একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৪৫-৪৬)
◄  ১৬
১৮  ►

১৭

কে কথা কয় রে দেখা দেয় না,
নড়ে চড়ে হাতের কাছে,
খুঁজলে জনমভর মিলে না।
খুঁজি যারে আকাশ জমিন,
আমারে চিনি না আমি,
সে বড় বিষম ভ্রমের ভ্রমি,

সে কোন্‌ জন আমি কোন্ জনা॥
হাতের কাছে হয় না খবর
খুঁজতে গেলাম দিল্লী শহর
সিরাজ কয় লালন রে তোর
তবুও মনের ঘোর গেল না॥