যে রূপে সাঁই আছে মানুষে।
তালার উপরে তালা, তাহার ভিতরে কালা,
মানুষ ঝলক দেয় সে দিনের বেলা, শুধু রসেতে ভাসে। “লামোকামে”[১] আছে নূরী[২] সে কথা অকথ্য ভারী,
লালন কয় সে দ্বারের দ্বারী নইলে কি জানত সে।
↑মুসলমান সাধারণের বিশ্বাস যে খোদা “লামোকামে” আছে। ‘লামোকাম’ অর্থ non-space ‘লামোকাম' বলিয়া কোন স্বর্গ বা স্থানের নাম নাই।
↑নূরী শব্দ নূর শব্দ হইতে উদ্ভূত। নূর অর্থ আলো, নূরী আলোময়।