হারামণি/১৮
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৪৬)
(পৃ. ৪৬)
১৮
গুরু বর্ত্তমানে আমায় কর অনুমান
যোগীগণের যোগ সাধনে এই বুঝি তোমার বিধান॥
গুরু গোঁসাই খেত করিয়ে নিলেম,
একখান পাঁচন হাতে চললেম
আমি গুরুর খেতে ধান নিড়াইবারে,
কে আমায় বানাল চাষী,
আমি নষ্ট করলেম গুরুর কৃষি, গুরুপদে হলেম দোষী,
ঘাস নিড়াইতে কাটলাম ধান।
বিলে কি ইল্শে থাকে? কিলালে কি কাঁঠাল পাকে?
মধু হয় কি বল্লার চাকে? বিশ্বাস করে কে?
গোঁসাই নলিনচাঁদ বলে
বর্ষা হয় কি বৃষ্টির জলে?
গুরু কি চাইলে মেলে, শুনেছো কোন স্থান॥