হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯৫১)/চর্য্যাচর্য্যবিনিশ্চয়/২৫

সংশ্লিষ্ট পাতা না থাকায় মূল পদটি পুথিতে নেই।
◄  ২৩
২৬  ►

[৩৯]তীতি সামগ্রীমাহ—

 অনহা ইত্যাদি। বেমকটরণেতি সন্ধ্যয়া[] প্রাণাপানং প্রজ্ঞোপায়াত্মকং বাতদ্বয়[ং] অনাহতং পরিকল্প্যাপ্রতিমানকমিতি। সহজপ্রতিচ্ছন্দকং তদেব সংবৃতিবোধিচিত্তং সদ্গুরুবাক্যবিহীনেন। বেণবীতি তস্য ভাবাভাবগ্রহং তোড়য়িত্বা কমলকুলিশসংযোগদৃঢ়মভেদ্য[ং] কৃত[ম]স্মাভিরিতি।

 চতুর্থপদেন যোগিন্যনুশংসামাহ—

 বঠামনীত্যাদি। সর্ব্বধর্ম্মপ্রকৃতিপ্রভাস্বরাবগমাৎ। যুবতিজনপ্রসঙ্গে সৈব প্রকৃতিপরিশুদ্ধাবধূতিকা নৈরাত্মযোগিনী। বইঠামনীতি নিত্যরূপা ময়া তন্ত্রীপাদেন প্রাপ্তা[]। অতএব তৎপ্রসাদাৎ মোহাভিষ্বঙ্গসূত্রবন্ধৈর্বিযুক্তঃ সন্। তংত্রীতি—জাতিধর্ম্ম[ান্]বিহায়। বজ্রধরো ভূতোঽস্মীতি।

 তথাচ সরহপাদাঃ

স শ্রীমানিত্যাদি। ২৫॥

  1. পুথি, সন্ধ্যায়া।
  2. পুথি, প্রাপ্তে।