একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৪৩-৪৪)
◄  ১৩
১৫  ►

১৪

মন আমার কি ছার গৌরব করছ ভবে।
দেখ না রে সব হাওয়ার খেলা, হাওয়া বন্ধ হতে দেরী কি হবে
থাকতে হাওয়ার হাওয়াখানা,
মওলা[] বলে ডাক রসনা,
মহাকাল বসে ছেরানায়, কখন যেন কু ঘটাবে।
বন্ধ হলে এ হাওয়াটী
মাটীর দেহ হবে মাটী,
দেখে শুনে হও না খাঁটী
মন কে তোরে কত বুঝাবে॥
ভবে আসার আগে যখন,

বলেছিলে কর্ব্ব সাধন,[]
লালন বলে সে কথা মন,
ভুলেছ এই ভবের লোভে।

  1. মওলা—উপাস্য;—খোদাতায়ালা।
  2. খোদাতায়ালা প্রথমে সমস্ত রুহকে এই জগতে পাঠাইবার আগে তাহাদিগকে জিজ্ঞাসা করিয়াছিলেন “তোমাদের উপাস্য কে?” আত্মাগণ বলিয়াছিলেন “তুমিই আমাদের একমাত্র উপাস্য এবং আমরা তোমার বান্দা।” বান্দার কাজ বন্দেগী করা। মানুষ মায়ায় ভুলিয়া মওলার উপাসনা ও আরাধনা করিতেছে না, ইহাই ফকিরের বক্তব্য।