি অবিসহ্য, হস্ত আহার প্রদানদ্বারা বদনের মহোপকার করে কিন্তু আস্য কৃতঘ্নতা পূর্ব্বক যদিস্যাৎ সেই করে রদনাঘাত করে তবে তাহা অসহ্য পীড় হয়, তনয়ের কৃতঘ্নতাও তদ্রূপ, পিতা মাতা তাহাদের পক্ষে হস্তের তুল্য মহোপকারী, তাহারা কৃতঘ্নতাচরণ করিলে সে দুঃখ সহিতে পারাযায় না।

 কিন্তু প্রভুভক্ত কৈয়স্ রাজার যন্ত্রণা দর্শনে অসহিষ্ণু হইয়া বারম্বার অনুরোধ করিলেন মহারাজ এ ঝড় বৃষ্টিতে ভ্রমণ করিয়া কেন ক্লেশ পান্ যাহা হয় একটা আশ্রয় অবলম্বন করুন্। রাজা তাঁহার অভ্যর্থনায় নিকটবর্ত্তি একটা জঘন্য জীর্ণ পণ কুটীরে প্রবেশের উদ্যম করিলেন। ভূপতির সহচর ভণ্ড অগ্রে সেই পর্ণশালায় প্রবেশ করিল কিন্তু সে শীঘ্র সভয় হইয়া নির্গমন পুরঃসর কহিল মহারাজ বোধ হয় একটা ভূত এই কুটীরে আছে। পরে সবিশেষ অনুসন্ধান করাতে প্রকাশ পাইল দেবযোনি নহে একজন উন্মত্ত বাত্যা ও বারিবর্ষণ হইতে পরিত্রাণ নিমিত্ত ঐস্থানে আশ্রয় গ্রহণ পুরঃসর দণ্ডায়মান আছে। ঐ প্রকার কতক গুলা লোক প্রকৃত অথবা কৃত্রিম উন্মাদ গ্রস্ত হইয়া পল্লীগ্রামস্থ গৃহস্থ ব্যক্তি দিগের নিকট ভিক্ষা লাভের আকাঙ্ক্ষায় আপনাদিগকে গরীব টম্ অথবা টর্লিগড্ নামে খ্যাত করিয়া বেড়াইত। কখন২ পথে২ ভ্রমণ করত এই কহিয়া লোকের অনুগ্রহ যাচ্‌ঞা করিত গরীব টম্‌কে কে ভিক্ষা দিবে? কখনবা রক্ত মোক্ষণাদি চিকিৎসা ব্যবসা করিয়া অনভিজ্ঞ ব্যক্তিদের নিকট হইতে কিঞ্চিৎ২ সংগ্রহ করিত। রাজা কুটীরে প্রবিষ্ট হইয়া অবধি অনিমিষ নয়নে তাহাকে অবলোকন করিতে লাগিলেন অনেক ক্ষণ নিরীক্ষণ করিতে২ দৃষ্টি গোচর হইল তাহার কটিদেশে নগ্নতা নিবারণ নিমিত্ত একখান ছিন্ন কম্বল আচ্ছাদিত আছে তখন মনে২ বিবেচনা করিতে লাগিলেন বোধ হয় এ ব্যক্তিও আপনার কন্যাদিগকে সর্ব্বস্ব প্রদান করিয়া এই দুরবস্থাপন্ন হইআছে। অনন্তর আপনাআপনি কহিলেন তনয়ার কৃতঘ্নতা ব্যতীত অন্য প্রকারে এতদ্রূপ দুর্দশা হয় না।

 কৈয়স্ নরপতির এই অসম্বদ্ধ বচন শ্রবণ করিয়া স্থির করিলেন রাজা কন্যা দ্বয়ের জঘন্য আচরণে বিকৃতান্তঃকরণ হইয়াছেন, ইহাঁর ধৈর্য্য গাম্ভীর্য্য ও স্বাভাবিক বুদ্ধি আর কিছুই নাই অতএব এ সময় প্রভুভক্তি প্রকাশ পুরঃসর ভূপতির উপকার করি। এই বিবেচনা করিয়া কতিপয় কৃতজ্ঞ অনুচরের সাহায্যে লিয়রকে ডোবর দুর্গে লইয়া গেলেন। সেই স্থানে আর্ল আব্ কেণ্ট স্বরূপে তাঁহার যথেষ্ট ক্ষমতা ছিল। তৎপরে সে স্থান হইতে ফান্সে প্রস্থান পূর্ব্বক কনিষ্ঠা রাজনন্দিনী কর্দেলিয়ার নিকট গিয়া উপস্থিত হইলেন এবং সকরুণ বচনে নৃপতির ক্লেশের বিষয় বিশেষরূপে বর্ণনা পূর্ব্বক কহিলেন তোমার ভগিনীরা রাজার সর্ব্বস্ব গ্রহণ করিয়া শেষে তাঁহার এই দুর্দশা করিয়াছে। পিতৃভক্তি পরায়ণা কর্দেলিয়া জনকের যন্ত্রণার কথা শুনিয়া অতিশয় দুঃখিত হইলেন এবং অশ্রুপূর্ণ লোচনে খেদ করিতে২ স্বামি সন্নিধানে গমন পূর্ব্বক প্রার্থনা করিলেন আমার তাত তনয়াদ্বয়কে সর্বস্ব দিয়া পরিণামে সাতিশয় ক্লেশ পাইতেছেন অতএব আপনি আমার সমভিব্যাহারে এক দল সৈন্য দেউন আমি ইংলণ্ডে গমন পুরঃসর পিতার রাজ্যাপহারিদিগের পরাভব করিয়া রাজাকে পুনর্ব্বার আপন রাজ্যে অভিষিক্ত করিয়া আসি। কর্দেলিয়ার স্বামী গুণবতী মহিলার সুশীলতায় সাতিশয় অনুরক্ত ছিলেন প্রণয়িনীর অনুরোধে তৎক্ষণাৎ সৈন্যসামন্ত তাঁহার সমভিব্যাহারে দিলেন। পরে কর্দেলিয়া ডোবর প্রদেশে যাত্রা করিলেন।

 কেণ্ট ভূপতির উন্মাদ সঞ্চার দেখিয়া তাঁহার রক্ষণাবেক্ষণ এবং সেবা শুশ্রূষা নিমিত্ত কতিপয় ভৃত্য রাখিয়া গিয়াছিলেন কিন্তু তিনি গমন করিলে রাজা লিয়র অন্তঃকরণের সাতিশয় ঔদাস্য প্রযুক্ত সম্পূর্ণ ক্ষিপ্ত হইয়া রক্ষকদের নিকট হইতে পলায়ন পূর্ব্বক ডোবরের নিকট পথে২ ভ্রমণ করিতে ছিলেন। কর্দেলিয়ার সৈন্যদলস্থ কোন২ লোকের নয়নগোচর হওয়াতে তাহারা দেখিল বৃদ্ধ রাজা তৃণময় মুকুট মস্তকে ধারণ পূর্ব্বক বন্য লতার যষ্টি হস্তে লইয়া উন্মত্তবৎ ভ্রমণ করিতেছেন। অতএব প্রত্যাগমন পূর্ব্বক আপনাদের কর্ত্রীর নিকট ঐ বিষয়ের সংবাদ প্রদান করিল তাহাতে কর্দেলিয়া ব্যস্তসমস্তা হইয়া পিতাকে স্বীয় আলয়ে আনাইলেন এবং তাঁহার সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত সমুৎসুকা হইলেন। কিন্তু চিকিৎসকেরা নিবারণ করিয়া কহিল যাবৎ ভেষজ সেবন দ্বারা ভূপাল কিঞ্চিৎ সুস্থ না হন তাবৎপর্য্যন্ত সাক্ষাৎ করা বিধেয় নয়। কর্দেলিয়া জনকের আশু আরোগ্য লাভ নিমিত্ত আপনার যাবন্ত রত্নাদি উৎসর্গ করিতে প্রতিজ্ঞা করিলেন অতএব আয়ুর্বেদজ্ঞ চিকিৎসকগণ মহা২ ঔষধ প্রয়োগ পুরঃসর চিকিৎসা করাতে নরপতি ত্বরায় নীরোগ হইলেন।

 অনন্তর পিতা পুত্রীতে সাক্ষাৎ হইলে উভয়ের লোচন অশ্রু ধারায় পরিপূর্ণ হইল। কর্দেলিয়া জনকের দুরবস্থা স্মরণ করিয়া রোদন করিতে লাগিলেন। বৃদ্ধ লিয়র যদিও পরম স্নেহাস্পদ নন্দিনী কর্দেলিয়াকে দেখিয়া আনন্দিত হইলেন তথাপি পূর্ব্বে লঘু অপরাধে যে তনয়ার গুরু দণ্ড করিয়াছিলেন তাহা হইতে এক্ষণে আপনার এই উপকৃতি হওয়াতে বিশেষ লজ্জিত হইতে লাগিলেন। হর্ষ ও অপত্রপা তদীয় চিত্ত মধ্যে স্ব২ প্রসর বিস্তার নিমিত্ত ক্ষণকাল যেন তুমুল কলহ করিল সুতরাং তাঁহার নয়ন হইতে অনবরত বারি ধারা বিগলিত হইতে লাগিল। রাজার অন্তঃকরণে ঈদৃশ বৈক্লব্য জন্মিল যে জানিতে পারিলেন না কোথায় রহিয়াছেন এবং কেবা তাঁহার চরণে প্রণাম পুরঃসর স্নিগ্ধালাপ করিতেছে। মুগ্ধপ্রায় হইয়া নিকটস্থ লোকদিগকে বারম্বার বিনয় করত কহিতে লাগিলেন আমি এই তরুণীকে স্বীয় নন্দিনী কর্দেলিয়া বলিয়া সম্বোধন করি তোমরা ইহাতে উপহাস করিও না। পরে আপনার কনীয়সী তনূজা বলিয়া বোধ হওয়াতে তাঁহার সন্নিধানে মার্জ্জনা প্রার্থনায় ভূমিতে দণ্ডবৎ পতিত হইবার উপক্রম করিলেন তাহাতে কর্দেলিয়া পিতার চরণে প্রণাম পুরঃসর আশীর্ব্বাদ প্রার্থনা করিয়া কহিলেন পিতঃ আমি আপনার পুত্রী, সেই কর্দেলিয়া, আমারই কর্ত্তব্য আপনার পাদপদ্ম বন্দন করি। এই বলিয়া অভিবাদন পূর্ব্বক নিবেদন করিলেন তাত, আপনকার সেই অকৃতজ্ঞ কন্যাদ্বয় যে নিষ্ঠুর ব্যবহার করিয়াছে আমি আপনার পদচুম্বন পূর্ব্বক তাহা তুলিয়া লইলাম আপনি স্থিরচিত্ত হউন। আহা তাহারা কি নির্দয় যাঁহার বয়ো বাহুল্য বশতঃ শরীর শীর্ণ ইন্দ্রিয় জীর্ণ কেশ পলিত মাংস লোলিত হওয়াতে চরমাবস্থা উপস্থিত, তাঁহাকে বাত্যা ও ভূরি বৃষ্টিসমন্বিত নিশায় একাকী বহির্গমন করিতে দিয়াছিল? পিতঃ আপনি ধৈর্য্যাবলম্বন পূর্ব্বক শান্ত হউন তাহারা যখন আপন২ মনে স্মরণ করিবে তখন আপনারাই লজ্জিত হইবে। আপনি যে রজনী ভাগে বাটীর বহির্গত হইয়াছিলেন সে সময় শত্রুর কুক্কুর যদিস্যাৎ বাটী আসিয়া দংশন করে তাহাকেও গৃহ হইতে বাহির করিয়া দিতে পারা যায় না। পরে পিতাকে সংবাদ দিলেন আপনকার সহায়তা করিবার নিমিত্ত আমি সসৈন্য হইয়া ডোবরে আগমন করিয়াছি। রাজা লিয়র কিঞ্চিৎ সুস্থ হইয়া তনয়াকে কহিলেন বৎসে আমি বার্দ্ধক্য প্রযুক্ত বুদ্ধি বিবেক বিহীন হইয়া তোমার প্রতি অতিশয় অসদ্ব্যবহার করিয়াছি। তোমাকে ভাল বাসিবার প্রতি অনেক কারণ আছে কিন্তু তোমার ভগিনীদ্বয়ের প্রতি স্নেহ সঞ্চারের হেতুমাত্র নাই তথাপি আমি তোমার প্রতি নির্দয়তা প্রকাশ করিয়াছি। যাহা হউক এখন আমাকে মার্জ্জনা কর। কর্দেলিয়া প্রশ্রয়াবনত হইয়া প্রতিবচন প্রদান করিলেন আপনি ঈদৃশী আজ্ঞা করিবেন না আপনার প্রতি ভক্তি না হইবার কারণ আমাতে নাই, আমার ভগিনীদ্বয়েতেও দেখি না।

 পরে নরপতি লিয়র পিতৃভক্তিযুতা দুহিতার আশ্রয়ে অবস্থিতি পূর্ব্বক বিজ্ঞ২ ভিষক্‌গণের চিকিৎসায় বুদ্ধি ভ্রংশ রোগ হইতে সম্পূর্ণরূপে মুক্ত হইলেন। লিয়র রাজার কৃতঘ্না দুই তনয়ার বিষয়ে অপর কিঞ্চিদ্বক্তব্য আছে এক্ষণে বর্ণনা করি।

 মূর্তিমতী কৃতঘ্নতা স্বরূপিণী দুই কন্যা প্রাচীন জনকের প্রতি ঐ রূপ ব্যবহার করিল ইহাতে পাণিগ্রাহের সহিত তাহাদিগের প্রীতি হইবার সম্ভাবনা সর্ব্বথা বিরহ। তাহারা দুই জনেই আপন২ পতির প্রতি অবজ্ঞা প্রকাশ পূর্ব্বক অনতিবিলম্বে অন্যের প্রণয়িনী হইল। আর্ল আব্ গ্লৌসেষ্টরের এদ্‌মন্দ নামা যে জারজ পুত্র পিতার যথার্থ উত্তরাধিকারী এদ্‌গারভিধ সন্তানকে ধূর্ত্ততা পূর্ব্বক বিষয় চ্যুত করিয়া স্বয়ং আর্লত্ব প্রাপ্ত হইয়াছিল সেই একই ব্যক্তি গনেরিল্ ও রিগানের প্রীতি ভাজন হইল। যেমন দেব তেমনি দেবী কেননা গনেরিল্ ও রিগান্ এই দুই কন্যার যদৃশ দুষ্ট প্রকৃতি ঐ ব্যক্তিও তাদৃশ কুস্বভাবান্বিত। যাহা হউক, কিয়দ্দিনানন্তর কর্ণওয়ালাধিপতির মৃত্যু হওয়াতে রিগান্ স্বাধীনতা প্রাপ্ত হইয়া অবিলম্বে এদ্‌মন্দকে বিবাহ করিবার অভিপ্রায় প্রকাশ করিল। তাহাতে গনেরিল্ ঈর্ষান্বিত হইয়া বিষ প্রয়োগ পুরঃসর ভগিনীর প্রাণ বিনাশ করিল। গনেরিলের স্বামী আল্‌বানির রাজা জায়ার এই আচরণের বিবরণ অবগত হইয়া তাহাকে কারারুদ্ধ করিলেন তাহাতে ঐ পাপীয়সী আপনার মনস্কামনা পূর্ণ করিতে না পারিয়া মনো দুঃখে আত্মহত্যা করিল। অতএব ঐশিক বিচার কেমন অনির্ব্বচনীয় বিবেচনা কর। দুশ্চরিত্রা কন্যারা জনকের প্রতি অত্যাচার করিয়া উত্তরোত্তর অধিক অধর্ম্মে প্রবর্ত্তমান হইতেছিল শেষে আপনারাই আপনাদের দণ্ড প্রণয়ন করিল।

 কিন্তু যে সকল ব্যক্তি গনেরিল্ ও রিগানের দুশ্চরিত্রতার প্রতিফল স্বরূপে তাহাদের হত্যা দর্শন করিয়া পরমেশ্বরের আশ্চর্য্য বিচার শক্তির প্রশংসা করিতেছিলেন অবিলম্বে তাঁহারা আর এক বিষয়ে অন্যায় অবলোকন করিয়া বিস্ময়াপন্ন হইলেন। দুঃশীলা তনয়াদ্বয়ের অত্যুৎকট অধর্ম্মের যেমন অচিরে প্রতিফল হইল ধর্ম্মশীলা কর্দেলিয়ার পক্ষে সুশীলতা ও পরম ধর্ম্মাচরণের তাদৃক্ সৎফল হওয়া উচিত ছিল কিন্তু সেই ধর্মনিষ্ঠা অবলা উপযুক্ত পুরস্কার প্রাপ্ত হইলেন না। তাঁহার পরিণামের যথার্থ ইতিহাস স্মরণ করিলে অন্তঃকরণ শঙ্কাকুল হয় পৃথিবীমণ্ডলে সৎ কর্ম্ম করিয়া বুঝি সর্ব্বদা পুরস্কার প্রাপ্ত হওয়া যায় না। গনেরিল্ ও রিগান্ মহাধুর্ত্ত আর্ল অব গ্লৌসেষ্টরের অধীনে যে সমস্ত সৈন্যদল প্রেরণ করে তাহারা কর্দেলিয়ার উপর আক্রমণ করিল এবং পরাজিত করিয়া কারাগারে অবরোধ পুরঃসর তাঁহার প্রাণ দণ্ড করিল। অতএব কৃতঘ্ন কন্যাদের কৃতঘ্নতার ফল সঙ্গে২ প্রকাশ পাইলেও ধর্মিষ্ঠার সদাচরণের ফল অচিরে না হইয়া বরং বিপরীত ঘটনা হওয়াতে দর্শকগণ সাতিশয় চমৎকৃত হইতে লাগিলেন। ভূপাল লিয়রও এতৎ সংবাদ অবগত হইয়া মৃত্যুশয্যায় আরোহণ করিলেন।

 লিয়র শোক বিহ্বলতা প্রযুক্ত জীবন বিসর্জ্জনে কৃতনিশ্চয় হইলে তাঁহার চিরভক্ত অনুরক্ত সহচর কেণ্ট বিবিধ প্রবোধ বচনদ্বারা শান্ত্বনা করিতে লাগিলেন এবং কহিলেন আমি কৈয়সের বেশ ধারণ পুরঃসর আপনার যে প্রকার সেবা করিয়াছি তাদৃশী শুশ্রূষা নিয়ত করিব আপনি কাতর্য্য পরিত্যাগ করুন। বৃদ্ধ রাজা যবীয়সী তনয়ার শোক সম্বরণে অশক্ততা প্রযুক্ত হত বুদ্ধি হওয়াতে সন্দিহান হইলেন কেণ্ট ও কৈয়স্ কি রূপে এক ব্যক্তি হইতে পারে। কিন্তু কেণ্ট ক্লেশ প্রদান পূর্ব্বক এক্ষণে ঐ বিষয় রাজার হৃদয়ঙ্গম করাইতে যত্ন করিলেন না। অনন্তর রাজার মৃত্যু হইল, তাহাতে চিরানুরক্ত কেণ্ট প্রভু বিয়োগ জন্য শোকে ব্যাকুল হইয়া আপনিও কাল গ্রাসে নিপতিত হইলেন।

 জগদীশ্বরের অনির্ব্বচনীয় প্রভাবে রাজ বিদ্রোহী আর্ল আব গ্লৌসেষ্টর যেরূপে পদচ্যুত হয় এবং সেই ব্যক্তি এদ্‌গারের সঙ্গে বাহু যুদ্ধ করিয়া যদ্রূপে লীলা সম্বরণ করে, অপর গনেরিলের স্বামী আল্‌বানির অধ্যক্ষ কর্দেলিয়ার মৃত্যু বিষয়ক অধর্ম্মাচরণের সংশ্রবে ছিলেন না এবং স্বীয় পত্নী পিতার প্রতি যে অসদাচার করে তাহাতেও সংলিপ্ত ছিলেন না। এই কারণে বৃদ্ধ রাজা লিয়রের মৃত্যুর পর যে প্রকারে ব্রিটনের সিংহাসনে আরূঢ় হন এ সমস্ত বিষয়ের বর্ণন এস্থলে অনাবশ্যক। এই উপাখ্যানের প্রধান বিষয় লিয়র এবং তদীয় তনয়া ত্রয়, তা্হা‌রা কালধর্ম্ম প্রাপ্ত হইয়া লীলা সমাপ্ত করাতে এ উপাখ্যানের পরিশেষ করা গেল ইতি।