সেক্সপিয়র কৃত গ্রন্থ হইতে উদ্ধৃত অপূর্ব্বোপাখ্যান
TALES FROM SHAKSPERE
BY MR. AND MISS LAMB.
সেক্সপিয়র
কৃত গ্রন্থ হইতে উদ্ধৃত
অপূর্ব্বোপাখ্যান।
মেং ল্যাম্ব ও মিশ ল্যাম্ব কর্ত্তৃক রচিত।
শ্রীযুক্ত মুক্তারাম বিদ্যাবাগীশ ও অন্যান্য সুহৃদ্গণ সাহায্যে
সংবাদ পূর্ণচন্দ্রোদয় সম্পাদক কর্ত্তৃক
বঙ্গ ভাষায় সংকলিত।
কলিকাতা।
সংবাদ পূর্ণচন্দ্রোদয় যন্ত্রালয়।
সন ১২৫৯ সাল।
গ্রন্থানুক্রমণিকা।
মহাকবি সেক্সপিয়র কর্ত্তৃক ইংরাজী ভাষায় ছন্দোবন্ধে নিবন্ধ প্রসিদ্ধ নাটক বিবিধ অদ্ভুত রস ভাবে পরিপূর্ণ এতৎ প্রযুক্ত ইংরাজী বিদ্যা বিশারদ ব্যক্তি মাত্র মুক্তকণ্ঠে তাহার প্রশংসা করিয়া থাকেন। উক্ত মহাকাব্যের প্রতিপাদ্য কেবল উপন্যাস সকল পরিজ্ঞাত হইলেও চিত্ত মধ্যে পরম সন্তোষ এবং চিন্তা শক্তির উদয়ে ধর্ম্মজ্ঞান, সম্ভ্রমকর কর্ম্মে উৎসাহ, বিনয়ৌদার্য ধৈর্য্য ইত্যাদি সদ্গুণে প্রবৃত্তি এবং স্বার্থ পরতা ও গর্হিত বিষয়ানুধ্যানে বিরতির অনির্ব্বচনীয় ফল প্রত্যক্ষানুভূতপ্রায় হয়। ফলতঃ উক্ত গ্রন্থের নানা স্থলে প্রসঙ্গতঃ ঐ সমস্ত বিষয়ের বর্ণন আছে। এই নিমিত্ত জর্ম্মান দেশীয় কোন বিজ্ঞ পণ্ডিত কহিয়াছিলেন ইংলণ্ডের কি সৌভাগ্য, মহাকবি সেক্সপিয়র বহুকাল গত হইল পৃথিবী পরিত্যাগ করিয়াছেন তথাপি তদীয় গ্রন্থ প্রাজ্ঞ শিক্ষক তুল্য অদ্যাবধি নানা প্রকারে সদুপদেশ ও বিবিধ বিষয়ে বিজ্ঞান প্রদান করিতেছে।
পূর্ব্বে ঐ পুস্তকের রচনার কাঠিন্য হেতু ইংরাজী ভাষায় অনধিক জ্ঞান সম্পন্ন জনগণ তাহা পাঠ করিয়া তদীয় অনির্ব্বচনীয় রস ভাব অনুভব করণে বঞ্চিত হইতেন, পরে মেং ল্যাম্ব ও মিশ ল্যাম্ব উক্ত গ্রন্থের উৎকৃষ্টতর বিংশতিটি উপাখ্যান ইংরাজী সহজ ভাষায় গদ্যে অনুবাদ পূর্ব্বক সংকলন করাতে ইংরাজী ভাষায় সাধারণ জ্ঞানবান সর্ব্ব সাধারণে সেকস্পিয়রের রস ভাব পরিগ্রহে সক্ষম হওয়াতে তাঁহাদের ক্ষোভ নিবারণ হইয়াছে।
মেং ল্যাম্ব এবং মিশ ল্যাম্ব প্রথমতঃ নবীন বয়স্ক অপ্রবীণ পুরুষদিগের চিত্ত প্রমোদ নিমিত্তই সেক্সপিয়রের সর্ব্বোৎকৃষ্ট গল্প ইংরাজী সহজ ভাষায় সংকলন করেন কিন্তু সেই সমস্ত উপন্যাস আশ্চর্য্য মাধুর্য্য এবং বিবিধ সদুপদেশ সম্পন্নতা প্রভাবে কালক্রমে আবাল বৃদ্ধ সকলেরই মনোরঞ্জক হইয়াছে। গ্রন্থ- কর্ত্তার সৌভাগ্য বশতঃ গ্রন্থের অভিধেয় বিষয় অল্পবয়স্ক দিগের নিমিত্ত সংগৃহীত হইয়া পরে যদিস্যাৎ সমধিক বয়স্ক দিগেরও প্রমোদপ্রদ হয় তাহাতে সমধিক আদর ও আস্থা হইয়া থাকে, যথা আরেবিয়ান নাইট ইত্যাদি পুস্তক সর্ব্ব সাধারণের মহা সন্তোষকর হইয়াছে।
সেক্সপিয়রের লিখিত বিষয় এতদ্দেশীয় ভাষায় প্রকাশ পায় এবং তদ্দ্বারা উক্ত মহাকাব্যের উত্তমোত্তম উপাখ্যান সকলের ভাব অত্রত্য সহৃদয় রসজ্ঞ মানব নিকরের জ্ঞান গোচর হয় এদেশের মধ্যে ইংরাজী বিদ্যার প্রবলতর চর্চ্চার প্রারম্ভাবধি অনেকে এবম্প্রকার মানস করিতেন কিন্তু মূলগ্রন্থের রচনা অতিশয় দুরূহ বিশেষতঃ ছন্দোবন্ধে নিবন্ধ একারণ মূলের অনুবাদ পূর্ব্বক দেশীয় ভাষায় তাবৎ মর্ম্ম প্রকাশ করণ কঠিন কর্ম্ম, অনুমান হয়, এতন্নিমিত্তই এত কাল কেহ এ বিষয়ে হস্তার্পণ করেন নাই, কিন্তু এই অনুপম কাব্যের কেবল উপাখ্যান সকল বিদিত হইলেও গ্রন্থের অপূর্ব রস ভাবের বিলক্ষণ আভাস প্রাপ্ত হওয়া যাইতে পারে, এবং মেং ল্যাম্ব ও মিশ ল্যাম্ব যে বিংশতিটী উপাখ্যান সারোদ্ধার স্বরূপে নির্বাচন পুরঃসর সংকলন করিয়াছেন সে সকল অনুবাদ করা অসাধ্য নহে, অতএব উক্ত মহাকাব্যের অভিধেয় এতদ্দেশীয় ভাষায় প্রকাশ নিমিত্ত মেং ল্যাম্ব ও মিশ ল্যাম্বের সংগৃহীত পুস্তক সমুদায় অনুবাদ পূর্ব্বক উপন্যাসের বর্ণনীয় ব্যক্তিবিশেষের প্রতিমূর্ত্তি সহিত মুদ্রাঙ্কিত করা গেল। ইংরাজী পুস্তকের অবিকল অনুবাদে অবিকল রসভাব প্রকাশ হয় না এতন্নিমিত্ত যদিও স্থানে২ যৎকিঞ্চিৎ পরিবর্তন করিতে হইয়াছে। তথাপি অনুপূর্ব্বিক সমস্ত মর্ম্ম সংকলনে ত্রুটি মাত্র হয় নাই। এক্ষণে পাঠক মণ্ডলী যদিস্যাৎ এই পুস্তক পাঠে সেক্সপিয়রের অপূর্ব্ব উপন্যাস ও রস ভাব অনুভব পুরঃসর প্রসঙ্গতঃ সদুপদেশ লাভ বোধে সন্তোষ প্রকাশ করেন তাহা হইলেই অনুবাদকদিগের প্রযত্ন সাফল্য এবং চরিতার্থ লভ্য হইবে।
⇒ এই পুস্তকের স্বত্বাধিকারী পূর্ণচন্দ্রোদয় যন্ত্রাধ্যক্ষ, তাঁহার অনুমতি ব্যতিরেকে কেহ মুদ্রাঙ্কন অথবা বিক্রয় করিলে ১৮৪৭ সালের ২০ আক্ট অনুসারে দণ্ডার্হ হইবেন ইতি।
নির্ঘণ্ট। | ||
পৃষ্ঠাঙ্ক। | ||
১ | ১ | |
২ | ২৯ | |
৩ | ৫১ | |
৪ | ৭৫ | |
৫ | ৯৭ | |
৬ | ১২৩ | |
৭ | ১৪৫ | |
৮ | ১৭৩ | |
৯ | ১৯৭ | |
১০ | ২২৩ | |
১১ | ২৪৯ | |
১২ | ২৭৫ | |
১৩ | ৩০৩ | |
১৪ | ৩২৭ | |
১৫ | ৩৪৯ | |
১৬ | ৩৭১ | |
১৭ | ৪০১ | |
১৮ | ৪৩১ | |
১৯ | ৪৫৫ | |
২০ | ৪৭৫ |
এই লেখাটি ১ জানুয়ারি ১৯২৯ সালের পূর্বে প্রকাশিত এবং বিশ্বব্যাপী পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত, কারণ উক্ত লেখকের মৃত্যুর পর কমপক্ষে ১০০ বছর অতিবাহিত হয়েছে অথবা লেখাটি ১০০ বছর আগে প্রকাশিত হয়েছে ।
এই লেখাটি ১ জানুয়ারি ১৯২৯ সালের পূর্বে প্রকাশিত এবং বিশ্বব্যাপী পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত, কারণ উক্ত লেখকের মৃত্যুর পর কমপক্ষে ১০০ বছর অতিবাহিত হয়েছে অথবা লেখাটি ১০০ বছর আগে প্রকাশিত হয়েছে ।