একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৪২-৪৩)
◄  ১২
১৪  ►

১৩

মরশেদ বিনে কি ধন আর আছেরে এ জগতে
মরশেদের চরণ সুধা,
পান করলে হরে ক্ষুধা,
কর না আর দেলে দ্বিধা,
যেহি মরশেদ সেহি খোদা,
বোঝ “অলিয়ম মরশেদা”[১]
আয়েত লিখে কোরাণেতে।
আপনে খোদা আপনে নবি,
সেই আদম ছবি;

অনন্তরূপ করে ধারণ
কে বোঝে তার নিরাকারণ
নিরকোর হাকিম নিরাঞ্জন
মরশেদ রূপ ঐ ভজন পথে॥
“কুল্লো সাইয়েন মহিত অল-আরস,”[২]
“আলা কুল্লে সাইয়েন কাদির”[৩]
কেন লালন ফাঁকে ফের,
ফকিরি নাম বাড়াও মিছে॥

  1. হে আমার প্রভু মুরশিদ।
  2. যাবতীয় পদার্থ খোদতায়ালার ‘আর্শ’ ঘিরিয়া রহিয়াছে।—কুরাণ।
  3. সমস্ত জিনিষের উপর খোদাতায়ালার কত্তৃত্ব।—কুরাণ।