হারামণি/১৫
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৪৪)
(পৃ. ৪৪)
১৫
প্রেমের সন্ধি আছে তিন।
সরল রসিক বিনে জানা হয় কঠিন।
প্রেম প্রেম বল্লি কিবা হয়,
না জানলে সেই প্রেম পরিচয়,
আগে সন্ধি করতে প্রেমে মজরে,
আছে সন্ধি স্থানে মানুষ অচিন।
পঙ্ক, জল, পল, সিন্ধু, বিন্দু,
আদ্য মূল তার শুষ্ক সিন্ধু,
ও তার সিন্ধু মাঝে আলেক পেচরে,
উদয় হচ্ছে রাত্রদিন।
সরল প্রেমিক হইলে,
চাঁদ ধরা যায় সন্ধিমূলে,
অধীন লালন ফকির, পায়না ফিকির,
হয়ে সদাই ভজনে বিহীন।