সেক্সপিয়র কৃত গ্রন্থ হইতে উদ্ধৃত অপূর্ব্বোপাখ্যান/ঝটিকা
সেক্সপিয়র।
ঝটিকা।
প্রস্পারো নামক এক প্রাচীন পুরুষের পরম রূপবতী লোচনানন্দদায়িনী মিরান্দা নাম্নী এক নন্দিনী ছিল। বৃদ্ধ চরম বয়সে দৈবী ঘটনা বশতঃ সমুদ্রোপরি নির্মনুষ্য উপদ্বীপে চির প্রবাস করিতে বাধ্য হওয়াতে সেই শিশু তনয়াটী সমভিব্যাহারে লইয়া যান, সুতরাং মিরান্দা জ্ঞানোদয়ের পর জনক ভিন্ন অন্য নরাকৃতি অবলোকন করে নাই।
প্রস্পারো উপদ্বীপের মধ্যবর্ত্তি পর্ব্বত গহ্বরে কতিপয় কুটীর নির্মাণ পূর্ব্বক পৃথক্২ নিলয়ে জনক অঙ্গজায় অবস্থিতি করিতেন। অপর এক কুটীরে কতক গুলিন ভোজ বিদ্যার পুস্তক স্থাপন করিয়াছিলেন। তদানীন্তন বুধ গণের ভোজ বিদ্যানুশীলনে সাতিশয় সমাদর ছিল। প্রস্পারো। ঐন্দ্রজালিক বিদ্যায় বিশেষ বিদ্যান ছিলেন, এবং তাঁহার পাণ্ডিত্য প্রযুক্ত ঐ উপদ্বীপের যথেষ্ট উপকার দর্শে। সাইকোরেক্স নাম্নী কোন কুহকিনী ঐন্দ্রজালিক কুহকে বহুকালাবধি ঐ স্থানস্থ সকলকে মোহিত করণ পুরঃসর নিরন্তর ভূরি২ ভূতের নিপীড়ন নিমিত্ত তাহাদিগকে বিবিধ উৎকটাজ্ঞা করিত। যে সকল ভূত তাহার অনুমতি পালনে অস্বীকার করে তাহাদিগকে তরুকোটরে অবরুদ্ধ করিয়া রাখিয়াছিল। সেই কুহকিনী মানব লীলা সম্বরণ করিলে কিয়ৎ কাল পরে বৃদ্ধ প্রস্পারো অদ্ভুত ঘটনা দ্বারা তথায় উপস্থিত হইলেন, এবং আপনার বিদ্যা প্রভাবে ভূত গণের অবস্থা অবগত হইয়া মন্ত্রবলে তাহাদের উদ্ধার করিলেন। ভূতেরা এই উপকৃতি সংস্মৃতি পূর্ব্বক তাঁহার আজ্ঞাবহ হইল। এই ভূতগণ মধ্যে এরিএল্ প্রধান ছিল।
এরিএল্, কেলিবান্ নামক রাক্ষসের প্রতি জাতবৈর হইয়া নিয়ত কেবল তাহাকে নিপীড়ন করিত এতদ্ব্যতীত তাহার অন্য কোন দৌরাত্ম্য ছিল না। কেলিবানের উপর তাহার দ্বেষভাবের কারণ এই যে ঐ ব্যক্তি তাহার চির বিদ্বেষিণী সাইকোরেক্স নাম্নী নিশাচরীর গর্ভজাত, সুতরাং কাল বশতঃ সপত্ন পিশিতাশনার বিনাশ হইলেও এরিএল্ তদঙ্গজের বিদ্রোহ করিয়া বৈর নির্যাতন করিত। কেলিবান্ অতিশয় কুরূপ, বানরপেক্ষাও বিশ্রী ছিল, এবং মাতৃশত্রুর ভয়ে ভীত হইয়া সর্ব্বদা অরণ্যে ভ্রমণ করত কালক্ষেপ করিত। প্রাচীন প্রস্পারো কোন বিপিনে তাহাকে নিরীক্ষণ করিয়া ধারণ পূর্ব্বক আলয়ে লইয়া আসিলেন, এবং প্রতিপালন করত স্নেহ ভাবে মনুষ্যের বাক্য কহিতে শিক্ষা দিতে লাগিলেন। কিন্তু ঐ রাত্রিচরী তনয় জননীর তুল্য কুটিল প্রযুক্ত উত্তমরূপ পোষ্য হইয়াও শিক্ষাগ্রহণে উপেক্ষা করিল, সুতরাং প্রস্পারো তাহার দাসত্ব বিধান পুরঃসর তাহার প্রতি কাষ্ঠাহরণ ও অন্যান্য তাদৃশ শ্রমসাধ্য কর্ম্মের ভার অপর্ণ করিলেন এবং এরিএলকে তাহার উপর অধ্যক্ষতা করিতে আজ্ঞা দিলেন।
এরিএল্ ভূত প্রস্পারো ব্যতীত কাহার নয়ন গোচর হইত না, অতএব কেলিবান্ নিশাচর যখন২ অন্য কর্ত্তব্য ব্যাপারে অলিস্য করিত তৎক্ষণাৎ ঐ ভূত অলক্ষ্যরূপে নখাঘাত অথবা কর্দ্দমোপরি নিক্ষেপ দ্বারা তাহার শাসন করিত। এবং প্রসূতির বৈর স্মরণ করত কদাচিৎ স্বয়ং মর্কটাকার ধারণ পূর্ব্বক বিকট বদনে ব্যঙ্গ করিত। কথন বা তীক্ষ্ণ কণ্টকান্বিত শল্লকীর আকৃতি পরিগ্রহ পুরঃসর তাহার বর্ত্মাবরোধ করিত, সে সময় কেলিবান্ কণ্টক ভয়ে পলায়ন পরায়ণতা ব্যতীত অন্য রক্ষার উপায় প্রাপ্ত হইত না। অতএব এরিএলের দৌরাত্ম্য ভয়ে প্রস্পারোর আদিষ্ট কার্য্য নির্ব্বাহে কেলিবানের ক্ষণকালের নিমিত্তও বিশ্রাম ছিল না।
প্রস্পারো এরিএল্ প্রভৃতি কতিপয় প্রবল পরাক্রম দেবযোনি বশম্বদ করাতে তাহাদের সহায়তায় সাগর তরঙ্গ ও পবনকে আজ্ঞাবহ করিয়াছিলেন। এক দিবস তাঁহার আদেশানুসারে ভূতগণ জলধির উপর প্রবল পবন উত্থাপন পূর্ব্বক একখান বৃহৎ অর্ণবপোতকে তদুপরি ঘূর্ণায়মান করিল, এবং ভয়ঙ্কর লহরী বিভঙ্গে তরির রসাতল সংস্পর্শোপক্রম হইল। প্রস্পারো কৌতূহলাক্রান্ত হইয়া সমুদ্রের তরঙ্গে নিমজ্জমান তরণী স্বীয় তনয়াকে প্রদর্শন করত কহিতে লাগিলেন বৎসে ঐ পোত মধ্যে আমাদের সদৃশ সজীবন বস্তু আছে। মিরান্দা জনকের এতদ্বচন শ্রবণে অর্ণব যানাবলোকন করত দয়াবিষ্টা হইয়া সবিনয়ে নিবেদন করিলেন পিতঃ আপনকার বশীভূত ভূতগণ দ্বারা এই বঞ্ঝা সমীরণ উদ্ভূত হইয়া জলনিধিকে তরঙ্গাকুল করিয়াছে কিন্তু আপনি অর্ণব যানস্থ জীবগণের প্রতি করুণা বিতরণ পুরঃসর তাহাদের এই বিপদ বিমোচন করুন, নিরীক্ষণ করুন, নিমেষ মধ্যে তরি ভগ্না হয়, আহা দুর্ভাগ্য জীববর্গ এখনই বিনষ্ট হইয়া যাইবেক। হা বিধাতঃ যদিস্যাৎ আমাকে ক্ষমতা দিতে আমি জলনিধিকে অবনি করিয়া প্রাণিপুঞ্জের প্রাণ রক্ষা করিতাম।
প্রস্পারো কন্যার কাতর্য্যান্বিত কথা আকর্ণন করিয়া কহিতে লাগিলেন বৎসে ব্যাকুল হইও না, তরণীস্থিত কোন প্রাণী এ সঙ্কটে বিনষ্ট হইবে না। আমি শাসন করিয়াছি ঝটিকা দ্বারা তরণির কোন প্রাণী প্রাণে আঘাত না পায়। হে লোচনানন্দদায়িনী মিরান্দা কেবল তোমার হিতার্থ এই ব্যাপার উত্থাপিত করিয়াছি। তুমি কে এবং কোন্ স্থান হইতে এখানে আনীত কিছুই অবগত নহ, অপর আমার বিষয় এতাবন্মাত্র জান যে আমি তোমার জনক এই পর্ব্বত গহ্বরে দুঃখে চিরদিন দিনপাত করি। বৎসে এই উপদ্বীপে আসিবার পূর্ব্বকথা কিছু মনে পড়ে? আমার বোধ হয় তোমার স্মরণ হইবেক না, কেননা তখন তোমার বয়ঃক্রম তিন বৎসরের ন্যূন ছিল।
মিরান্দা উত্তর করিলেন আমার কিঞ্চিৎ২ স্মরণ হয়।
প্রস্পারো জিজ্ঞাসা করিলেন তোমার কি স্মরণ হয়, বল দেখি, কোন বাটী কিম্বা কোন মনুষ্যের কথা কি মনে পড়ে?
মিরান্দা বলিলেন পিতঃ আমার স্বপ্নবৎ স্মৃতিপথে প্রকাশমান হয় যেন চারি পাঁচ জন স্ত্রীলোকে আমার লালন পালন করিত।
বৃদ্ধ বলিলেন হা বৎসে, চারি পাঁচ জন কি, অধিক ব্যক্তি তোমার প্রতিপালনার্থ নিযুক্ত ছিল। যাহা হউক, কি প্রকারে এখনও সে সকল বিষয় তোমার স্মরণ পথে আছে? ভাল, আর একটা জিজ্ঞাসা করি কিরূপে এস্থানে আনীতা হও তদ্বিষয়ের কিছু মনে পড়ে।
মিরান্দা নিবেদন করিলেন না পিতঃ অন্য কিছু, স্মরণে আইসে না।
প্রাচীন কহিলেন বৎসে তবে অবধান কর দ্বাদশ বর্ষ পূর্ব্বে আমি মিলান্ দেশের রাজা ছিলাম, তুমি রাজকন্যা আমার উত্তরাধিকারিণী। আন্তোনিও নামা আমার এক অনুজ আছে, আমি তাহাকে সর্ব্ব বিষয়ে বিশ্বাস করিতাম, আপনি বিরলে উপবেশন পুরঃসর অনুক্ষণ শাস্ত্র চিন্তা করি ঈদৃশী বাসনা মনোমধ্যে প্রবল হওয়াতে সমস্ত রাজ্যের ভার সহোদরের হস্তে সমর্পণ করিলাম, কিন্তু কনিষ্ঠ অবিলম্বে কৃতঘ্ন হইয়া প্রবঞ্চনা পূর্ব্বক স্বয়ং রাজ্যাধিকারী হইতে চেষ্টা করিতে লাগিল। আমি বৈষয়িক যাবতীয় ব্যাপার হইতে বিরত হইয়া অহোরাত্র কেবল শাস্ত্রানুশীলনে নিমগ্ন হইলে অনুজ রাজবদারচণ করিতে আরম্ভ করিল ও বিবিধ প্রকারে প্রজাজনের মনোনুরঞ্জন করিয়া কিয়ৎ কাল মধ্যে সকলের প্রিয় হইল। অনন্তর স্বয়ং একাধিপত্য করিবার বাসনা তদীয় মনোমধ্যে প্রবল হইয়া উঠাতে আমাকে রাজ্য হইতে দূরীকৃত করিবার উদ্যোগ করিতে লাগিল, এবং আমার চিরন্তন বৈরি নেপল্স দেশীয় মহাবল পরাক্রম ভূপতির নিকট আশ্রয় গ্রহণ পুরঃসর তদীয় সাহায্যে অবিলম্বে আপন যত্ন সফল করিল।
মিরান্দা কহিলেন পিতঃ যদিস্যাৎ পিতৃব্য ঈদৃশ কৃতঘ্নতাচরণ পুরঃসর আপনার রাজ্যাপহরণ করিয়া থাকে তবে আমাদিগের প্রাণ নাশ করিতে পারিত আমরা কি রূপে জীবনরক্ষা পাইলাম?
বৃদ্ধ বলিলেন আমি প্রজাগণের অতিশয় স্নেহ ভাজন ছিলাম এতন্নিমিত্ত সেই কৃতঘ্ন অস্মদীয় জীবন বিনাশে সাহস করিতে পারে নাই। কিন্তু কৌশল ক্রমে আমাদের দুই জনকে এক অর্ণব যানে আরোহিত করিয়া সাগরোপরি ভাসাইয়া দিয়াছিল। তদনন্তর অর্ণবপোত আমাদের দুইজনকে লইয়া সমুদ্রের মধ্য স্থলে ভাসমান হইলে সেই দুরাত্মা একখান ক্ষুদ্র তরিতে আমাদিগকে আরোহিত করায় ঐ তরণীতে মাস্তুল পাইল অথবা দণ্ডাদি কিছুই ছিল না সুতরাং সে অনুমান করিয়া ছিল আমরা নিঃসংশয় জলমগ্ন হইয়া শমন সদনের অতিথি হইব। কিন্তু মদীয় একজন সম্ভ্রান্ত সভাসদ্ আমার প্রতি সাতিশয় স্নেহবান্ ছিলেন তিনি চিরপ্রণয় বিস্মরণে অক্ষম হওয়াতে আমার প্রতি অনুজের এই আচরণ দর্শনে করুণাবিষ্ট হইয়া গোপনে ঐ তরণীর অভ্যন্তরে কতক গুলি খাদ্য সামগ্রী এবং পরিচ্ছদ ও রাজত্বাপেক্ষা আমার অধিক প্রিয়তর কতিপয় পুস্তক সাবধানে রক্ষা করিয়াছিলেন।
মিরান্দা কহিলেন পিতঃ তোমার এই বিপত্তির সময় তবে আমি মহা যন্ত্রণার স্বরূপ হইয়াছিলাম।
প্রস্পারো কহিলেন বৎসে তুমি ক্লেশকর হও নাই বরং আমার জীবন রক্ষার কারণ হইয়াছিলে যখন ঘোরতর দুঃখে বক্ষঃস্থল বিদীর্ণ প্রায় হইত তখন তোমার মুখাবলোকন করিতাম তাহাতে তুমি বিদ্যুল্লতার তুল্য হাস্য করিলে তদ্দর্শনে মনের দুঃখাবেগ দূরীভূত হইত। হে পুত্রি, অনন্তর আমরা এই অরণ্যময় উপদ্বীপে উপনীত হইলে উক্ত তরণী মধ্যে মদীয় মিত্র যে সমস্ত ভক্ষ্য পনীয় সমর্পণ করিয়াছিলেন ক্রমে তাহার শেষ হইল সুতরাং তৎপরে আমরা অতিকষ্টে কোন প্রকারে প্রাণ ধারণ করিতে লাগিলাম। এবং আমি এস্থানে উত্তীর্ণ হইয়া অবধি তোমাকে শাস্ত্রাধ্যয়ন করাইতে আরম্ভ করিলাম তুমিও স্বীয় পরিশ্রম সহকারে বিশিষ্টরূপে জ্ঞানাপন্ন হইতে লাগিলা।
মিরান্দা কহিলেন তাত আপনি আমাকে লালন পালন ও জ্ঞান দান করিয়াছেন তন্নিমিত্ত পরমেশ্বর আপনকার মঙ্গল করিবেন। কিন্তু সাগরের উপরি ঘোরতর ঝটিকা উত্থাপনের তাৎপর্য কি, অনুগ্রহ প্রকাশ পুরঃসর এ দীনাকে অবগতা করিতে আজ্ঞা হউক।
প্রস্পারো বলিলেন বৎসে শ্রবণ কর, ঐ বাত্যা উত্থাপন করাতে তারা নেপল্সাধিপতি এবং আমার কৃতঘ্ন অনুজ এই দুই বৈরী এই উপদ্বীপের প্রান্তে নিক্ষিপ্ত হইয়াছে।
প্রাচীন এতদ্বাক্য কহিয়া অব্যবহিত পরে যাদু বিদ্যার দণ্ড দ্বারা দুহিতার অঙ্গ স্পর্শ করিলেন তাহাতে ঐ বালা ঘোর নিদ্রায় অভিভূত হইল। তদনন্তর এরিএল্ ভূত প্রস্পারোর সম্মুখে উপস্থিত হইয়া বাত্যার বিবরণ ও অর্ণব যানোপরিস্থ লোকদের অবস্থার বিষয় নিবেদন করিল। যদিও ভূতেরা অলক্ষ্য রূপ প্রযুক্ত মিরান্দার নয়ন গোচর হইবার সম্ভাবনা ছিল না, তথাপি প্রস্পারো তাহাদের সহিত যে কথোপকথন করিতেন তাহা তনয়াকে শ্রবণ করিতে দিতেন না, কেননা পিতা বায়ুর সহিত কিপ্রকারে কথোপকথন করেন ইহা ভাবিয়া যদি কন্যা চমৎকৃতা হয়েন এই নিমিত্ত তিনি অগ্রে সাবধান হইয়া গুণদণ্ড স্পর্শ দ্বারা দুহিতাকে সংজ্ঞাশূন্য করিয়া রাখেন।
পরে প্রস্পারো এরিএল্কে কহিলেন হে বিক্রান্ত দেবযোনি কিরূপে এ কর্ম্ম সম্পন্ন করলে?
এরিএল্ প্রচণ্ড সমীরণ সঞ্চালনে অর্ণবপোতস্থ নাবিক গণের শঙ্কান্বিত হইবার বিবরণ বিশেষরূপে আনুপূর্ব্বিক বর্ণন করিয়া নিবেদন করিল রাজপুত্র ফার্ডিনেণ্ড ঐ বিপদ উপস্থিত দেখিয়া ভয়ে সর্ব্বাদৌ তরণী হইতে লম্ফ প্রদান পূর্ব্বক স্বয়ং সাগরে পতিত হইলেন, তাহাতে তাঁহার পিতা অনুমান করিলেন প্রিয় তনয় মহাতরঙ্গে মগ্ন হইল, কিন্তু রাজ নন্দন জলমগ্ন হন নাই তাঁহার প্রাণ রক্ষা হইয়াছে। তিনি এই উপদ্বীপের এক প্রান্তে উপনীত হইয়া জনকের জন্য বিলাপ করিতেছেন, তাঁহার বোধ হইয়াছে পিতা পোতে থাকিয়া জলসাৎ হইয়াছেন, কিন্তু তাহার পিতারও একটী কেশক্ষয় হয় নাই বরং পরিহিত রাজপরিচ্ছদ সাগর নীরে আর্দ্র হওয়াতে অতিশয় সমুজ্জ্বল হইয়াছে।
এতাবদ্বৃত্তান্ত শ্রবণে প্রীতি প্রফুল্ল হইয়া প্রস্পারো কহিলেন হে প্রিয়তম অত্যুত্তম করিয়াছ। অধুনা রাজ তনয়কে আনয়ন করিয়া আমার তনয়ার সহিত সাক্ষাৎ করিয়া দাও॥ অপর রাজা ও আমার অনুজ কোথায় আছে বল?
এরিএল্ নিবেদন করিল তাহারা ফার্ডিনেণ্ডের অন্বেষণ করিতেছিলেন তাহাদের নিকট দিয়া দখিয়া আসিআছি, দুই জনে মনে করিতেছেন রাজকুমারকে পুনর্ব্বার দেখিতে পাইবেন না, কেননা তাঁহাকে জলমগ্ন হইতে স্বচক্ষে নিরীক্ষণ করিয়াছেন সুতরাং তাঁহার মৃত্যু ব্যতীত জীবনাশা কি প্রকারে করিতে পারেন। পরন্তু হে প্রভো, সেই অর্ণব তরির নাবিকগণ মধ্যেও কেহ জলমগ্ন হইয়া প্রাণে বিনষ্ট হয় নাই, তাহারা পৃথক্২ স্থানে নীত হইয়া প্রত্যেকে মনে করিতেছে কেবল সেই রক্ষা পাইল, অপর অর্ণবতরণীও নিরাপদে নীরধি তটে স্থাপিত হইয়াছে, কিন্তু কাহারও দৃষ্টিগোচর হইবেক না।
প্রস্পারো এতদবগতে সাতিশয় সন্তুষ্ট হইয়া কহিলেন এরিএল্ তোমার প্রতি যে কর্ম্মের ভারার্পণ করিয়াছিলাম সম্যক্ প্রকারে নির্বাহ করিয়াছ, এক্ষণে আর একটা কার্য্য করিতে হইবেক।
এরিএল্ তৎশ্রবণে কিঞ্চিং ক্ষুণ্ণচিত্ত হইয়া সবিনয় বচনে নিবেদন করিল অন্য কি করিতে হইবেক? প্রভো স্মরণ করিতে আজ্ঞা হউক, আপনি অঙ্গীকার করিয়াছিলেন তাবন্মাত্র নির্ব্বাহ করিলে আমাকে দাসত্ব শৃঙ্খল হইতে মুক্তি প্রদান করিবেন। আমি আপনকার গুরুতর কার্য্য সম্পন্ন করিলাম, এবং আপনার নিকট কখন অনৃত বচন কহি নাই ও প্রতারণা অথবা আদেশ পালনে কদাপি তাচ্ছিল্য করি নাই, হে দেব এতৎ সমস্ত স্মরণ পুরঃসর বিবেচনান্তে দাসত্ব বিমোচনে অনুমতি হউক।
প্রস্পারো কহিলেন এরিএল্ তোমাকে কিরূপ যন্ত্রণা হইতে মুক্ত করিয়াছি তাহা কি বিস্মরণ করিলে? বার্দ্ধক্য ও কৌটিল্য জন্য কুব্জাকৃতি সেই ক্রূরা পিশাচী সাইকোরেক্স কি তোমার স্মৃতিপথ বর্ত্তিনী হয় না? তুমি কি একেবারে তাহাকে ভুলিয়াছ, সে কোথায় জন্মে জ্ঞাপন কর দেখি?
এরিএল্ কহিল দেব, সে আল্জিয়র্স দেশোদ্ভবা।
প্রস্পারো বিস্ময় প্রকাশ পুরঃসর বলিলেন সে কি আল্জিয়র্স জনপদে জন্ম গ্রহণ করিয়াছিল? যাহাহউক, ভাল তুমি কি ছিলে এখন কহিতে পার, আমার বোধ হয় অধুনা কিছুই তোমার স্মৃতিপথে উদিত হইবেক না। ওহে এরিএল্ সেই কুটিলা কুহকী সাইকোরেক্স ঈদৃশী দুশ্চরিত্রা ছিল যে এক্ষণে তাহার অতীত আচরণের কথা শ্রবণ করিতেও শঙ্কা জন্মে। সে স্বীয় স্বভাব দোষে জন্মভূমি হইতে দূরীভূতা হইলে নাবিকগণ কর্ত্তৃক এই উপদ্বীপে পরিত্যক্তা হয়। পরে এখানে অবস্থিতি করত কোমল স্বভাব প্রযুক্ত তোমাকে বশম্বদ করিয়া উৎকট আজ্ঞা করিত, তুমি সে সমস্ত সম্পন্ন করিতে অসমর্থ হওয়াতে তোমাকে তরুকোটরে নিরুদ্ধ করিয়া রাখিয়াছিল। তুমি কোটরাবরুদ্ধ হইয়া রোদনমাত্র পরায়ণ হওত আর্ত্তনাদ করিতেছিলে, আমি তোমাকে তথা হইতে উদ্ধার করি। সে দুরবস্থা কি এখন স্মরণ হয়না?
প্রস্পারোর এতদ্বাক্য শ্রবণে এরিএল্ কৃতঘ্নম্মন্য হইয়া লজ্জা নম্র মুখে নিবেদন করিল প্রভো ক্ষমা করুন, আপনি যে প্রকার আজ্ঞা করিবেন তাহাই পালন করিব।
প্রস্পারো কহিলেন আদেশানুযায়ি কার্য্য করিলে অবশ্য মুক্ত করিব। পরে তদ্দারা যে২ কর্ম্ম নির্ব্বাহ করণের মানস ছিল তাহা আজ্ঞা করিলে এরিএল্ তদ্দণ্ডে ফার্ডিনেণ্ডের সন্নিধানে গমন করিল, এবং তথায় উত্তীর্ণ হইয়া নিরীক্ষণ করিল তিনি জনকের শোকে ব্যাকুল হইয়া সেই প্রকার ম্রিয়মাণাবস্থায় বসিয়া আছেন।
এরিএল্ সম্মুখে গমন পূর্ব্বক সম্বোধন করিয়া কহিল হে নৃপনন্দন ত্বরায় আপনাকে স্থানান্তরিত করিতেছি। সুরূপা মিরান্দাকে আপন রূপ লাবণ্য প্রদর্শন নিমিত্ত ত্বরায় তন্নিকটে উপস্থিত হইতে হইবেক, আপনি আমার পশ্চাৎ২ আগমন করুন। ইহা কহিয়া এই সংগীত গান করিতে লাগিল।
পঞ্চ বাহু মিত তোয়ে তব পিতা স্থিত।
তাঁহার সমস্ত অস্থি প্রবাল পূরিত॥
মুকুতালঙ্কৃত তাঁর নয়ন যুগল।
পূর্ব্বাকার কিছু নাই সকলি বিকল॥
সিন্ধু মধ্যে রূপান্তর করিয়া ধারণ।
এখন প্রকৃত মতে আশ্চর্য্য দর্শন॥
বারি দেবীগণ অতি হরষিত মনে।
তাঁহার অন্ত্যেষ্টি ক্রিয়া করেন যতনে॥
শুনাযায় ঘণ্টা রব হয় ক্ষণে ক্ষণ।
ঐ শুন ঐ শুন বাজে ঠন্ঠন।
রাজকুমার একে জনকের অদর্শনে ব্যাকুল ছিলেন, তাহাতে আবার তদীয় দুঃসংবাদ বচন শ্রবণ করাতে একেবারে অধীর হইলেন। তথাপি এরিএলের বাক্যে তাহার পশ্চাৎ গমন করিলেন, এবং কিয়ৎ ক্ষণ মধ্যে প্রস্পারো ও মিরান্দার সম্মুখে গিয়া উপনীত হইলেন। তাঁহারা তৎকালে পিতা পুত্রীতে এক তরুতলে ছায়ায় বসিয়া ছিলেন। পূর্ব্বে উক্ত হইয়াছে ঐ তনয়া স্বীয় তাত ব্যতিরিক্ত জন্মাবচ্ছেদে অন্য পুরুষের অবয়ব অবলোকন করেন নাই॥
অতএব প্রস্পারো কন্যাকে অনিমিষ নয়নে রাজতনয়ের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া থাকিতে দেখিয়া জিজ্ঞাসা করিলেন মিরান্দা ও কি নিরীক্ষণ করিতেছ?
মিরান্দা ভীতি বিহ্বলা হইয়া সঙ্কুচিত মনে উত্তর করিলেন তাত ঐ একটা ভূত, পরমেশ্বর রক্ষা করুন, ও চতুর্দ্দিক্ অবলোকন করিতেছে, কিন্তু উহার আকার পরম সুন্দর, পিতঃ ওটা কি দেবযোনি নয়?
প্রস্পারো কহিলেন, না বৎসে, ও ভূত নয়। আমাদিগের ন্যায় উহার অঙ্গ প্রত্যঙ্গ ও ইন্দ্রিয়াদি আছে, আমাদের তুল্য ভোজন ও শয়ন করে। কন্যে এই যে যুবা পুরুষকে দর্শন করিতেছ ইনি ইতিপূর্ব্বে সাগরোপরি বৃহৎ পোতে ছিলেন, শোকাবেগে ম্লান হইয়াছেন, স্বস্থান্তঃকরণ ও সুস্থ শরীর দেখিলে এতদপেক্ষা কান্তিপুষ্ট সুরূপ দেখিতে পাইতে। ইনি এক্ষণে সহচর বিহীন হইয়া যূথভ্রষ্ট হরিণ প্রায় তাহাদের অন্বেষণ নিমিত্ত ব্যাকুল চিত্তে ভ্রমণ করিতেছেন।
মিরান্দা পূর্বে অনুমান করিতেন তাঁহার পিতার ন্যায় পুরুষ মাত্রের শ্মশ্রু লোম শুভ্রবর্ণ, এবং মুখ মণ্ডল অলঘু, অতএব পুরুষ যুবরাজের আকৃতি বৈলক্ষণ্য ও অনুপম রূপ লাবণ্য বিলোকন করিয়া বিস্ময়োৎফল্লচিত্তা হইলেন। ফার্ডিনেণ্ডও লোকালয় শূন্য উপদ্বীপ মধ্যে নবযৌবনসম্পন্ন বিদ্যুদ্বৎ দীপ্তিমতী সুলোচনা মনোরমা সেই বামা রামাকে নিরীক্ষণ করিয়া চমৎকৃত হইলেন। তিনি ইতি পূর্ব্বে বায়ুমধ্যে অশরীরি বাক্য শ্রবণ করিয়া বিস্ময়াকুলিত ছিলেন ইদানী রূপনিধান কন্যানিধান স্বচক্ষে নিরীক্ষণ করিয়া সাশ্চর্য্য চিত্তে বিবেচনা করিতে লাগিলেন বুঝি কোন মায়াবি কর্ত্তৃক আমি এই উপদ্বীপে আনীত হইয়া থাকিব এই সর্ব্বাঙ্গ সুন্দরী কামিনী এ দ্বীপের অধিষ্ঠাত্রী দেবী হইবেন। মনোমধ্যে এবার বিতর্ক করিয়া রাজনন্দন তদনুরূপ সম্মান প্রদর্শন পুরঃসর তাঁহাকে দেবী বলিয়া সম্বোধন করিলেন।
মিরান্দা ভয় ও বিস্ময়ে ব্যাকুল চিত্ত হইয়া উত্তর দিলেন আমি কোন দেবী নহি, আমি অবলা নর বালা। তদনন্তর আপনার সমস্ত পরিচয় দানের উদ্যম করিতেছেন ইত্যবসরে প্রস্পারো তথায় আসিয়া উপস্থিত হওয়াতে তাহাতে ব্যাঘাত হইল। পরন্তু প্রস্পারো রাজনন্দন ও স্বীয় নন্দিনী মিরান্দাকে পরস্পরের রূপ লাবণ্যে সমাকৃষ্টমনাঃ এবং মুগ্ধ দেখিয়া সাতিশয় পরিতোষ প্রাপ্ত হইলেন, আর তাঁহার সুস্পষ্ট বোধ হইল যুবক যুবতীর পরস্পর শুভ দৃষ্টি মাত্রে হৃদয় মধ্যে পরম প্রণয়ের সঞ্চার হইয়াছে। কিন্তু রাজতনয়ের প্রণয় স্থায়ি হইবেক কি না পরীক্ষা নিমিত্ত তাহাদের প্রেমব্যবহারে আপাততঃ বিঘ্ন স্বরূপ হইলেন এবং উভয়ের সম্মুখীন হইয়া নৃপনন্দনের প্রতি আরক্ত নয়ন নিক্ষেপ পুরঃসর কর্কশ বচনে কহিতে লাগিলেন, আমি এতদ্দীপাধিকারী, বোধ হয় মদীয় রাজত্ব অপহরণ মানসে তুমি এস্থানে চরস্বরূপে আগমন করিয়াছ। অতএব আমার পশ্চাৎ আইস তোমার পদদ্বয় কণ্ঠদেশে লিপ্ত করিয়া কুষ্মাণ্ডাকারে বন্ধন পূর্ব্বক শুষ্ক ফল মূল শম্বুকমাংস এবং শস্যাদির ত্বক্ ভোজন ও সমুদ্রের জল পান করাইব। নৃপকুমার এতৎ শ্রবণে কোপকম্পিত কলেবর হইয়া করে তরবারি ধারণ পুরঃসর সদর্প বাক্যে বলিতে লাগিলেন তোমা অপেক্ষা বলবন্ত বৈরি কর্ত্তৃক যাবৎ বিনির্জিত না হইব তাবৎ পর্য্যন্ত কদাপি ত্বদুল্লেখিত দ্রব্যাহারে প্রাণ ধারণ করিব না। কিন্তু প্রস্পারো আপন যাদুকরী যষ্টি ঘূর্ণায়মান করত রাজতনয় যেখানে দণ্ডায়মান ছিলেন সেই স্থানেই চিত্রার্পিতের ন্যায় তাঁহাকে স্থির করিয়া রাখিলেন আর তাঁহার চলৎ শক্তিও রহিল না।
মিরান্দা যুবরাজের ঈদৃশী দশা দর্শন করিয়া কাতরতা পূর্ব্বক বাহুলতা পাশে পিতার গলদেশ বন্ধন করত বিনয় পুরঃসর করুণস্বরে কহিতে লাগিলেন পিতঃ কি নিমিত্ত আপনি ঈদৃক্ নির্দয় হইলেন, ক্ষমা করুন, আমি ঐ ব্যক্তির প্রতিভূ হইতেছি, আমি এই মুহূর্ত্ত মাত্র দ্বিতীয় পুরুষ নয়ন গোচর করিলাম, আমার অন্তঃকরণ ইহাকে যথার্থ পুরুষ বোধ করিয়া পরিতৃপ্ত হইয়াছে।
প্রস্পারো কোপাবেশে বলিলেন মিরান্দা বৃথা বাক্য ব্যয় করিও না, পুনর্ব্বার এপ্রকার কথা কহিলে যথোচিত ভর্ৎসনা করিব। কি আশ্চর্য তুমি প্রতারকের পক্ষপাতিনী হইতেছ? তুমি ইহাকে এবং এতদ্ব্যতিরিক্ত কেলিবান্কে অবলোকন করিয়া মনে করিতেছ এতাদৃশ সুরূপ পুরুষ আর নাই। কিন্তু অয়ে অবোধ বালিকে কেলিবান্ অপেক্ষা যদ্রূপ এই পুরুষকে রূপবান দেখিতেছ ইহা হইতেও তদ্রূপ ভূরি২ সুন্দর পুরুষ আছে। তিনি কেবল কন্যার প্রণয়ের তথ্য পরীক্ষা নিমিত্ত এবম্প্রকার উক্তি করিলেন। কিন্তু তাঁহার দহিতা ইহাতে এই উত্তর দিলেন তাত আমার স্নেহ অতি নীচগামী, কেননা ইহা অপেক্ষা সুশ্রী পুরুষের মুখ সন্দর্শনে বাঞ্ছামাত্র হইতেছে না।
প্রস্পারো কন্যার বাক্যে মনোযোগ না করিয়া রাজতনয়কে কহিলেন আমার সমভিব্যাহারে আগমন কর, তুমি কি আমার আজ্ঞা লঙ্ঘন করিতে সক্ষম হইবে?
ফার্ডিনেণ্ড উত্তর করিলেন যথার্থ বটে সংপ্রতি অক্ষম হইলাম। কিন্তু মন্ত্র প্রভাবে যে স্বাভাবিক বল বীর্য্য বিহীন ও বিরুদ্ধাচরণে বাধিত হইলেন তাহা অনুভব করিতে পারিলেন না সুতরাং বিস্ময়ান্বিত হইয়া প্রস্পারোর পশ্চাৎ২ গমন করিলেন। এবং গহ্বরে প্রবেশ পর্য্যন্ত মিরান্দা যাবৎ তাহার দৃষ্টিপথে রহিলেন তাবৎ গ্রীবা বক্র করিয়া তদীয় রূপ লাবণ্য অবলোকন পুরঃসর চিত্ত চকোর চরিতার্থ করত অন্তঃকরণ মধ্যে এই আন্দোলন করিতে লাগিলেন স্বপ্ন দশায় যাদৃশ দেহের তেজোভাগ স্তম্ভিত থাকে আমার শরীর তদ্রূপ স্তব্ধতেজঃ হইয়াছে, যাহা হউক, এই মনুষ্যের তর্জ্জন গর্জ্জন ও ভয় প্রদর্শনে অথবা মদীয় দৈহিক দৌর্বল্যে এই অসুলভ রূপ নিধান ললনা নিধান দর্শনে বঞ্চিত হইলাম, কারাগারে প্রবেশ করিয়া দিনান্তে যদি একবারো এই মনোহারিণী রমণীর রূপ দেখিতে পাই তাহা হইলেও জীবন রক্ষা হইতে পারে।
প্রস্পারো অত্যল্প কাল রাজ কুমারকে গহ্বর মধ্যে রাখিয়া তথা হইতে বহিষ্কৃত করত কতিপয় সুকঠিন কর্ম্ম নির্ব্বাহের আদেশ করিলেন এবং আপন তনয়াকে জ্ঞাপন করিলেন সেই যুবার প্রতি শ্রম সাধ্য কিয়ৎ কার্য্যের ভারার্পণ করিলাম। পরে যুবক যুবতী এতদ্বিষয়ে পরস্পর কি রূপ ব্যবহার করে তদববোধার্থ ছল করিয়া কন্যাকে কহিলেন আমি এক্ষণে পুস্তকালয়ে চলিলাম। কিন্তু তিনি অলক্ষ্য রূপ ধারণ করিয়া তাহাদের অদূরেই দণ্ডায়মান রহিলেন।
প্রস্পারো রাজকুমারের প্রতি ভূরি২ বৃহৎ কাষ্ঠ সংগ্রহ করিতে অনুমতি করিয়াছিলেন। কিন্তু তিনি সুকুমার প্রযুক্ত মহায়াস সাধ্য সেই কার্য্য সমাধায় সাতিশয় শ্রান্ত হইলেন। মিরান্দা পরিশ্রমে তাহার কমল লপন ম্লান দেখিয়া পরিতাপ প্রকাশ পূর্ব্বক কহিতে লাগিলেন প্রিয় কিয়ৎকাল আয়াস করণে ক্ষান্ত হও আমার পিতা পুস্তকালয়ে গ্রন্থ পাঠ করিতে গিয়াছেন তিন ঘটিকা মধ্যে প্রত্যাগমন করিবেন না, নাথ তাবৎ পর্য্যন্ত বিশ্রাম কর।
ফার্ডিনেণ্ড কহিলেন, প্রিয়ে বসিয়া থাকিতে আমার সাহস হয় না। কর্ম্ম সম্পন্ন না করিয়া বিশ্রাম করিতে পারিব না।
মিরান্দা তাঁহার আয়াস দর্শনে অসহিষ্ণু হইয়া কহিলেন প্রিয়তম তুমি আসন পরিগ্রহ পুরঃসর একবার শ্রান্তি দূর কর আমি তোমার পরিবর্তে ইন্ধন বহন করিতেছি, কিন্তু রাজকুমার সম্মত হইলেন না অতএব মিরান্দা তদীয় কার্যে আনুকূল্য না করিয়া বরং প্রতিবন্ধকতা করিতে লাগিলেন এবং পরস্পর বহুক্ষণ কথোপকথন করাতে কাষ্ঠ বহনে শৈথিল্য হইল।
প্রস্পারো কেবল তনয়ার প্রতি নৃপতনয়ের প্রণয়ানুবন্ধ পরীক্ষা নিমিত্ত তাহাকে তাদৃক উৎকট কর্ম্ম নির্ব্বাহ করিতে আদেশ করিয়াছিলেন, অতএব তিনি পুস্তকাগারে প্রবেশাপদেশে অদৃশ্য হইলে রাজনন্দন ও আপন নন্দিনী বিশ্রব্ধ চিত্তে পরস্পর যে সমস্ত কথোপকথন করিতে লাগিলেন অলক্ষ্য শরীর হইয়া তৎ সমুদায় স্বকর্ণে আকর্ণন করিলেন।
রাজকুমার স্বীয় প্রণয়াস্পদ সেই নবযৌবনাকে জিজ্ঞাসা করিলেন সুন্দরি তোমার কি নাম? যদিও মিরান্দা জনক কর্তৃক পরিচয় প্রদানে নিষিদ্ধ হইয়াছিলেন তথাপি পিত্রাজ্ঞা উল্লঙ্ঘন পূরঃসর অবাধে প্রিয়তমের প্রশ্নে উত্তর দান করত আপনার আখ্যা ব্যক্ত করিলেন।
প্রস্পারো দুহিতার এই অবাধ্যতার লক্ষণ দর্শনে ঈষদ্ধাস্য করিলেন, কেননা তিনি স্বয়ং মন্ত্র প্রভাবে তাঁহাকে রাজকুমারের প্রতি প্রেমাসক্তা করিয়াছিলেন অতএব নন্দিনী মদন বাণে বিদ্ধ হৃদয় হইয়া ব্যাকুলতা বশতঃ আদেশাতিক্রম করিলে ক্রোধান্বিত হইলেন না। অনন্তর রাজকুমার সুমধুর বচনে বক্তৃতা করিয়া আপনার মনের ভাব প্রকাশ পরঃসর কহিতে লাগিলেন হে মনোভাবিনি আমি তোমার ভাবের নিতান্ত বশম্বদ হইয়াছি। প্রস্পারো অন্তরালে থাকিয়া এতদ্বচন শ্রবণ করত হর্ষে রোমাঞ্চিত হইলেন।
পরে রাজনন্দন মিরান্দাকে কহিলেন হে বরবর্ণিনি অবনি মণ্ডলে তোমার অপরূপ রূপ লাবণ্যের উপমা নাই, তুমি রমণী শ্রেষ্ঠ। ইহাতে মিরান্দা উত্তর দিলেন অয়ি প্রাণপ্রিয় অপর রামার বদনশশধর কীদৃশ আমার স্মরণ হয় না, আমি পুরুষের মধ্যে কেবল জনকের ও তোমার আননাবলোকন করিয়াছি ফলতঃ নরাকৃতি কি প্রকার তাহা আমার বিদিত নাই। একারণ তোমা ব্যতীত ত্রিভুবন মধ্যে অন্য কোন ব্যক্তির সহবাস করিতে আমার প্রবৃত্তি হয় না। সুতরাং এক্ষণে আপনার মনোমধ্যে তোমা ভিন্ন অন্য কোন ব্যক্তির আকৃতি মনোরঞ্জক বলিয়া কল্পনা করিতে পারি না। আপনি আমার এই নিবেদন যথার্থ জানিবেন। পরন্তু হে প্রিয়তম শঙ্কায় আমার হৃদয় কম্পিত হইতে লাগিল আমি স্বেচ্ছাক্রমে তোমার সহিত এই কথোপকথন করিয়া পিতার আজ্ঞা উল্লঙ্ঘন করিলাম।
প্রস্পারো নন্দিনীর এতদ্বচন শ্রবণে সানন্দ হইয়া সহস্য বদনে শিরোবনমন পুরঃসর মনে২ কহিতে লাগিলেন বৎসে মদীয় অভিমতানুযায়ি কার্য্যই হইতেছে তুমি নেপল্স রাজের পট্টমহিষী হও ইহাই আমার বাসনা।
তদনন্তর রাজ তনয় রসিক নায়ক ন্যায় সভঙ্গি সম্ভাষণ পুরঃসর সুমধুর বচনে নয়নানন্দ দায়িনী মিরান্দাকে বলিলেন হে সুন্দরি আমি নেপল্স রাজাধিপতির উত্তরাধিকারী, তুমি মদীয় রমণী হইলে পরে রাজমহিষী হইবে।
মিরান্দা বলিলেন আমার যাহাতে পরিতোষ জন্মিবে তাহা প্রাপ্ত হইলে যদি রোদন করি তবে আমা অপেক্ষা নির্বোধ কেহ নাই। হে প্রাণাধিক প্রিয়তম, আমি ধর্ম্ম প্রমাণ মুক্ত কণ্ঠে ব্যক্ত করিতেছি তুমি আমার কর গ্রহণ করিলে কৃতার্থম্মন্যা এবং চির ক্রীতা হইয়া থাকিব।
রাজকুমার প্রিয়তমার এতদ্বচন আকর্ণন করিয়া হর্ষোৎফুল্ল মনে তাঁহাকে নমস্কার করিবার উদ্যম করিতেছেন ইত্যবসরে প্রস্পারো আত্ম প্রকাশ পুরঃসর তাঁহাদের সম্মুখীন হইয়া তাহাতে ভঙ্গ দিলেন। এক্ষণে প্রস্পারো তনয়ার ভয় ভঞ্জন পূর্ব্বক তাঁহাকে সম্বোধন করিয়া কহিতে লাগিলেন হে প্রিয় কুমারি শঙ্কা পরিহার কর, তোমাদের সমস্ত কথোপকথন আমার কর্ণগোচর হইয়াছে এবং তাহাতে আমি সর্ব্বতোভাবে সম্মত আছি। হে নৃপনন্দন তোমার প্রতি যে নিষ্ঠুর ব্যবহার করিয়াছি। এক্ষণে তাহার পরিশোধ নিমিত্ত এই কন্যারত্ন পুরস্কার স্বরূপে প্রদান করিব। কেবল প্রণয় পরীক্ষা নিমিত্ত ঐ সকল উৎপাত কৃত হইয়াছিল, কিন্তু তুমি মহাত্মার তুল্য পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছ, অতএব অকৃত্রিম প্রণয় সূত্রে আবদ্ধ। অশেষ গুণ শালিনী সর্ব্বাঙ্গ সুন্দরী মদীয় তনয়ার পাণি গ্রহণ পুরঃসর তাঁহাকে গ্রহণ কর। হে প্রিয় পুত্র আমার এই শ্লাঘাবাক্য শ্রবণে হাস্য করিও না। তদনন্তর কার্য্যান্তর ব্যপদেশে সে স্থান হইতে প্রস্থান করত তাঁহাদিগকে অনুমতি করিলেন যদবধি প্রত্যাগমন না করি তাবৎ পর্যন্ত তোমরা পরস্পর কথোপকথন কর। মিরান্দা পূর্ব্বে পিত্রাজ্ঞা যে প্রকার অবহেলা করিয়াছিলেন এতদাদেশ তদ্রূপে উল্লঙ্ঘন করিবার সম্ভাবনা ছিল না।
প্রস্পারো তাঁহাদের নিকট হইতে গমন করিয়া আপনার অনুজ ও নেপল্সাধিপতির বিবরণ জিজ্ঞাসায় এরিএল্ ভূতকে আহ্বান করিলেন। সে স্মরণমাত্রে উপস্থিত হইয়া সম্মুখবর্ত্তী হইলে আজ্ঞা করিলেন ওহে এরিএল্ তুমি আমার অনুজ ও নেপল্সাধিপতিকে কি কহিয়াছিলা অনুপূর্ব্বিক বর্ণন কর। এরিএল্ নিবেদন করিল আমি তাঁহাদিগকে বিবিধ অদ্ভুত দর্শন ও শ্রবণ করাইলে তাঁহারা ভয়ে বিহ্বল হন। পরে অশন বিনা শীর্ণ তনু হইয়া ইতস্ততে ভ্রমণ করিতে লাগিলেন এবং আমি তাঁহাদের সম্মুখে সুস্বাদু খাদ্য ও সুরস পানীয় সহসা উপস্থিত করিয়া দিলে অভ্যবহারের উপক্রম করিলেন কিন্তু অব্যবহিত পরক্ষণে অমি প্রকাণ্ড পক্ষবান বুভুক্ষু রাক্ষসের আকার ধারণ পূর্ব্বক তাঁহাদের অগ্রে গিয়া উপস্থিত হইলাম তাহাতে সমুদায় অদনীয় ও পানীয় অদৃশ্য হইল। অনন্তর আমি তাঁহাদিগকে কহিলাম তোমাদিগের কর্ত্তৃক প্রস্পারো কন্যা সহ রাজ্য হইতে দূরীকৃত হইয়াছেন, তোমরা ঐ হত ভাগ্য ব্যক্তির ক্রোড়ে অতি শিশু দুগ্ধপোষ্যা দুহিতা প্রদান করত তাঁহাকে জলসাৎ করণাশয়ে সাগর সলিলে ভাসাইয়া দিয়াছ তন্নিমিত্ত এক্ষণে ঈদৃশী বিভীষিকা ও যন্ত্রণা দর্শন হইতেছে।
হে প্রভো, অনন্তর নেপল্সাধিপতি এবং ভবদনুজ আপনার প্রতি নৃশংস ব্যবহার ও অধর্ম্মাচরণ নিমিত্ত স্ব২ মনঃ পীড়া প্রকাশ পুরঃসর বিস্তর বিলাপ করিতে লাগিলেন। তখন আমি মনে২ কহিলাম ইঁহাদের এখন এ পরিতাপ বোধ হয় কাল্পনিক নহে কেননা এক্ষণে ঈদৃশী দুর্গতি প্রাপ্ত হইয়াছেন যে তদ্দর্শনে ভূতযোনি প্রাপ্ত আমারও বক্ষঃস্থল বিদীর্ণ ও চিত্ত দয়ার্দ্র হইতেছে।
প্রস্পারো এরিএলের প্রমুখাৎ এতাবদ্বিবরণ অবগত হইয়া তাহাকে সকাতরে কহিলেন তবে তাহাদিগকে এখানে আনয়ন কর। তুমি ভূতযোনি হইয়া যদিস্যাৎ তাহাদের দুঃখ দর্শনে দুঃখিত হইয়া থাক তবে আমি তাহাদের সজাতি অর্থাৎ নরলোক, আমার হাতে কীদৃশ পরিতাপ জন্মিতে পারে বিবেচনা কর। অতএব হে সুশীল শীঘ্র প্রস্থান কর।
এরিএল্ প্রস্পারোর নির্দ্দেশক্রমে তদীয়ানুজ এন্তোনিও ও তাহার বৃদ্ধ অমাত্য গঞ্জেলো এবং নেপল্সাধিপতির অবস্থিতি স্থলে গমন পূর্ব্বক তাঁহাদের পুরোবর্ত্তী হইল এবং তাঁহাদিগকে আনয়ন নিমিত্ত বায়ুর উপর অলক্ষ্যে কলরব করিতে লাগিল। তাহাতে তাঁহার বিস্ময়াবিষ্ট হইয়া সেই শব্দানুসারে পদ সঞ্চার করাতে ক্রমে প্রস্পারোর সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন। নির্দয় এন্তোনিও অগ্রজকে জলসাৎ করিবার মানসে ক্ষুদ্র তরণী যোগে যৎকালে বারিনিধির প্রবাহে ভাসাইয়া দেয় তদানীং যিনি করুণান্বিত হইয়া গোপনে পোত মধ্যে খাদ্য সামগ্রী ও পুস্তকাদি সমর্পণ করিয়া যান্ এই গঞ্জেলো সেই মহাত্মা।
উল্লেখিত ব্যক্তি ত্রয় শোক ও ভয়ে এবম্বিধ বিহ্বল ও বাহ্য জ্ঞান বিহীন হইয়াছিলেন যে তাঁহারা প্রস্পারোর সমক্ষে উপনীত হইয়া প্রথমতঃ তাঁহাকে অপরিচিত জ্ঞান করিতে লাগিলেন। পরে প্রস্পারো বৃদ্ধামাত্য গঞ্জেলোকে জীবন রক্ষক বলিয়া সম্বোধন পূর্ব্বক নিজ পরিচয় দিলে তাঁহার সহোদর ও নেপল্সাধিপতির চৈতন্যোদয় হইল তখন তাঁহারা চিনিতে পারিলেন যাঁহার প্রতি অত্যাচার করিয়াছিলেন ঐ ব্যক্তি সেই প্রস্পারো।
তদনন্তর এন্তোনিও আত্মাপরাধ নিমিত্ত অশ্রুপূর্ণ লোচনে অনুতাপ করিতে২ অগ্রজের চরণ তলে নিপতিত হইয়া ক্ষমা প্রার্থনা করিতে লাগিলেন। এবং নেপল্সাধিপতি প্রস্পারোকে রাজ্যচ্যুত করিবার নিমিত্ত তদনুজের সাহায্য করিয়াছিলেন তদর্থ আপনার দোষ স্বীকার করিলেন। তাহাতে প্রস্পারো উভয়ের প্রতি অকপট সদ্ভাব প্রদর্শন পূর্ব্বক তাঁহাদের অপরাধ মার্জ্জনা করিলেন। পরে তাঁহারা তদীয় সাম্রাজ্য প্রত্যর্পণ করণের অঙ্গীকার করিলে তিনি নেপল্সাধিপের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন আমিও আপনাকে এক মহামূল্য রত্ন প্রতিদান করিব। এতদুক্তি করত নিকটস্থ এক দ্বার মুক্ত করিয়া তাঁহাকে দেখাইলেন তাঁহার নন্দন ফার্ডিনেণ্ড মিরান্দার সহিত একত্র বসিয়া শতরঞ্চ ক্রীড়া করিতেছেন।
নেপল্সাধিপতির পরম প্রেমাস্পদ প্রিয়তম তনয়ের সহিত এবম্প্রকারে মিলন হইলে তাঁহার পিতা পুত্রে আনন্দ সাগরে নিমগ্ন হইলেন। তাঁহারা পরস্পর অনুমান করিয়াছিলেন অপর ব্যক্তি জলসাৎ হইয়াছেন অতএব এক্ষণে পরস্পরের সাক্ষাৎ হওয়াতে মৃতের জীবন লাভ বোধে পরমাহ্লাদিত হইলেন।
মিরান্দা এই সমস্ত ব্যক্তিকে অবলোকন করিয়া আশ্চর্য্য প্রকাশ করত কহিতে লাগিলেন আহা ইহারা কি মহৎ জীব, ধন্য সেই জগৎ, যেখানে এবম্বিধ জনগণ বসতি করেন।
নেপল্সাধিপতি মিরান্দার ভুবনমোহন রূপ অসামান্য লাবণ্য এবং স্বর্ণলতা তুল্য মনোহর অঙ্গ যষ্টি অনিমিষ নয়নে নিরীক্ষণ করিয়া স্বীয় তনয়ের ন্যায় বিস্ময়াপন্ন হইলেন এবং কিয়ৎ ক্ষণ পরে জিজ্ঞাসা করিলেন বৎস এই সুরূপা শশিবদনা কে? দেব কন্যা মানবী মূর্ত্তি ধারণ করিয়া মর্ত্ত্যলোকে অবতরণ পুরঃসর কি আমাদিগকে পৃথক্ করণানন্তর পুনর্ব্বার মিলন করিয়া দিলেন? ফার্ডিনেণ্ড জনকের এবম্প্রকার সবিস্ময় বচন শ্রবণ করিয়া অনুমান করিলেন পিতা আমার তুল্য ভ্রান্ত ও মুগ্ধ হইয়া থাকিবেন, অতএব সহাস্য বদনে উত্তর করিলেন তাত ইনি দেবকন্যা নহেন, নারী, ইদানীং পরম পরাৎপর পরমেশ্বরানুকম্পায় আমার সহধর্মিণী হইয়াছেন। আমি অনুমান করিয়াছিলাম আপনি ইহলোক পরিত্যাগ করিয়াছেন সুতরাং ইহাঁর পরিগ্রহে ভবদীয় অনুমতির অপেক্ষা করি নাই। পিতঃ এই মহাত্মা প্রস্পারো মিলান দেশের অধিপতি, ইহাঁর খ্যাতি প্রতিপত্তি ও মহানুভবতার কথা আমার কর্ণগোচর ছিল অদ্য চাক্ষুষ করিয়া চরিতার্থতা প্রাপ্ত হইয়াছি, এই মনোরমা রামা ইহাঁরই তনয়া। হে মহাশয় এই মহানুভব কর্ত্তৃক আমি নবীন জীবন প্রাপ্ত হইয়াছি, ইনি এই ললিত ললনা প্রদান পূর্বক আমার জীবন রক্ষা করাতে দ্বিতীয় জনক হইয়াছেন।
নেপল্সাধিপতি পুত্রের বাক্যে সেই মনোহারিণী ভামিনীকে স্নুষা জানিয়া আনন্দ গদ্গদ বচনে কহিলেন তবে আমি এই যুবতীর পিতা হইলাম। পরন্তু হে বৎস একটা শ্রবণ বৈষম্য রহিল যে সন্তানের সন্নিধানে ক্ষমা প্রার্থনা করিতে হইবেক।
প্রস্পারো বলিলেন সে সকল কথা আর উত্থাপন করি-
বেন না আমাদিগের উপর যে সমস্ত দুর্ঘটনা ঘটিয়াছিল এক্ষণে তৎ সমস্ত স্মৃতি পথ হইতে অতিক্রান্ত হইয়াছে, কেননা পরিণামে পরম সুখোদয় হইল। পরে অনুজের অঙ্গ স্নেহ ভরে আলিঙ্গন করিয়া সপ্রণয় বচনে নিশ্চয় করিয়া কহিতে লাগিলেন ভ্রাতঃ ত্বদীয়াপরাধ মার্জ্জনা করিলাম তোমার দোষ কি? পরমেশ্বরেচ্ছায় আমি স্বরাজ্য হইতে তাড়িত হইয়াছিলাম পরন্তু এক্ষণে আমার কন্যা তাঁহার করুণায় নেপল্সাধিরাজের উত্তরাধিকারিণী হইলেন, অনুমান করি এতদর্থই এই ঘটনা হইয়া থাকিবেক, যেহেতুক এই উপদ্বীপে মিরান্দার সহিত রাজকুমারের সাক্ষাৎ হওয়াতেই তিনি ইহাঁর প্রেম বাগুরায় পতিত হইয়াছেন।
প্রস্পারো সহোদরের শান্ত্বনা নিমিত্ত শিষ্টাচার করিয়া যে সকল মিষ্ট বাক্য কহিলেন তাহাতে এন্তোনিও সাতিশয় লজ্জিত ও বিশেষ অনুতাপান্বিত হইলেন এবং নিস্তব্ধ হইয়া অধোবদনে রোদন করিতে লাগিলেন। বৃদ্ধ গঞ্জেলোর এই আহ্লাদ জনক মিলন দর্শনে নয়ন হইতে আনন্দাশ্রু নির্গত হইল এবং পরম পরিতুষ্ট চিত্তে যুবক যুবতীকে আশীর্ব্বাদ করিলেন।
অনন্তর প্রস্পারো কহিলেন তোমাদিগের অর্ণবতরি এবং কর্ণধার ও নাবিক বিনষ্ট হয় নাই, সকলই সমুদ্র তটে নিরাপদে আছে। আগামি দিবসে সেই তরণীযোগে তোমাদের সমভিব্যাহারে আমিও জামাতা ও দুহিতা সঙ্গে লইয়া স্বদেশে যাত্রী করিব। এক্ষণে আমার এই গহ্বরালয়ে সঞ্চিত খাদ্য সামগ্রী সকলে কিঞ্চিৎ২ গ্রহণ পূর্ব্বক অভ্যবহার কর। এই অরণ্যময় উপদ্বীপে পদাপর্ণাবধি যে২ দুর্ঘটনা পরিভুক্ত হইয়াছে সায়ং কালে একত্র উপবেশন করত তোমাদের চিত্ত বিনোদ নিমিত্ত বর্ণন করিব। তদনন্তর তিনি কেলিবান্কে আহ্বান করিয়া গহ্বর সজ্জা করিতে আজ্ঞা দিলেন। তাহাতে আগত ব্যক্তিরা সেই রাক্ষসের বিকটাকার নিরীক্ষণে সাশ্চর্য্য হইলে প্রস্পারো বলিলেন এতদ্ব্যতীত আমার দ্বিতীয় দাস নাই।
পরদিন প্রাতঃকালে প্রস্পারো আত্মীয় স্বজন সমভিব্যাহারে উপদ্বীপ পরিত্যাগ করিবার অগ্রে এরিএল্ ভূতের দাসত্ব মোচন করিলেন, তাহাতে সে সাতিশয় সন্তুষ্ট হইল। যদিও ঐ ভূত বিশ্বস্ত ও প্রভুভক্ত ভৃত্য ছিল তথাপি বন্য বিহঙ্গমের তুল্য স্বাধীন হইয়া অবাধে শূন্য মার্গে গমনাগমন, সুরভি কুসুম সমাঘ্রাণ ও তরুপংক্তি মধ্যে ভ্রমণ করিতে সতত অভিলাষান্বিত হইত, সুতরাং অভিলষিত লাভে পরমাপ্যায়িত হইল। প্রস্পারো তাহাকে মুক্তি প্রদান কালে কহিতে লাগিলেন এরিএল্ এক্ষণে আমি তোমাকে হারাইব কিন্তু তুমি স্বপ্রধান হইলে। এরিএল্ বিনয় প্রহ্ব হইয়া নিবেদন করিল প্রভো আপনকার শ্রীচরণে কোটি২ প্রণাম করি। কিন্তু এ দাসের সেবায় উপেক্ষা করিবার অগ্রে সুবায়ু দ্বারা আপনাদের তরণী স্বদেশে উপনীত করণার্থ কিঙ্করকে সমভিব্যাহারি করিতে আজ্ঞা হউক, আপনাকে আলয়ে রাখিয়া তথা হইতে মুক্তি লাভ পূর্ব্বক বিদায় হইলে কৃতার্থ বোধে পরমানন্দে কাল যাপন করিতে পারিব। এই কথা কহিয়া একটা গান করিতে লাগিল।
মধুকর মধু পানে আপ্যায়িত যথা।
স্থির জানি সুধা লাভ নিত্য হয় তথা॥
কমল কণিকা মধ্যে আবাস সতত।
পেচকের রব কালে হই শয্যাগত॥
গ্রীষ্ম ঋতু গত মাত্র অনিন্দিত মনে।
শূন্য মর্গে ভ্রমি আমি বাদুড় বাহনে॥
সেই সুখ কাল এই হইল ঘটন।
শাখাগ্র মুকুলে স্থিতি করিব এখন।
পরিশেষে প্রস্পারো যাদুকরী বিদ্যার গ্রন্থ সকল মৃত্তিকা মধ্যে প্রোথিত করত প্রতিজ্ঞা করিলেন আর এ বিদ্যার চালনা করিব না। তিনি স্বীয় বিদ্যা প্রভাবে উল্লেখিত প্রকারে বৈর নির্যাতন ও সহোদর এবং নেপল্সাধিপতির সহিত পুনর্ব্বার মিলন করিয়া স্বদেশ দর্শন রাজ্যাধিকার পুনর্গ্রহণ এবং রাজ তনয় ফার্ডিনেণ্ডের সহিত আপন তনয়ার পরিণয়োৎসব সম্পাদন নিমিত্ত সাতিশয় উৎসুক হইতে লাগিলেন ফলতঃ তাঁহার সুখ সম্পত্তি সম্পূর্ত্তির এতত্রিতয় ব্যতীত অন্য কিছুই অবশিষ্ট রহিল না। নেপল্সাধিপতিও স্বীয় সাম্রাজ্যে প্রত্যাগমন পূর্ব্বক সমারোহে আত্মজের উদ্বাহ ক্রিয়া সমাধা করিতে সমুৎসুক হইলেন। পরে তাঁহারা এরিএল্কে সঙ্গে লইয়া অর্ণব যানারোহণ করিলে অনতিবিলম্বে স্বদেশে গিয়া উপনীত হইলেন। প্রস্পারো তথা হইতে আজ্ঞাবহ এরিএল্কে স্বাধীনতা দান পুরঃসর বিদায় করিয়া রাজ্যাভিষিক্ত হইলে দুই রাজা কন্যা পুত্রের বিবাহে সমারোহ করিয়া পরস্পর আত্মীয় স্বজন সমভিব্যাহারে পরম সুখে কাল যাপন করিতে লাগিলেন ইতি।