হারামণি/১৩
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৪২-৪৩)
(পৃ. ৪২-৪৩)
১৩
মরশেদ বিনে কি ধন আর আছেরে এ জগতে
মরশেদের চরণ সুধা,
পান করলে হরে ক্ষুধা,
কর না আর দেলে দ্বিধা,
যেহি মরশেদ সেহি খোদা,
বোঝ “অলিয়ম মরশেদা”[১]
আয়েত লিখে কোরাণেতে।
আপনে খোদা আপনে নবি,
সেই আদম ছবি;