একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৪৭)
◄  ১৮
২০  ►

১৯

চাতক স্বভাব না হ’লে
অমৃত মেঘের বারি কথায় কি মিলে।
চাতকের এমনি ধারা
তৃষ্ণায় জীবন যাবে রে মারা
তবুও অন্য বারি খায় না তারা
মেঘের জল বিনে।
মেঘে কত দেয় রে ফাঁকি,
তবুও চাতক মেঘের ভুখি,
এরূপ নিরীখ রাখ্ রে আঁখি
সাধক বলে তাই।
মন হয়েছে পবন গতি
উড়ে বেড়ায় দিবা রাতি,
অধিন লালন বলে গুরুর প্রতি
ও মন রয় না সুহালে।