হারামণি/কৃতজ্ঞতা স্বীকার
(পৃ. নিবেদন)
কৃতজ্ঞতা স্বীকার।
এই গ্রন্থে আমার নিজস্ব কৃতিত্ব কিছুই নাই বন্ধুবান্ধবেরাই সকল কাজ করিয়াছেন। আমি কেবল এগুলি একত্রিত করিয়া প্রকাশ করিতে প্রয়াস পাইয়াছি তজ্জন্য তাঁহাদের নিকট ঋণ যে কত তাহা বলিয়া শেষ করা যায় না।
এই গানগুলির অধিকাংশই, প্রবাসী, ভারতবর্ষ, বিচিত্রা, বঙ্গবাণী (অধুনালুপ্ত), পাবনা এডওয়ার্ড কলেজ ম্যাগাজিন, বসুমতী, সম্মিলনী, তরুণ, প্রাচী (অধুনালুপ্ত), মাসিক মোহাম্মদী, কল্লোল, প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হইয়াছিল। সম্পাদকগণ ইহা প্রকাশ করিয়া আমাকে যথেষ্ট উৎসাহিত করিয়াছিলেন। তাঁহাদের উৎসাহ না পাইলে এতগুলি গান সংগ্রহ করিতে পারিতাম না।
এই গ্রন্থ মুদ্রণব্যাপারে মেসার্স করিমবক্স ব্রাদার্সের সত্ত্বাধিকারী মৌলভী আবদুর রহমান খান সাহেব আমার বিশেষ উপকার করিয়াছেন, এবং গ্রন্থের বহিরঙ্গ পারিপাট্য বিষয়ে তাঁহার সহকারী কার্য্যসচিব বন্ধুবর মৌলভী কোরবান আলী খান, বি-এ, সাহেব যথেষ্ট সহায়তা করিয়াছেন।
এই গ্রন্থের প্রচ্ছদপটে মুদ্রিত ছবিখানার ব্লক “প্রবাসীর” সৌজন্যে প্রাপ্ত এবং পরম শ্রদ্ধাস্পদ বন্ধু ডক্টর শ্রীকালিদাস নাগ, এম-এ, ডি-লিট মহাশয়ের চেষ্টায়ই ব্লকখানা তৈয়ারী হইয়াছে তজ্জন্য তাঁহার নিকট ঋণী।
সুসাহিত্যিক শ্রীপ্রমথ চৌধুরী, শ্রীইন্দিরা দেবী, শ্রীপ্রিয়ম্বদা দেবী, ডক্টর শ্রীসুনীতিকুমার চট্টোপাধ্যায়, এম-এ, ডি-লিট, শ্রীউপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শ্রীজলধর সেন, শ্রীবিজয় চন্দ্র মজুমদার প্রভৃতি সাহিত্যিক সাধুগণ এই গ্রন্থ প্রকাশে যদি আমাকে প্রবুদ্ধ না করিতেন তবে সাহস করিয়া ইহা ছাপাইতে পারিতাম না। এই গ্রন্থের দোষগুণের এবং আদর অনাদরের জন্য তাঁহারাই ও আমার অন্যান্য বন্ধুগণ দায়ী।
তরুণ-জামাত
|
|
মুহম্মদ মনসুর উদ্দীন |