একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৪৭-৪৮)
◄  ১৯
২১  ►

২০

আমি সেই চরণে দাসের যোগ্য নয়।
নইলে মোর দশা কি এমন হয়।
ভাব জানি না প্রেম জানি না
দয়াল দাস হ’তে চাই চরণে
ভাব দিয়া ভাব নিলে মনে
হারে দয়াল সেই সেন রাঙ্গা চরণ পায়।

দয়া ক’রে পদের বিন্দু
দাও যদি হে দীনবন্ধু
তবে তরি ভব সিন্ধু
নইলে না দেখি উপায়
অহল্যা পাষাণী ছিল
গুরুর চরণ-ধূলায় মানব হ’লো
অধীন লালন পড়ে’ র’লো
যা করে সাঁই দয়াময়।