হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯৫১)/চর্য্যাচর্য্যবিনিশ্চয়/৪৬

৪৬

রাগ শবরী

জয়নন্দীপাদানাং।  পেখু সুঅণে অদশ জইসা
অন্তরালে মোহ[৬৪] তইসা॥ ধ্রু॥
মোহ(দ) বিমুক্কা জই মাণা
তবেঁ তুটই অবণা গমণা॥ ধ্রু॥
নৌ দাটই নৌ তিমই ন চ্ছিজই
পেখ মোঅ মোহে বলি বলি বাঝই॥ ধ্রু॥
ছাঅ মাআ কাঅ সমাণা
বেণি পাখেঁ সোই বিণা॥ ধ্রু॥
চিঅ তথাতাস্বভাবে ষোহিঅ
ভণই জঅনন্দি ফুডঅণ ণ হোই

 পরমকরুণাঅর্জ্জণায় তমেবার্থং অভিজ্ঞালাভী জয়নন্দিপাদঃ প্রতিপাদয়তি—

 পেখই ইত্যাদি[]। যথা স্বপ্নে স্বপ্রতিভাস[ং] যথাদর্শে প্রতিবিম্বং তাদৃশমন্তরা ভববিজ্ঞানং পশ্য।

 তথা চাগমঃ।—

জিম জলমঝে[] চংদ স হি নোস ইত্যাদি।

 ভো অনধিগত(তং)মার্গ যদি ত্বং বিজ্ঞানসংক্রমণকালেঽপি সদ্গুরুবচনমার্গমনুস্মরন্[] স্বচিত্ত[ং] মোহবিমুক্তং[] করোষি তদভাবে সংসারে যাতায়াতং ত্রুট্যতি। তস্মাৎ স্বাত্মানং মিথ্যার্থে(হে) ন কিমর্থং নিষ্ফলং বাধয়সে।

 তথাচ ভুসুকুপাদাঃ

ক্লেশাবিষয়েষ্বিত্যাদি—

 দ্বিতীয়পদেন পরমাত্মচিত্তস্যানু[৬৪ক]শংসামাহ—

 নো দাটই ইত্যাদি। সদ্গুরুচরণপঙ্কজরজঃপ্রসঙ্গাৎ তদেবং সংসারমনো যদি মোহবিমুক্তং ভবতি। তদাগ্নিনা ন দগ্ধং ভবতি। জলে ন প্লাবনীয়ং[] ভবতি। শস্ত্রেণ চ্ছেত্তুং ন পার্য্যতে। পরমার্থচিত্তস্যাঙ্কমদঃ(দং)। এবং পশ্যন্ সন্ তথাপি কুধিয়ো মোহে পরং বদ্ধা ভবন্তি।

 তথাচ বহিশাস্ত্রে

যত্নেন পার্য্যাণি সমাচরন্তি পুণ্যপ্রসঙ্গাদপি * * * *।
আশ্চর্য্যমেতদ্ধি মনুষ্যলোকে ক্ষীরং পরিত্যজ্য বিষং পিবন্তি(ত)॥

 তৃতীয়পদেন পরমার্থসত্যস্য লক্ষণ[ম্]—

 ছায়েত্যাদি। মোহবিমুক্তা যদা পরমার্থবিদো ভবন্তি। তদা ছায়ামায়াসমং স্ববিগ্রহং জ্ঞানলোচনেন পশ্যন্তি(তি) পক্ষাপক্ষভিন্নং শ্রীহেরুকরূপং চাকলয়ন্তি(তি)।

 তথচ সরহপাদাঃ

 মহামায়াদেবীত্যাদি।—

 চতুর্থপদেন চিত্তফলস্বরূপমাহ—

 তথেতি। প্রজ্ঞাপারমিতার্থমহারসেন চিত্তবাসনাদোষবিশোধনং যদি ক্রিয়তে বুধৈঃ। তদা জয়নন্দিপাদো হি বদতি। চিত্তমন্যথাভাবং ন ভবতি। তথতাবিশু[৬৫]দ্ধো হি যঃ স তথাপরং ভবতি।

 তথাচ শ্রীদ্বিকল্পরাজে

 সর্ব্বেষাং খলু বস্তূনাং বিশুদ্ধিস্তথত[] মতা॥ ৪৬॥

  1. গানে পেখু; টীকায় পেখই।
  2. পুথি, জিম জল মধ্যে ঝে।
  3. পুথি, মার্গানুস্মরন্।
  4. গানে আছে মোদ, বোধ হয় মোহ হইবে। কারণ, টীকায় মোহ লিখিতেছে।
  5. পুথি, প্লাবতীয়ং।
  6. পুথি, তথাতা মাতা।

৪৬

রাগ শবরী

জয়নন্দীপাদানাম্— পেখু সুঅণে অদশে জইসা।
অন্তরালে মোহ তইসা॥ ধ্রু॥
মোহবিমুক্কা জই মণা।
তবেঁ তুটই অবণাগমণা॥ ধ্রু॥

ন উ দাঢ়ই ন উ তিমই ন চ্ছিজই।
পেখ লোঅ মোহে বলি বলি বাঝই॥ ধ্রু॥
ছাআ মাআ কাঅ সমাণা।
বেণি পাখেঁ সোই বিণাণা॥ ধ্রু॥
চিঅ তথতাস্বভাবে ষোহই।
ভণই জঅনন্দি ফুড়ণ ণ হোই॥ ধ্রু॥

 স্বপ্নে যেমন (নিজেরই প্রতিভাস) [দেখা যায়], আদর্শে যেমন [নিজেরই] (প্রতিবিম্ব) [দেখা যায়], (এই যে ভববিজ্ঞানরূপ) মোহ, [ইহাকেও] সেইরূপ অন্তরালে [নিজের মনোমধ্যে সমুদ্ভূত বলিয়া দর্শন কর]। (বিজ্ঞানসংক্রমণকালে সদ্গুরুর বচন বরণ করিয়া) যদি (তুমি) মনকে মোহবিমুক্ত (করিতে পার), তবেই [তোমার] (এই সংসারে) আসা যাওয়া টুটিয়া যাইবে। (সদ্গুরুর চরণরজঃপ্রসাদে মন যদি মোহবিমুক্ত হয়, তবে অগ্নি দ্বারা) উহা দগ্ধ হয় না, (জল দ্বারা) উহা প্লাবনীয় হয় না, (অস্ত্র উহাকে) ছেদন করিতে পারে না। (পরমার্থচিত্তের) [এইরূপ প্রভাব] লোকে দেখে, (তথাপি কুবুদ্ধি লোকেরা) ঘুরিয়া ঘুরিয়া [সেই] মোহেই বদ্ধ হয়। (পরমার্থবিৎ ব্যক্তি জ্ঞাননেত্রে নিজের) কায়াকে ছায়া ও মায়ার (সমান দর্শন করেন)। [এবং] বিনা পক্ষে (পাক্ষাপক্ষ ত্যাগ করিয়া, শ্রীহেরুকরূপ) সেই বিজ্ঞান (আকলন করেন)। জয়নন্দী বলেন,—চিত্ত [যদি] তথতাস্বভাবে [বুদ্ধের ঐশ্বর্য্যে] শোভিত হয়, [তবে তাহার আর] (অন্যথাভাবে) স্ফুরণ হয় না।